Dhaka সোমবার, ১৮ অগাস্ট ২০২৫, ২ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

বন্যার ক্ষতি কাটিয়ে উঠতে সমন্বিতভাবে কাজ করতে হবে : উপদেষ্টা হাসান আরিফ

চট্টগ্রাম জেলা প্রতিনিধি : 

বন্যা পরবর্তী ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে সব সংস্থাকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং ভূমিবিষয়ক উপদেষ্টা এ এফ হাসান আরিফ।

রোববার (১৫ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে চট্টগ্রাম সার্কিট হাউসে চট্টগ্রাম বিভাগ ও জেলার বিভিন্ন বিভাগের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে তিনি এসব কথা বলেন।

এ এফ হাসান আরিফ বলেন, সব সংস্থার মধ্যে প্রচেষ্টা না থাকলে বন্যার ক্ষতি কাটিয়ে ওঠা কষ্টসাধ্য। বন্যায় ক্ষতিগ্রস্ত রাস্তা মেরামতে আমরা জোর দিচ্ছি। কারণ গ্রামীণ থেকে সবপর্যায় পর্যন্ত যোগাযোগটা খুবই গুরুত্বপূর্ণ। তাছাড়া বন্যা পরবর্তী অন্যান্য যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে তাও দেখা। সেজন্য সব সংস্থাকে সমন্বয় করে একসঙ্গে কাজ করার ব্যাপারে কথা হয়েছে।

তিনি বলেন, আমাদের মূল কাজ ছিল বন্যা-পরবর্তী অবস্থা নিয়ে করণীয় ঠিক করা। বন্যা নিয়ে আর আক্ষেপ-আহাজারি না করে আগামীতে এই বন্যা পরিস্থিতি মোকাবিলার জন্য আমরা কী প্রচেষ্টা চালাচ্ছি তা পর্যালোচনা করছি। চট্টগ্রাম বিভাগের বিভিন্ন সংস্থার প্রধানদের নিয়ে এ বিষয়ে আলোচনা করেছি।

চট্টগ্রাম ওয়াসা নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ইতোমধ্যে চট্টগ্রামসহ দেশের চার ওয়াসা নিয়ে আমরা কার্যকরী উদ্যোগ নিয়েছি। কাজ চলছে।’

এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ও চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) প্রশাসক তোফায়েল ইসলাম, চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক ও অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) আনোয়ারা পাশা, চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহাম্মদ তৌহিদুল ইসলাম, চট্টগ্রাম জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শাব্বির ইকবাল, চট্টগ্রামের জেলা প্রশাসক ফরিদা খানম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সাদি উর রহিম জাদিদ, সিনিয়র সহকারী কমিশনার মো. রাজিব হোসেনসহ চট্টগ্রাম বিভাগ ও জেলার বিভিন্ন সংস্থার কর্মকর্তারা।

জনপ্রিয় খবর

আবহাওয়া

ত্রিশাল জিরো পয়েন্ট-হরিরামপুর সড়কটি যেন মরণফাঁদ

বন্যার ক্ষতি কাটিয়ে উঠতে সমন্বিতভাবে কাজ করতে হবে : উপদেষ্টা হাসান আরিফ

প্রকাশের সময় : ০৪:০৯:২৮ অপরাহ্ন, রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪

চট্টগ্রাম জেলা প্রতিনিধি : 

বন্যা পরবর্তী ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে সব সংস্থাকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং ভূমিবিষয়ক উপদেষ্টা এ এফ হাসান আরিফ।

রোববার (১৫ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে চট্টগ্রাম সার্কিট হাউসে চট্টগ্রাম বিভাগ ও জেলার বিভিন্ন বিভাগের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে তিনি এসব কথা বলেন।

এ এফ হাসান আরিফ বলেন, সব সংস্থার মধ্যে প্রচেষ্টা না থাকলে বন্যার ক্ষতি কাটিয়ে ওঠা কষ্টসাধ্য। বন্যায় ক্ষতিগ্রস্ত রাস্তা মেরামতে আমরা জোর দিচ্ছি। কারণ গ্রামীণ থেকে সবপর্যায় পর্যন্ত যোগাযোগটা খুবই গুরুত্বপূর্ণ। তাছাড়া বন্যা পরবর্তী অন্যান্য যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে তাও দেখা। সেজন্য সব সংস্থাকে সমন্বয় করে একসঙ্গে কাজ করার ব্যাপারে কথা হয়েছে।

তিনি বলেন, আমাদের মূল কাজ ছিল বন্যা-পরবর্তী অবস্থা নিয়ে করণীয় ঠিক করা। বন্যা নিয়ে আর আক্ষেপ-আহাজারি না করে আগামীতে এই বন্যা পরিস্থিতি মোকাবিলার জন্য আমরা কী প্রচেষ্টা চালাচ্ছি তা পর্যালোচনা করছি। চট্টগ্রাম বিভাগের বিভিন্ন সংস্থার প্রধানদের নিয়ে এ বিষয়ে আলোচনা করেছি।

চট্টগ্রাম ওয়াসা নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ইতোমধ্যে চট্টগ্রামসহ দেশের চার ওয়াসা নিয়ে আমরা কার্যকরী উদ্যোগ নিয়েছি। কাজ চলছে।’

এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ও চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) প্রশাসক তোফায়েল ইসলাম, চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক ও অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) আনোয়ারা পাশা, চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহাম্মদ তৌহিদুল ইসলাম, চট্টগ্রাম জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শাব্বির ইকবাল, চট্টগ্রামের জেলা প্রশাসক ফরিদা খানম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সাদি উর রহিম জাদিদ, সিনিয়র সহকারী কমিশনার মো. রাজিব হোসেনসহ চট্টগ্রাম বিভাগ ও জেলার বিভিন্ন সংস্থার কর্মকর্তারা।