নিজস্ব প্রতিবেদক :
রাজধানীর বনানীর আর্মি স্টেডিয়ামের সামনে ট্রাক ও কাভার্ডভ্যানের সংঘর্ষে মো. শাহজাহান (৩৫) নামে এক ট্রাকচালক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৪ আগস্ট) এ দুর্ঘটনা ঘটে। পরে গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। পরে কর্তব্যরত চিকিৎসক দিনগত রাত সাড়ে ৪টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
নিহত শাহজাহান ময়মনসিংহ জেলার গৌরীপুর থানার পাইকশা গ্রামে আল-কাসাপের ছেলে। গাজীপুরের টঙ্গীতে থাকতেন। এ ঘটনায় ট্রাক ও কাভার্ডভ্যানটিকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে।
বনানী থানার উপপরিদর্শক (এসআই) এজাজুল হক জানান, বনানী নৌ সদর দফতরের সামনের রাস্তায় একটি কাভার্ডভ্যানের পেছনে সজোরে ধাক্কা দেয় রড বোঝায় ওই ট্রাক। এতে ট্রাকের চালক শাহজাহান গুরুতর আহত হন। খবর পেয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তারা মৃত্যু হয়।
তিনি জানান, রাতে টঙ্গীর কারখানা থেকে ট্রাকে করে রড নিয়ে ঢাকায় হাজারীবাগ যাচ্ছিলেন। পথে এই দুর্ঘটনা ঘটে। ঘটনার পরপরই দুটি গাড়ি জব্দ করা হয়েছে। তবে কাভার্ডভ্যানের চালক পালিয়ে গেছে। শাহজাহানের মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে।