Dhaka শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫, ২৩ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

বঙ্গবন্ধু রেলসেতুর মালামাল নিয়ে মোংলায় বিদেশি জাহাজ

মোংলা উপজেলা প্রতিনিধি : 

উত্তরাঞ্চলের প্রবেশদ্বার যমুনা নদীর ওপর নির্মাণাধীন বঙ্গবন্ধু শেখ মুজিব রেলসেতুর যন্ত্রপাতি নিয়ে মোংলা বন্দরে ভিড়েছে বিদেশি জাহাজ এমভি এভার ভেনটেজ।

মঙ্গলবার (৪ জুলাই) বেলা ১১টার দিকে বন্দরের ৫ নম্বর জেটিতে জাহাজটি ভেড়ে।

জাহাজের স্থানীয় শিপিং এজেন্ট হক অ্যান্ড সন্স লিমিটেডের খুলনার ব্যবস্থাপক (অপারেশন) শওকত আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, জাহাজে ১ হাজার ৯৫২ দশমিক ৪৪২ মেট্রিক টন ওজনের যন্ত্রপাতি রয়েছে। মঙ্গলবার দুপুর ২টায় খালাস শুরু করা হবে। এখান থেকে এসব যন্ত্রপাতি নদীপথে বঙ্গবন্ধু রেলসেতুর ডিপোয় নেওয়া হবে। এতে তিন-চার দিন সময় লাগবে।

শওকত আলী জানান, রেলসেতুর যন্ত্রপাতি নিয়ে ২২ জুন ভিয়েতনামের হাইফং বন্দর থেকে মোংলা বন্দরের উদ্দেশে ছেড়ে আসে পানামার পতাকাবাহী জাহাজ এমভি এভার ভেনটেজ।

এতে এর আগে ১৭ মে এমভি সান ইউনিটি, ৫ মার্চ এমভি হাইডং-৯ ও ২১ ফেব্রুয়ারি এমভি জুপিটার ভিয়েতনাম থেকে বঙ্গবন্ধু রেলসেতুর মালামাল নিয়ে মোংলা বন্দরে এসেছিল।

আবহাওয়া

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের ভেন্যু তালিকা প্রকাশ

বঙ্গবন্ধু রেলসেতুর মালামাল নিয়ে মোংলায় বিদেশি জাহাজ

প্রকাশের সময় : ০৩:১৪:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ জুলাই ২০২৩

মোংলা উপজেলা প্রতিনিধি : 

উত্তরাঞ্চলের প্রবেশদ্বার যমুনা নদীর ওপর নির্মাণাধীন বঙ্গবন্ধু শেখ মুজিব রেলসেতুর যন্ত্রপাতি নিয়ে মোংলা বন্দরে ভিড়েছে বিদেশি জাহাজ এমভি এভার ভেনটেজ।

মঙ্গলবার (৪ জুলাই) বেলা ১১টার দিকে বন্দরের ৫ নম্বর জেটিতে জাহাজটি ভেড়ে।

জাহাজের স্থানীয় শিপিং এজেন্ট হক অ্যান্ড সন্স লিমিটেডের খুলনার ব্যবস্থাপক (অপারেশন) শওকত আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, জাহাজে ১ হাজার ৯৫২ দশমিক ৪৪২ মেট্রিক টন ওজনের যন্ত্রপাতি রয়েছে। মঙ্গলবার দুপুর ২টায় খালাস শুরু করা হবে। এখান থেকে এসব যন্ত্রপাতি নদীপথে বঙ্গবন্ধু রেলসেতুর ডিপোয় নেওয়া হবে। এতে তিন-চার দিন সময় লাগবে।

শওকত আলী জানান, রেলসেতুর যন্ত্রপাতি নিয়ে ২২ জুন ভিয়েতনামের হাইফং বন্দর থেকে মোংলা বন্দরের উদ্দেশে ছেড়ে আসে পানামার পতাকাবাহী জাহাজ এমভি এভার ভেনটেজ।

এতে এর আগে ১৭ মে এমভি সান ইউনিটি, ৫ মার্চ এমভি হাইডং-৯ ও ২১ ফেব্রুয়ারি এমভি জুপিটার ভিয়েতনাম থেকে বঙ্গবন্ধু রেলসেতুর মালামাল নিয়ে মোংলা বন্দরে এসেছিল।