স্পোর্টস ডেস্ক :
টি-টোয়েন্টির সেরা বোলারদের সিংহাসন দখল করলেন আফগানিস্তানের লেগস্পিনার রশিদ খান। শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গাকে সরিয়ে এক নম্বর বোলার হয়েছেন তিনি। সর্বশেষ ২০১৮ সালে তিনি শীর্ষে উঠেছিলেন।
এ যাত্রায় তিনি পেছনে ফেলেছেন শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গাকে। ৭১০ রেটিং নিয়ে শীর্ষে আছেন রশিদ খান। ৬৯৫ রেটিং নিয়ে দ্বিতীয় স্থানে নেমে গেছেন হাসারাঙ্গা।
কেবল রশিদ খানই নন, টি-টোয়েন্টি বোলারদের র্যাংকিংয়ে সেরা দশে জায়গা করে নিয়েছেন আফগানিস্তানের আরও দুই বোলার। তার মধ্যে ৬৯২ রেটিং নিয়ে ফজল হক ফারুকি আছেন তৃতীয় স্থানে। আর ৬৬৮ রেটিং নিয়ে মুজিব উর রহমান আছেন অষ্টম স্থানে।
পাকিস্তানের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ৪ ওভারে ১৫ রান দিয়ে ১টি উইকেট নেন রশিদ খান। এরপর দ্বিতীয় ম্যাচে ৪ ওভারে ১৬ রান দিয়ে নেন আরও একটি। সবশেষ তৃতীয় ম্যাচে ৪ ওভারে ৩১ দিয়ে নেন একটি উইকেট।
তবে টি-টোয়েন্টিতে র্যাঙ্কিংয়ে অলরাউন্ডারদের একনম্বর যথারীতি দখলে রেখেছেন টাইগার তারকা সাকিব আল হাসান। দুইয়ে হার্দিক পান্ডিয়া ও তিনে মোহাম্মাদ নবি। বাবর আজমের অনুপস্থিতিতে আফগানিস্তানের বিপক্ষে পাকিস্তানের অধিনায়কত্ব করা শাদাব খান আট ধাপ উপরে উঠে চারে আছেন।
স্পোর্টস ডেস্ক 























