Dhaka সোমবার, ২৮ জুলাই ২০২৫, ১৩ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

বনানীতে গাড়ির ধাক্কায় নারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : 

রাজধানীর বনানী থানাধীন নৌবাহিনী সদরদপ্তরের সামনে রাস্তা পারাপারের সময় দ্রুতগামী গাড়ি ধাক্কায় অজ্ঞাতপরিচয় এক নারী (৩২) নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৫ মে) দিনগত রাত ২টা ৩০ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক ভোর ৪টার দিকে মৃত ঘোষণা করেন।

বনানী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সোহেল জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই নারীকে গুরুতর আহত অবস্থায় দেখতে পায়। তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিলে রাতেই চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, নিহত নারীর নাম-পরিচয় এখনো জানা যায়নি। বিস্তারিত জানার চেষ্টা চলছে। সিআইডি ক্রাইমসিনকে খবর দেওয়া হয়েছে। ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। আশপাশের সিসিটিভি ফুটেজ দেখে ঘাতক গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে।

মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে বলে জানিয়েছেন ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক।

জনপ্রিয় খবর

আবহাওয়া

বনানীতে গাড়ির ধাক্কায় নারীর মৃত্যু

প্রকাশের সময় : ১২:২০:২৬ অপরাহ্ন, শুক্রবার, ১৬ মে ২০২৫

নিজস্ব প্রতিবেদক : 

রাজধানীর বনানী থানাধীন নৌবাহিনী সদরদপ্তরের সামনে রাস্তা পারাপারের সময় দ্রুতগামী গাড়ি ধাক্কায় অজ্ঞাতপরিচয় এক নারী (৩২) নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৫ মে) দিনগত রাত ২টা ৩০ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক ভোর ৪টার দিকে মৃত ঘোষণা করেন।

বনানী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সোহেল জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই নারীকে গুরুতর আহত অবস্থায় দেখতে পায়। তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিলে রাতেই চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, নিহত নারীর নাম-পরিচয় এখনো জানা যায়নি। বিস্তারিত জানার চেষ্টা চলছে। সিআইডি ক্রাইমসিনকে খবর দেওয়া হয়েছে। ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। আশপাশের সিসিটিভি ফুটেজ দেখে ঘাতক গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে।

মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে বলে জানিয়েছেন ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক।