বিনোদন ডেস্ক :
বলিউড নায়িকাদের প্রায়ই দেখা যায় বিকিনি অবতারে। সুন্দর ফিগারে সমুদ্র সৈকতে এই বিকিনি ছবি ভাইরাল হতেও বেশি সময় লাগে না। তবে মাইনাস ১৫ ডিগ্রিতে বরফ জলে বিকিনি পরে নামতে প্রয়োজন বিস্তর সাহস আর মনের জোর। আর এই দুটোই যে রয়েছে অভিনেত্রী রকুলপ্রীত সিংয়ে তার প্রমাণ পাওয়া গেলো সম্প্রতি।
বলিউডে ক্যারিয়ার গ্রাফ তেমন উঁচু নয় রাকুল প্রীতের। হাতে গোনা ৪-৫টা সিনেমাতে মুখ দেখিয়েছেন তিনি। তবে বিকিনিতে প্রায়ই দেখা যায় তাকে। এবার মাইনাস ১৫ ডিগ্রি তাপমাত্রায় কনকনে ঠান্ডা বরফ জলে নেমে এক বিরল সাহসিকতার পরিচয় দিলেন এই অভিনেত্রী।
ভারতীয় দক্ষিণী এই সুন্দরী বর্তমানে বলিউড অভিনেত্রী হিসেবেও পরিচিত। সোশ্যাল মিডিয়ায় প্রায়ই এই অভিনেত্রী নিজের আকর্ষণীয় সব ছবি ও ভিডিও ভক্তদের উপহার দিয়ে থাকেন। তবে শনিবার (৬ মে) যে ভিডিও তিনি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন, তা দেখে নেটিজেনরা হতবাক।
শনিবার (৬ মে) ইনস্টাগ্রামে বরফজলে ডুব দেওয়ার এই ভিডিও পোস্ট করেন অভিনেত্রী। ভিডিওর ক্যাপশনে মাইনাস ১৫ ডিগ্রি লিখে ইয়ারিয়াঁ অভিনেত্রীর চ্যালেঞ্জ, ‘আর কেউ?’ আবহাওয়ার সঙ্গে মিলিয়েই যেন হালকা নীল-সাদা বিকিনি বেছে নিয়েছেন রকুল প্রীত।
ভিডিওতে দেখা যাচ্ছে, প্রথমে কাঠের কেবিনে ঢোকার আগে তিনি মোটা কোট, শীতের নানান পোশাক পরেছিলেন। তারপর সেগুলো খুলে নীল রঙের প্রিন্টেড সুইম-স্যুট পরে দিব্যি বরফ কেটে তৈরি জলাশয়ে নেমে গেলেন। সেই জলে ডুব দিয়ে দিব্যি হাসি মুখে ঢুকে গেলেন কাঠের কেবিনে।
রাকুলের এই ভিডিও দেখে চমকে গেছেন নেটিজেনরা। বিভিন্ন মন্তব্যে ভরে উঠেছে তার পোস্ট। কেউ বলেছেন, এই ভিডিওই প্রমাণ যে রাকুল আসলে খুবই হট অভিনেত্রী। কারো মতে, রকুলের চেহারায় বিকিনি খুব সুন্দর মানায়। অনেকে আবার মজার ছলে বলেছেন, বিকিনি পরে বরফ শীতল পানিতে নামার পর ওই পানিই গরম হয়ে গেছে অভিনেত্রীর উষ্ণ আঁচে।
প্রসঙ্গত, রাকুলকে শেষবার দেখা গেছে ‘ছত্রীওয়ালি’ সিনেমায়। এতে উঠে এসেছিল সমাজে যৌনশিক্ষা প্রচলনের প্রয়োজনীয়তার কথা। যৌনশিক্ষা নিয়ে সমাজে যে ভুল ধারণ রয়েছে সেসব কথা। খুব শিগগির তাকে দেখা যাবে ‘ইন্ডিয়ান-টু’ সিনেমায়। যেখানে কমল হাসানের মতো অভিনেতার সঙ্গে কাজ করছেন তিনি। পাশাপাশি ‘মেরি পাত্নী কা রিমেক’ বলেও একটি সিনেমায় কাজ করছেন তিনি। তামিল সিনেমা ‘আয়লান’-এও কাজ করছেন তিনি।