Dhaka শনিবার, ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

বছর শেষে অহনার ‘কাবিন’

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : ০৫:২২:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর ২০২৩
  • ১৯১ জন দেখেছেন

বিনোদন ডেস্ক : 

অহনা রহমান। ব্যতিক্রমী গল্পের প্রতিই বেশি মনোযোগী হয়ে উঠছেন তিনি। রোমান্টিক গল্পের চেয়ে সমাজের বর্তমান প্রেক্ষাপটের নানান ধরনের বার্তাধর্মী গল্পের প্রতিই মনোযোগ তার। বছর শুরুর দিকে ‘তালাক’ নামে একটি নাটকে অভিনয় করেছিলেন। মহিন খানের নির্মিত নাটকটি বেশ প্রশংসা কুড়িয়েছিল। বছর শেষে একই নির্মাতার ‘কাবিন’ নামের একটি নাটক নিয়ে হাজির হচ্ছেন তিনি। এই নাটকে ভিন্ন এক লুকে সবাইকে চমকে দিলেন অহনা।

বুধবার (২৭ ডিসেম্বর) ‘কাবিন’ নামের একটি নাটকের লুক প্রকাশ করেছেন অহনা। সেখানে নিজেকে পুরোপুরি ভেঙেছেন করেছেন তিনি। যার কেকাপের দায়িত্বে ছিলেন জনি। ছবিটি দেখে বোঝা দায় তিনিই অভিনেত্রী অহনা! এই নাটকে পারুল চরিত্রে দেখা যাবে তাকে।

‘তালাক’র মত ‘কাবিন’ নাটকটিও পরিচালনা করেছেন মহিন খান। এতে অহনার বিপরীতে দেখা যাবে জাহের আলভীকে।

নাটকটিতে অভিনয় প্রসঙ্গে অহনা বলেন, মহিন খানের পরিচালনায় বছরের শুরুতে ‘তালাক’ নামের একটি নাটকে অভিনয় করেছিলাম। সেখানেও আমার বিপরীতে অভিনয় করেছেন জাহের আলভী। দর্শক সেটা খুব ভালোভাবে গ্রহণ করেছিল। এরপর বেশ কিছু কাজ করেছি। বছর শেষ হচ্ছে ‘কাবিন’ নাটক দিয়ে।

এই নাটকে ভিন্ন এক লুকে হাজির হয়েছেন অহনা। যা আগে কখনো দেখা যায়নি। চরিত্রটি নিয়ে বেশ আশাবাদীও তিনি। অভিনেত্রী জানালেন, ‘কাবিন’ নাটকের গল্পটা দারুণ। গল্পে একটা ভিন্নতা আছে। সে হিসেবেই পরিচালক আমাকে এমন রূপ দিয়েছেন। আমার জীবনে প্রথমবার এমন লুকে পর্দায় হাজির হচ্ছি। আশাকরি বছরের শেষটা ভালো হবে।’

নির্মাতা মহিন খান বলেন, কিছু গল্প ভেতর টাকে নাড়া দিয়ে যায়। এমন একটি গল্পে ‘কাবিন’ নির্মাণ করেছি। এটি আমার বছরের শেষ নাটক। আশাকরি দর্শক ভালো কিছু পাবে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

মিটফোর্ড হত্যাকাণ্ড : আসামি টিটন গাজী ৫ দিনের রিমান্ডে

বছর শেষে অহনার ‘কাবিন’

প্রকাশের সময় : ০৫:২২:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর ২০২৩

বিনোদন ডেস্ক : 

অহনা রহমান। ব্যতিক্রমী গল্পের প্রতিই বেশি মনোযোগী হয়ে উঠছেন তিনি। রোমান্টিক গল্পের চেয়ে সমাজের বর্তমান প্রেক্ষাপটের নানান ধরনের বার্তাধর্মী গল্পের প্রতিই মনোযোগ তার। বছর শুরুর দিকে ‘তালাক’ নামে একটি নাটকে অভিনয় করেছিলেন। মহিন খানের নির্মিত নাটকটি বেশ প্রশংসা কুড়িয়েছিল। বছর শেষে একই নির্মাতার ‘কাবিন’ নামের একটি নাটক নিয়ে হাজির হচ্ছেন তিনি। এই নাটকে ভিন্ন এক লুকে সবাইকে চমকে দিলেন অহনা।

বুধবার (২৭ ডিসেম্বর) ‘কাবিন’ নামের একটি নাটকের লুক প্রকাশ করেছেন অহনা। সেখানে নিজেকে পুরোপুরি ভেঙেছেন করেছেন তিনি। যার কেকাপের দায়িত্বে ছিলেন জনি। ছবিটি দেখে বোঝা দায় তিনিই অভিনেত্রী অহনা! এই নাটকে পারুল চরিত্রে দেখা যাবে তাকে।

‘তালাক’র মত ‘কাবিন’ নাটকটিও পরিচালনা করেছেন মহিন খান। এতে অহনার বিপরীতে দেখা যাবে জাহের আলভীকে।

নাটকটিতে অভিনয় প্রসঙ্গে অহনা বলেন, মহিন খানের পরিচালনায় বছরের শুরুতে ‘তালাক’ নামের একটি নাটকে অভিনয় করেছিলাম। সেখানেও আমার বিপরীতে অভিনয় করেছেন জাহের আলভী। দর্শক সেটা খুব ভালোভাবে গ্রহণ করেছিল। এরপর বেশ কিছু কাজ করেছি। বছর শেষ হচ্ছে ‘কাবিন’ নাটক দিয়ে।

এই নাটকে ভিন্ন এক লুকে হাজির হয়েছেন অহনা। যা আগে কখনো দেখা যায়নি। চরিত্রটি নিয়ে বেশ আশাবাদীও তিনি। অভিনেত্রী জানালেন, ‘কাবিন’ নাটকের গল্পটা দারুণ। গল্পে একটা ভিন্নতা আছে। সে হিসেবেই পরিচালক আমাকে এমন রূপ দিয়েছেন। আমার জীবনে প্রথমবার এমন লুকে পর্দায় হাজির হচ্ছি। আশাকরি বছরের শেষটা ভালো হবে।’

নির্মাতা মহিন খান বলেন, কিছু গল্প ভেতর টাকে নাড়া দিয়ে যায়। এমন একটি গল্পে ‘কাবিন’ নির্মাণ করেছি। এটি আমার বছরের শেষ নাটক। আশাকরি দর্শক ভালো কিছু পাবে।