Dhaka সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫, ২৪ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

ফেনীতে বাসের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত

  • ফেনী প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০৯:১২:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২০
  • ২২৮ জন দেখেছেন

দুর্ঘটনাস্থলের ছবি

শুক্রবার ছুটির দিনেও সড়কে ঝরল প্রাণ। ফেনীর দাগনভূঞার বসুরহাট রোডে বাসের সঙ্গে সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ২জন নিহত হয়েছে। নিহত দুজন অটোরিকশার যাত্রী। এতে আহত হয়েছেন তিনজন। শুক্রবার (৩০ অক্টোবর) সকাল ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

হতাহতরা সবাই অটোরিকশার যাত্রী। আহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ বাসটি আটক করলেও চালক পালিয়ে যায়। এদিকে সিএনজি অটোরিকশার চালকও পলাতক রয়েছে।

নিহতরা হচ্ছেন, সিরাজগঞ্জ সদর উপজেলার ফুলবাড়ি গ্রামের মোহম্মদ সোলাইমানের ছেলে মোহাম্মদ জাকারিয়া। নেত্রকোণা জেলার আটপাড়া উপজেলার নবাবপুর গ্রামের বাচ্চু মিয়ার ছেলে আইনুল হক। নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

আরও পড়ুন : আমার প্রতিটি সকাল শুরু হয় দুর্ঘটনার সংবাদ দিয়ে : সেতুমন্ত্রী

দাগনভূঞা থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমতিয়াজ আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দাগনভূঞা বসুরহাট রোডে নোয়াখালী থেকে আসা একটি ড্রিম লাইন বাসের সঙ্গে বিপরীত দিক ফেনী থেকে আসা একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন। আহত হন তিনজন। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে উন্নত চিকিৎসার জন্য ফেনীর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়।

সেখানেও তাদের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

প্রতি বছর নির্দিষ্ট সময়ে বিসিএস পরীক্ষা আয়োজনের নির্দেশ প্রধান উপদেষ্টার

ফেনীতে বাসের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত

প্রকাশের সময় : ০৯:১২:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২০

শুক্রবার ছুটির দিনেও সড়কে ঝরল প্রাণ। ফেনীর দাগনভূঞার বসুরহাট রোডে বাসের সঙ্গে সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ২জন নিহত হয়েছে। নিহত দুজন অটোরিকশার যাত্রী। এতে আহত হয়েছেন তিনজন। শুক্রবার (৩০ অক্টোবর) সকাল ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

হতাহতরা সবাই অটোরিকশার যাত্রী। আহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ বাসটি আটক করলেও চালক পালিয়ে যায়। এদিকে সিএনজি অটোরিকশার চালকও পলাতক রয়েছে।

নিহতরা হচ্ছেন, সিরাজগঞ্জ সদর উপজেলার ফুলবাড়ি গ্রামের মোহম্মদ সোলাইমানের ছেলে মোহাম্মদ জাকারিয়া। নেত্রকোণা জেলার আটপাড়া উপজেলার নবাবপুর গ্রামের বাচ্চু মিয়ার ছেলে আইনুল হক। নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

আরও পড়ুন : আমার প্রতিটি সকাল শুরু হয় দুর্ঘটনার সংবাদ দিয়ে : সেতুমন্ত্রী

দাগনভূঞা থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমতিয়াজ আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দাগনভূঞা বসুরহাট রোডে নোয়াখালী থেকে আসা একটি ড্রিম লাইন বাসের সঙ্গে বিপরীত দিক ফেনী থেকে আসা একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন। আহত হন তিনজন। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে উন্নত চিকিৎসার জন্য ফেনীর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়।

সেখানেও তাদের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।