নিজস্ব প্রতিবেদক :
নাবিক ও প্রবাসী শ্রমিক কল্যাণ পরিদপ্তরের নাম পরিবর্তন করা হয়েছে। সম্প্রতি নাম পরিবর্তন করে নৌপরিবহন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। নতুন নাম নির্ধারণ করা হয়েছে নাবিক কল্যাণ পরিদপ্তর এবং সংস্থাটির ইংরেজি নাম রাখা হয়েছে ‘Directorate of Seafarers Welfare’।
সোমবার (২৯ ডিসেম্বর) এক সরকারি তথ্য বিবরণীতে এ কথা জানানো হয়েছে।
তথ্য-বিবরণীতে বলা হয়, চলতি বছরের সেপ্টেম্বর মাসের ১০ তারিখে অনুষ্ঠিত প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটির সিদ্ধান্ত অনুযায়ী নাবিক ও প্রবাসী শ্রমিক কল্যাণ পরিদপ্তরের নাম পরিবর্তন করে নাবিক কল্যাণ পরিদপ্তর করা হয়েছে। একই সঙ্গে সংস্থাটির ইংরেজি নাম নির্ধারণ করা হয়েছে ‘Directorate of Seafarers Welfare’।
উল্লেখ্য, এ বিষয়ে নৌপরিবহন মন্ত্রণালয় থেকে ইতোমধ্যে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে বলেও তথ্য-বিবরণীতে উল্লেখ করা হয়।
নিজস্ব প্রতিবেদক 





















