স্পোর্টস ডেস্ক :
আগামী ২৬ ডিসেম্বর মেলবোর্নে ‘বক্সিং ডে’ টেস্ট শুরু। তবে আট দিন আগেই সেই টেস্টের দল ঘোষণা করল অস্ট্রেলিয়া।
সোমবার (১৮ ডিসেম্বর) সিরিজের দ্বিতীয় টেস্টের জন্য ১৪ জনের বদলে ১৩ জনকে নিয়ে স্কোয়াড ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।
এর আগে প্রথম টেস্টে পাকিস্তানকে ৩৬০ রানের বড় ব্যবধানে হারিয়েছে অস্ট্রেলিয়া। ৪ দিনেই জিতে স্বাগতিকদের আত্মবিশ্বাস বেড়ে গেছে।
দল গঠনে এবারও অভিজ্ঞতা এবং তারুণ্যকে প্রাধান্য দিয়েছে অজি নির্বাচকরা। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিতব্য ম্যাচের এই দলে পার্থ টেস্টের স্কোয়াড থেকে বাদ পড়েছেন কেবল একজন। আগের ম্যাচের ১৪ সদস্যের স্কোয়াড থেকে বাদ পড়েছেন তরুণ পেসার ল্যান্স মরিস।
তাকে বিগ ব্যাশ লিগ খেলার জন্য ছাড়া হয়েছে। প্রথম টেস্টে যে দল অস্ট্রেলিয়া খেলিয়েছে দ্বিতীয় টেস্টে তাতে বদলের কোনও সম্ভাবনা নেই। সেই কারণেই অতিরিক্ত ক্রিকেটার ছেড়ে দিয়েছে তারা।
প্রথম টেস্টের সেঞ্চুরিয়ান ডেভিড ওয়ার্নারকে দলে রাখা হয়েছে। এটিই তার বিদায়ী সিরিজ।
এদিকে সিরিজের শুরুটা ভালো হয়নি বাবর আজমদের। দ্বিতীয় টেস্টে ফিরতে চাইবে তারা। সেই কারণে পরিকল্পনা শুরু করেছে পাকিস্তান। পার্থে দলের ব্যাটিং ব্যর্থ হয়েছে। তাই মেলবোর্নে বাবর, সরফরাজদের অতিরিক্ত দায়িত্ব নিতে হবে।
অস্ট্রেলিয়া স্কোয়াড:
ডেভিড ওয়ার্নার, উসমান খাজা, মার্নাস ল্যাবুশেন, স্টিভ স্মিথ, ট্র্যাভিস হেড, মিচেল মার্শ, অ্যালেক্স ক্যারি, প্যাট কামিন্স (অধিনায়ক), মিচেল স্টার্ক, নাথান লায়ন, জস হ্যাজেলউড, স্কট বোল্যান্ড ও ক্যামেরন গ্রিন।