আন্তর্জাতিক ডেস্ক :
কয়েক সপ্তাহ চালু রাখার পর ফের পর্যটকদের জন্য দুয়ার বন্ধ করলো উত্তর কোরিয়া। পাঁচ বছর বিরতি দিয়ে পশ্চিমা পর্যটকদের জন্য দ্বার উন্মুক্ত করেছিল দেশটি। কিন্তু কয়েক সপ্তাহ যেতে না যেতেই আবারও পর্যটকদের প্রবেশে নিষেধাজ্ঞা আনলো দেশটি। খবর বিবিসির।
২০২০ সালের শুরুতেই কোভিড-১৯ ভাইরাসের প্রাদুর্ভাবের সময় সীমান্ত বন্ধ করে দেয় উত্তর কোরিয়া। এরপর ২০২৩ সালের মাঝামাঝিতে কিছু বিধি-নিষেধ তুলে নেওয়া হয়।
২০২৪ সালে রাশিয়ার পর্যটকদের জন্য দুয়ার খুলে দেয় পিয়ংইয়ং। গত মাসে পশ্চিমা পর্যটকরা দেশটির পূর্বাঞ্চলীয় রাসন নামের একটি প্রত্যন্ত অঞ্চলে প্রবেশের সুযোগ পেয়েছেন।
বেশ কিছু ট্যুর কোম্পানি জানিয়েছে, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত দেশটিতে পর্যটকরা প্রবেশ করতে পারবেন না। কী কারণে হঠাৎ করেই এমন পদক্ষেপ নেওয়া হলো সে বিষয়ে উত্তর কোরিয়ার পক্ষ থেকে কিছু জানানো হয়নি।
চীনভিত্তিক পর্যটন সংস্থা কেটিজি ট্যুরস বুধবার (৫ মার্চ) সামাজিক মাধ্যম ফেসবুকে জানিয়েছে, আমাদের কোরিয়ান অংশীদারদের কাছ থেকে খবর পেয়েছি যে রাসন এখন সকলের জন্য বন্ধ।
ইয়ং পাইওনিয়ার ট্যুরস এবং কোরিও ট্যুরস -এর মতো অন্যান্য সংস্থাও সফর স্থগিতের ঘোষণা দিয়েছে।
ইয়ং পাইওনিয়ার ট্যুরস জানিয়েছে, যারা এপ্রিল ও মে মাসে উত্তর কোরিয়ায় সফরের পরিকল্পনা করছেন, তারা নিশ্চিত তথ্য না পাওয়া পর্যন্ত ফ্লাইট বুকিং থেকে বিরত থাকুন।
গত ২০ ফেব্রুয়ারি রাসন এলাকায় পশ্চিমা পর্যটকদের প্রবেশের অনুমতি দেওয়া হয়। এটি উত্তর কোরিয়ার একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল।
ট্যুর অপারেটরগুলো বিবিসিকে জানিয়েছে, করোনা মহামারি সময়ের চেয়েও এখন আরও বেশি বিধি-নিষেধ জারি হচ্ছে। ওই অঞ্চলে ফোনের সিগন্যাল এবং ইন্টারনেট সেবাও বন্ধ রাখা হয়েছে। ২০১৯ সালে প্রায় সাড়ে তিন লাখ বিদেশি পর্যটক উত্তর কোরিয়ায় ভ্রমণ করেছেন। এর মধ্যে ৯০ শতাংশই চীনা নাগরিক।
আন্তর্জাতিক ডেস্ক 

























