Dhaka রবিবার, ১৩ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

ফেনীর রেলক্রসিংয়ে বাসকে ট্রেনের ধাক্কা: নিহত ৩

  • ফেনী প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০৬:৫০:০১ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২০
  • ১৯৪ জন দেখেছেন

চলছে উদ্ধারকাজ

ফেনীর ফতেপুর রেলক্রসিংয়ে যাত্রীবাহী একটি বাসকে ট্রেন ধাক্কা দিলে ৩জন নিহত এবং কমপক্ষে ১৫ জন আহত হয়েছে। রবিবার ভোর পৌনে ৬টার দিকে চট্রগ্রামগামী মেইল ট্রেনের সঙ্গে চাঁপাইনবাবগঞ্জ থেকে চট্রগ্রামগামী এনআর পরিবহনের বাসের সংঘর্ষের ঘটনা ঘটে।
এ ঘটনায় রেলওয়ে একটি তদন্ত কমিটি গঠন করেছে।

স্থানীয় সূত্র জানায়, দুর্ঘটনার পর বাসটি সরিয়ে লাইনের বাইরে আনা হয়েছে। বর্তমানে ট্রেন যোগাযোগ স্বাভাবিক রয়েছে।

দুর্ঘটনার পর ঘটনাস্থলেই দু’জন এবং হাসপাতালে নেওয়ার পথে একজন মারা যান। দুর্ঘটনায় আহতদের উদ্ধারে কাজ করছেন পুলিশ ও ফায়ার সার্ভিস।

আরও পড়ুন : ঢাকা-সিলেট মহাসড়কে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ৩

দুর্ঘটনায় আহতদের ২৫০ শয্যার ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া, কয়েকজনকে ঢাকা ও চট্টগ্রামের হাসপাতালে পাঠানো হয়েছে।

ফেনী মহিপাল হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এস আই) তসলিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন, ভোরে খবর পেয়ে ঘটনাস্থলে এসে এখন পর্যন্ত ১২/১৩ জনকে হাসপাতালে পাঠাতে সক্ষম হয়েছি।

জনপ্রিয় খবর

আবহাওয়া

মিটফোর্ড হত্যাকাণ্ড : আসামি টিটন গাজী ৫ দিনের রিমান্ডে

ফেনীর রেলক্রসিংয়ে বাসকে ট্রেনের ধাক্কা: নিহত ৩

প্রকাশের সময় : ০৬:৫০:০১ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২০

ফেনীর ফতেপুর রেলক্রসিংয়ে যাত্রীবাহী একটি বাসকে ট্রেন ধাক্কা দিলে ৩জন নিহত এবং কমপক্ষে ১৫ জন আহত হয়েছে। রবিবার ভোর পৌনে ৬টার দিকে চট্রগ্রামগামী মেইল ট্রেনের সঙ্গে চাঁপাইনবাবগঞ্জ থেকে চট্রগ্রামগামী এনআর পরিবহনের বাসের সংঘর্ষের ঘটনা ঘটে।
এ ঘটনায় রেলওয়ে একটি তদন্ত কমিটি গঠন করেছে।

স্থানীয় সূত্র জানায়, দুর্ঘটনার পর বাসটি সরিয়ে লাইনের বাইরে আনা হয়েছে। বর্তমানে ট্রেন যোগাযোগ স্বাভাবিক রয়েছে।

দুর্ঘটনার পর ঘটনাস্থলেই দু’জন এবং হাসপাতালে নেওয়ার পথে একজন মারা যান। দুর্ঘটনায় আহতদের উদ্ধারে কাজ করছেন পুলিশ ও ফায়ার সার্ভিস।

আরও পড়ুন : ঢাকা-সিলেট মহাসড়কে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ৩

দুর্ঘটনায় আহতদের ২৫০ শয্যার ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া, কয়েকজনকে ঢাকা ও চট্টগ্রামের হাসপাতালে পাঠানো হয়েছে।

ফেনী মহিপাল হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এস আই) তসলিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন, ভোরে খবর পেয়ে ঘটনাস্থলে এসে এখন পর্যন্ত ১২/১৩ জনকে হাসপাতালে পাঠাতে সক্ষম হয়েছি।