Dhaka বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫, ৬ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

বঙ্গবন্ধু স্টেডিয়ামের নাম পরিবর্তন

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ১০:৫৩:৩৮ অপরাহ্ন, শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫
  • ২২৪ জন দেখেছেন

স্পোর্টস ডেস্ক : 

‘ঢাকা স্টেডিয়াম’ নাম নিয়ে যাত্রা শুরু। পরবর্তীতে রাজধানীর পল্টনে অবস্থিত দেশের ক্রীড়াঙ্গনের অন্যতম প্রধান ও ঐতিহাসিক ভেন্যুটির নাম বদলে হয়ে যায় ‘বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম’। ২৭ বছর এই নামে থাকার পর আবার পাল্টে গেল ঐতিহাসিক ভেন্যুটির নাম-‘জাতীয় স্টেডিয়াম, ঢাকা’।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) সচিব জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মো. আমিনুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উপর্যুক্ত বিষয়ের প্রেক্ষিতে সংশ্লিষ্ট সকলের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, জাতীয় ক্রীড়া পরিষদ কর্তৃক নির্মিত নিম্নোক্ত ক্রীড়া স্থাপনার নামকরণ নিম্নরুপে নির্দেশক্রমে নির্ধারণ করা হলো।’

১৯৫৪ সালে প্রতিষ্ঠা লাভের পর ঢাকা স্টেডিয়াম নামে পথচলা শুরু হয় দেশের ক্রীড়াঙ্গনের ঐতিহাসিক এই ভেন্যুটির। পাকিস্তান শাসনামলে এই মাঠে টেস্ট খেলে গেছে পাকিস্তান জাতীয় দলও। স্বাধীনতা পরবর্তী সময়ে এই স্টেডিয়াম ঘিরেই আবর্তিত হয়েছে বাংলাদেশের ক্রীড়াঙ্গন।

ঢাকা স্টেডিয়াম থেকে ১৯৯৮ সালে নামকরণ হয় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে। ১৯৯৬ সালে সরকার গঠনের পর আওয়ামী লীগ সরকার এই নামকরণ করে। একই বছর বর্তমানে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি নামে পরিচিত আইসিসি নক আউট টুর্নামেন্টও আয়োজিত হয়েছে এই মাঠে। বাংলাদেশ ক্রিকেট দলও নিজেদের প্রথম টেস্ট খেলেছে এখানে। এর সাথে বিভিন্ন রাষ্ট্রীয় ক্রীড়া অনুষ্ঠানের সাক্ষীও এই ভেন্যু।

ক্রিকেট-ফুটবল দুটোই একটা সময় সমান্তরালে চলেছে এই স্টেডিয়ামে। তবে ২০০৬ সালের পর থেকে ক্রিকেটকে পুরোপুরি সরিয়ে নেয়া হয় মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে। ক্রিকেটের ঠিকানা বদলে গেলেও দেশের ফুটবলের প্রাণকেন্দ্র হয়ে উঠে নতুন নামকরণকৃত এই মাঠ। যদিও ২০২১ সাল থেকেই এখানে খেলা বন্ধ আছে সংস্কার কাজের জন্য। ২০২৪ সালের মধ্যে মাঠের পুনঃনির্মান সম্পন্ন হওয়ার কথা থাকলেও এতদিনেও তা শেষ হয়নি। এছাড়া দেশের ক্রীড়াঙ্গনের দাবা, অ্যাথলেটিকস, হ্যান্ডবল, ভলিবল, হকিসহ বাকি ফেডারেশনগুলোও স্টেডিয়াম পাড়াতেই।

জনপ্রিয় খবর

আবহাওয়া

বঙ্গবন্ধু স্টেডিয়ামের নাম পরিবর্তন

প্রকাশের সময় : ১০:৫৩:৩৮ অপরাহ্ন, শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫

স্পোর্টস ডেস্ক : 

‘ঢাকা স্টেডিয়াম’ নাম নিয়ে যাত্রা শুরু। পরবর্তীতে রাজধানীর পল্টনে অবস্থিত দেশের ক্রীড়াঙ্গনের অন্যতম প্রধান ও ঐতিহাসিক ভেন্যুটির নাম বদলে হয়ে যায় ‘বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম’। ২৭ বছর এই নামে থাকার পর আবার পাল্টে গেল ঐতিহাসিক ভেন্যুটির নাম-‘জাতীয় স্টেডিয়াম, ঢাকা’।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) সচিব জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মো. আমিনুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উপর্যুক্ত বিষয়ের প্রেক্ষিতে সংশ্লিষ্ট সকলের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, জাতীয় ক্রীড়া পরিষদ কর্তৃক নির্মিত নিম্নোক্ত ক্রীড়া স্থাপনার নামকরণ নিম্নরুপে নির্দেশক্রমে নির্ধারণ করা হলো।’

১৯৫৪ সালে প্রতিষ্ঠা লাভের পর ঢাকা স্টেডিয়াম নামে পথচলা শুরু হয় দেশের ক্রীড়াঙ্গনের ঐতিহাসিক এই ভেন্যুটির। পাকিস্তান শাসনামলে এই মাঠে টেস্ট খেলে গেছে পাকিস্তান জাতীয় দলও। স্বাধীনতা পরবর্তী সময়ে এই স্টেডিয়াম ঘিরেই আবর্তিত হয়েছে বাংলাদেশের ক্রীড়াঙ্গন।

ঢাকা স্টেডিয়াম থেকে ১৯৯৮ সালে নামকরণ হয় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে। ১৯৯৬ সালে সরকার গঠনের পর আওয়ামী লীগ সরকার এই নামকরণ করে। একই বছর বর্তমানে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি নামে পরিচিত আইসিসি নক আউট টুর্নামেন্টও আয়োজিত হয়েছে এই মাঠে। বাংলাদেশ ক্রিকেট দলও নিজেদের প্রথম টেস্ট খেলেছে এখানে। এর সাথে বিভিন্ন রাষ্ট্রীয় ক্রীড়া অনুষ্ঠানের সাক্ষীও এই ভেন্যু।

ক্রিকেট-ফুটবল দুটোই একটা সময় সমান্তরালে চলেছে এই স্টেডিয়ামে। তবে ২০০৬ সালের পর থেকে ক্রিকেটকে পুরোপুরি সরিয়ে নেয়া হয় মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে। ক্রিকেটের ঠিকানা বদলে গেলেও দেশের ফুটবলের প্রাণকেন্দ্র হয়ে উঠে নতুন নামকরণকৃত এই মাঠ। যদিও ২০২১ সাল থেকেই এখানে খেলা বন্ধ আছে সংস্কার কাজের জন্য। ২০২৪ সালের মধ্যে মাঠের পুনঃনির্মান সম্পন্ন হওয়ার কথা থাকলেও এতদিনেও তা শেষ হয়নি। এছাড়া দেশের ক্রীড়াঙ্গনের দাবা, অ্যাথলেটিকস, হ্যান্ডবল, ভলিবল, হকিসহ বাকি ফেডারেশনগুলোও স্টেডিয়াম পাড়াতেই।