Dhaka সোমবার, ১৪ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

ফার্মগেটে পুলিশ সদস্য হত্যার ঘটনায় গ্রেফতর ৪

নিজস্ব প্রতিবেদক : 

রাজধানীর ফার্মগেটে ট্রাফিক কনস্টেবল মনিরুজ্জামান তালুকদার নিহতের ঘটনায় জড়িত ছিনতাইকারীসহ চারজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) তেজগাঁও জোন। এর মধ্যে একজন হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

রোববার (২ জুলাই) পুলিশ সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে, কনস্টেবল নিহতের ঘটনায় শনিবার (১ জুলাই) রাতে তেজগাঁও থানায় মামলা দায়ের করে পুলিশ।

ঢাকা ডিবি তেজগাঁও বিভাগের উপ-কমিশনার মো. গোলাম সবুর গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, মনিরুজ্জামানকে হত্যার অভিযোগে ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। একজন হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছে। কী কারণে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, তারা ছিনতাইকারী কিনা এসব বিষয় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। গ্রেফতারকৃত চারজনের পরিচয় এখনও প্রকাশ করা হয়নি। অভিযান এখনও চলমান রয়েছে। পরবর্তীতে এ বিষয়ে বিস্তারিত জানানো সম্ভব হবে।

তেজগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুদুর রহমান বলেন, ঈদের ছুটি শেষে কাজে যোগ দিতে তেজগাঁও রেলস্টেশন থেকে পায়ে হেঁটে ট্রাফিক অফিসের দিকে যাওয়ার সময় হামলার শিকার হয়ে মনিরুজ্জামান তালুকদার ঘটনাস্থলে নিহত হন। তিনি তেজগাঁও ট্রাফিক বিভাগে কনস্টেবল পদে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি শেরপুর জেলায়।

তেজগাঁও বিভাগের উপ-কমিশনার (ডিসি) আজিমুল হক বলেন, বিষয়টি ছিনতাই না অন্য কিছু তা এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না।

জনপ্রিয় খবর

আবহাওয়া

নৌকা তৈরিতেই ফিরছে আগৈলঝাড়ার অর্ধ শতাধিক পরিবারের সচ্ছলতা

ফার্মগেটে পুলিশ সদস্য হত্যার ঘটনায় গ্রেফতর ৪

প্রকাশের সময় : ১২:৪৫:৩০ অপরাহ্ন, রবিবার, ২ জুলাই ২০২৩

নিজস্ব প্রতিবেদক : 

রাজধানীর ফার্মগেটে ট্রাফিক কনস্টেবল মনিরুজ্জামান তালুকদার নিহতের ঘটনায় জড়িত ছিনতাইকারীসহ চারজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) তেজগাঁও জোন। এর মধ্যে একজন হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

রোববার (২ জুলাই) পুলিশ সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে, কনস্টেবল নিহতের ঘটনায় শনিবার (১ জুলাই) রাতে তেজগাঁও থানায় মামলা দায়ের করে পুলিশ।

ঢাকা ডিবি তেজগাঁও বিভাগের উপ-কমিশনার মো. গোলাম সবুর গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, মনিরুজ্জামানকে হত্যার অভিযোগে ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। একজন হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছে। কী কারণে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, তারা ছিনতাইকারী কিনা এসব বিষয় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। গ্রেফতারকৃত চারজনের পরিচয় এখনও প্রকাশ করা হয়নি। অভিযান এখনও চলমান রয়েছে। পরবর্তীতে এ বিষয়ে বিস্তারিত জানানো সম্ভব হবে।

তেজগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুদুর রহমান বলেন, ঈদের ছুটি শেষে কাজে যোগ দিতে তেজগাঁও রেলস্টেশন থেকে পায়ে হেঁটে ট্রাফিক অফিসের দিকে যাওয়ার সময় হামলার শিকার হয়ে মনিরুজ্জামান তালুকদার ঘটনাস্থলে নিহত হন। তিনি তেজগাঁও ট্রাফিক বিভাগে কনস্টেবল পদে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি শেরপুর জেলায়।

তেজগাঁও বিভাগের উপ-কমিশনার (ডিসি) আজিমুল হক বলেন, বিষয়টি ছিনতাই না অন্য কিছু তা এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না।