Dhaka সোমবার, ১৮ অগাস্ট ২০২৫, ২ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

বরিশাল-ঢাকা মহাসড়কে দুর্ঘটনা, আতঙ্কে ঈদ-ফেরত যাত্রা

বরিশাল জেলা প্রতিনিধি : 

ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার ইল্লা এলাকায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত আটজন যাত্রী আহত হয়েছেন, যাদের মধ্যে দুই বাস চালকের অবস্থা আশঙ্কাজনক। বরিশাল-ঢাকা মহাসড়কে একের পর এক দুর্ঘটনায় আতঙ্কে ঈদের ফিরতি যাত্রীরা।

শুক্রবার (১৩ জুন) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার দুপুরের দিকে ঢাকাগামী গোল্ডেন লাইন এবং বরিশালগামী ইতি পরিবহনের দুটি বাস বেপরোয়া গতিতে চলছিল। এরই মধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে উভয় বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।

বরিশালগৌরনদী ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. বিপুল হোসেন বলেন, দুপুর সোয়া ১টার দিকে দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যাই। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের মধ্যে দুই চালক গুরুতর আহত হয়েছেন।

বরিশাল গৌরনদী হাইওয়ে থানার ওসি মো. আমিনুল ইসলাম জানান, দুর্ঘটনায় জড়িত বাস দুটি জব্দ করা হয়েছে। দুর্ঘটনাস্থল থেকে যানবাহন সরিয়ে নেওয়ার পর যান চলাচল স্বাভাবিক হয়। ঘটনাটি তদন্ত করে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

ঈদের ছয় দিনেই সাত দুর্ঘটনা, প্রাণ গেছে দুজনের। এই দুর্ঘটনা ছাড়াও গত ৭ জুন ঈদের দিন থেকে শুরু করে মাত্র ছয় দিনে গৌরনদী অংশে সাতটি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে দুইজন নিহত ও অন্তত ৫০ জন আহত হয়েছেন। স্থানীয়দের অভিযোগ, বাসগুলোর বেপরোয়া গতি এবং ট্রাফিক ব্যবস্থাপনার ঘাটতির কারণেই এই দুর্ঘটনাগুলো ঘটছে।

একই দিনে আরেকটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটে বরিশালের উজিরপুর উপজেলার ইচলাদী-ডাকবাংলো সড়কে। দুপুর সাড়ে ১২টার দিকে রাস্তা পার হওয়ার সময় অটোরিকশার ধাক্কায় আলতাফ সরদার (৫৩) নামের এক পথচারী প্রাণ হারান। তিনি গৌরনদীর সাকোকাঠী গ্রামের মেসের আলী সরদারের ছেলে।

বরিশাল উজিরপুর মডেল থানার ওসি মো. আব্দুস সালাম বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান,আলতাফ সরদার ঘটনাস্থলেই মারা যান। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

ত্রিশাল জিরো পয়েন্ট-হরিরামপুর সড়কটি যেন মরণফাঁদ

বরিশাল-ঢাকা মহাসড়কে দুর্ঘটনা, আতঙ্কে ঈদ-ফেরত যাত্রা

প্রকাশের সময় : ০৮:৫৬:৫১ অপরাহ্ন, শুক্রবার, ১৩ জুন ২০২৫

বরিশাল জেলা প্রতিনিধি : 

ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার ইল্লা এলাকায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত আটজন যাত্রী আহত হয়েছেন, যাদের মধ্যে দুই বাস চালকের অবস্থা আশঙ্কাজনক। বরিশাল-ঢাকা মহাসড়কে একের পর এক দুর্ঘটনায় আতঙ্কে ঈদের ফিরতি যাত্রীরা।

শুক্রবার (১৩ জুন) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার দুপুরের দিকে ঢাকাগামী গোল্ডেন লাইন এবং বরিশালগামী ইতি পরিবহনের দুটি বাস বেপরোয়া গতিতে চলছিল। এরই মধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে উভয় বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।

বরিশালগৌরনদী ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. বিপুল হোসেন বলেন, দুপুর সোয়া ১টার দিকে দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যাই। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের মধ্যে দুই চালক গুরুতর আহত হয়েছেন।

বরিশাল গৌরনদী হাইওয়ে থানার ওসি মো. আমিনুল ইসলাম জানান, দুর্ঘটনায় জড়িত বাস দুটি জব্দ করা হয়েছে। দুর্ঘটনাস্থল থেকে যানবাহন সরিয়ে নেওয়ার পর যান চলাচল স্বাভাবিক হয়। ঘটনাটি তদন্ত করে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

ঈদের ছয় দিনেই সাত দুর্ঘটনা, প্রাণ গেছে দুজনের। এই দুর্ঘটনা ছাড়াও গত ৭ জুন ঈদের দিন থেকে শুরু করে মাত্র ছয় দিনে গৌরনদী অংশে সাতটি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে দুইজন নিহত ও অন্তত ৫০ জন আহত হয়েছেন। স্থানীয়দের অভিযোগ, বাসগুলোর বেপরোয়া গতি এবং ট্রাফিক ব্যবস্থাপনার ঘাটতির কারণেই এই দুর্ঘটনাগুলো ঘটছে।

একই দিনে আরেকটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটে বরিশালের উজিরপুর উপজেলার ইচলাদী-ডাকবাংলো সড়কে। দুপুর সাড়ে ১২টার দিকে রাস্তা পার হওয়ার সময় অটোরিকশার ধাক্কায় আলতাফ সরদার (৫৩) নামের এক পথচারী প্রাণ হারান। তিনি গৌরনদীর সাকোকাঠী গ্রামের মেসের আলী সরদারের ছেলে।

বরিশাল উজিরপুর মডেল থানার ওসি মো. আব্দুস সালাম বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান,আলতাফ সরদার ঘটনাস্থলেই মারা যান। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।