নিজস্ব প্রতিবেদক :
বন্দরের পূর্ব ও দক্ষিণাঞ্চলের লক্ষাধিক গার্মেন্ট শ্রমিকসহ ২/৩ লাখ জনসাধারণের চলাচলের একমাত্র সড়ক বন্দর ১নং খেয়াঘাট। ব্যস্ততম এ সড়কের প্রবেশমুখ বন্দর বাজার থেকে শুরু করে খেয়াঘাট পর্যন্ত রাস্তার এক পাশ দখল করে কাঁচাবাজার বসিয়েছে স্থানীয় নামধারী যুবলীগ নেতা খান মাসুদ। নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের অর্থায়নে সড়কের এক পাশ অবৈধভাবে দখল করে পসরা বসিয়ে প্রত্যেক দোকান থেকে প্রতিদিন ১শ’ থেকে দেড়শ’ টাকা আদায় করা হচ্ছে স্থানীয়দের অভিযোগ। বিভিন্ন পসরা বসানোর ফলে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে চরম ভোগান্তিতে সাধারণ মানুষ।
সরজমিন গিয়ে দেখা গেছে, শীতলক্ষ্যা নদীর পূর্ব পাড় বন্দর ১নং খেয়াঘাট থেকে শুরু করে বন্দর বাজার পর্যন্ত রাস্তা দখল করে পসরা সাজিয়ে দোকান দিয়ে বসেছে বিভিন্ন প্রকার কাঁচা তরকারি, ফলসহ নানা ব্যবসা। স্থানীয় বাসিন্দারা জানান, বন্দরবাসী শীতলক্ষ্যা নদী পশ্চিম পাড় হয়ে শহরে চলাচলের প্রাণকেন্দ্র বন্দর ১নং খেয়াঘাট। নারায়ণগঞ্জের সঙ্গে যোগাযোগ রাখতে এ ঘাট দিয়ে শহরমুখী হয় মানুষ। বন্দর বাজারে অবৈধ দোকানপাট গড়ে উঠায় তীব্র যানজটে পড়ে সিএনজি, অটো ইজিবাইক, মিশুক ও অটোরিকশাসহ নানা যানবাহন। এলোমেলো দীর্ঘ যানজটে চরম ভোগান্তির শিকার হচ্ছে সাধারণ মানুষ।
দোকানীরা জানান, প্রতিদিন ১২০ টাকা দিয়ে দোকানদারি করি। মাগনা না ভাই। খান মাসুদের লোক ডালিম হয়দার দোকানের এ টাকা উঠান। বন্দর উপজেলা নির্বাহী অফিসার বি.এ. কুদরত এ খুদা বলেন, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বন্দর ১নং খেয়াঘাটের প্রধান রাস্তার পাশে গড়ে উঠা অবৈধ স্থাপনা অচিরেই উচ্ছেদ করা হবে।