বিনোদন ডেস্ক :
বাংলাদেশের অনেক জনপ্রিয় সিনেমায় অভিনয় করেছেন ওপার বাংলার নন্দিত অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। নায়ক মান্না, আমিন খানের সঙ্গে যেমন অভিনয় করেছেন, তেমনি এ প্রজন্মের নায়ক আরেফিন শুভর সঙ্গে জুটি বেঁধে পর্দায় হাজির হয়েছেন তিনি।
বাংলাদেশ-ভারত যৌথভাবে নির্মাণ করছে ‘স্পর্শ’ শিরোনামে সিনেমা। এতে ঋতুপর্ণা সেনগুপ্তর বিপরীতে অভিনয় করছেন বাংলাদেশের নিরব। এ সিনেমার শুটিং করতে শনিবার (১২ আগস্ট) ঢাকায় এসেছেন ঋতুপর্ণা।
ঢাকায় এসে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। এসময় ঋতুপর্ণাকে প্রশ্ন করা হয় পারফর্মার কীসে আটকায়? আপনার কি মনে হয় পারফর্মার বয়সে আটকায়?
তিনি বলেন, নায়িকাদের বয়স বলতে হয় না। বয়সে নায়িকাদের আটকে রাখা যায় না। আর যে বলছেন এভারগ্রিন, কীভাবে আছি ওটা আপনাদের সবার ভালোবাসার কারণে। এত এত ভালোবাসাই আমাদের এভারগ্রিন রাখে। সুন্দর থাকতে উৎসাহ দেয়, ভালো রাখে।
ঋতুপর্ণা সেনগুপ্ত বলেন, মেয়েদের বয়স নিয়ে প্রশ্ন করা হয়। কিন্তু পুরুষদের কখনো এই ব্যাপারে জিজ্ঞেস করা হয় না। আজকে রজনীকান্তের ‘জেলার’ সিনেমা মুক্তি পেয়েছে। উনার বয়স নিয়ে জিজ্ঞেস করা হয় না। উনি সবসময় সুপারহিরো। আজও সুপার হিরো। তিনি বয়সে অনেক ছোট নায়িকাদের সঙ্গে অভিনয় করেন। তখন তাকে নিয়ে কোনো কথা হয় না। শাহরুখ খানকে নিয়ে কথা হয় না। তাই আমি মনে করি, বয়স কোনো বিষয় নয়। আমি কী করছি, কী নিয়ে মানুষের কাছে পৌঁছাচ্ছি এটা মুখ্য বিষয়।
রাভিনা ট্যান্ডনের উদাহরণ টেনে ঋতুপর্ণা সেনগুপ্ত বলেন, রাভিনা ট্যান্ডন একটি সাক্ষাৎকারে বলেছিলেন- আমাদের কেন বলা হয় নাইনটিজের হিরোইন। আমরা তো এখনো কাজ করছি। কাজল দাপিয়ে কাজ করছে। হিরো তাদের চেয়ে বয়সে ছোট কিংবা বড় হতে পারে, এটা কোনো ম্যাটার না। বয়সটা নিয়ে আমরা বেশি মাতামাতি করি। বয়স যে কিছু নয় সেটাও এবার অস্কারে যে মহিলা পুরস্কার পেয়েছেন সেটাতেই বুঝিয়ে দিয়েছেন।
নিজের নতুন সিনেমা ও নিরব প্রসঙ্গে ঋতুপর্ণা বলেন, যতবার ঢাকায় আসি ততবার মনে হয় নিজের শহরে এসেছি। এবার এসেছি স্পর্শ সিনেমার শেষ লটের শুটিং করতে। সুন্দর গল্পের একটা সিনেমা। খুব ভালো হচ্ছে শুটিং। স্পর্শ কথাটার ভেতরে দারুণ একটা অর্থ লুকিয়ে আছে। সেটা হিন্দিতে স্পার্শ হোক আর বাংলায় স্পর্শ। আমার মনে হয় সবার ভেতরে স্পর্শের একটা অনুভূতি হয়। মনে হয়, এবারের অনুভূতিটা আরও বড়। তাছাড়া খুব ভালো অভিনয় করে নিরব। সামনে আরও ভালো কাজ করবে। সামনে অনেক সময় পড়ে আছে। ওর ভবিষ্যৎ অনেক ভালো দেখছি।
অন্যদিকে এক সময় নিয়মিত কলকাতার অভিনেতা প্রসেজিতের বিপরীতে ঋতুপর্ণার দেখা মিললেও এখন সেই ধারাবাহিকতা নেই। তবে প্রশংসিত এই জুটিকে পর্দায় দেখার চাহিদা এখনও দর্শকদের মাঝে রয়েছে। আবার কবে জুটি বাঁধবেন তারা? এমন প্রশ্নের জবাবে ঋতুপর্ণা বলেন, অনেক ভালো কাজ উপহার দিয়েছি আমরা। অনেক বছর পর প্রাক্তন সিনেমায় আমরা জুটি হয়ে এসেছিলাম। সিনেমাটা ব্লক বাস্টার হয়েছে। নতুন তথ্য হলো, আমাদের জুটির ৫০তম সিনেমা হতে যাচ্ছে। এখনও নাম ঠিক হয়েনি, তবে নির্মাণের প্রক্রিয়া চলছে। এ বছরই শুটিং শুরু হবে। সিনেমাটা নির্মাণ করবেন কৌশিক গাঙ্গুলি। আপাতত এটুকুই থাক। বাকিটা না হয় সময় হলেই জানা যাবে।
‘স্পর্শ’ সিনেমা বাংলাদেশ থেকে পরিচালনা ও প্রযোজনা করছেন অনন্য মামুন। কলকাতা থেকে দায়িত্বে আছেন অভিনন্দন দত্ত। বাংলাদেশের ‘অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট’ ও কলকাতার ‘রোল ক্যামেরা অ্যাকশন’-এর প্রযোজনায় নির্মিত হচ্ছে সিনেমাটি। ঋতুপর্ণার পাশাপাশি সিনেমাটিতে কলকাতার খরাজ মুখার্জিও অভিনয় করছেন।