নিজস্ব প্রতিবেদক :
রাজধানীর ফার্মগেট এলাকায় দুটি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। বিস্ফোরণে যানজটে দাঁড়িয়ে থাকা একটি মোটরসাইকেলের দুই আরোহী আহত হয়েছেন।
শনিবার (০২ ডিসেম্বর) সোয়া ৭টার দিকে ফার্মভিউ সুপার মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- মো. এমদাদুল হক খান (৫৬) ও মো. নাজমুস শাহাদাত প্রতীক (৩৮)। তাদের মধ্যে এমদাদুল হক খান জয়েন্ট ডিরেক্টর হিসেবে বাংলাদেশ ব্যাংকে ও নাজমুস শাহাদাত প্রতীক ইঞ্জিনিয়ার হিসেবে সামিট গ্রুপে কর্মরত রয়েছেন বলে জানা গেছে।
ফার্মগেট এলাকার কয়েকজন জানিয়েছেন, বিস্ফোরণের সময় ব্যস্ত সড়কে যানজট ছিল। এর মাঝে পাঁচ সেকেন্ডের ব্যবধানে ককটেল দুটির বিস্ফোরণ ঘটানো হয়। এতে মোটরসাইকেলের দুই আরোহী আহত হন। তাদের মধ্যে একজন বিদ্যুৎ বিভাগের কর্মী বলে জানা গেছে। একজন মাথায় অন্যজন পেটে আঘাত পান। অন্যজন পেটে আঘাত পেয়েছেন। বিস্ফোরণের পর ব্যস্ত রাস্তাটি ফাঁকা হয়ে যায়। রাস্তা ও ফুটপাতে থাকা লোকজন আশপাশের বিভিন্ন ভবনের ভেতরে ঢুকে পড়েন।
ককটেল বিস্ফোরণের শব্দ শুনে অনেকে ভয়ে দৌড়ে পালান ও আশপাশের বিভিন্ন ভবনের ভেতরে ঢুকে পড়েন। মুহূর্তে আশপাশের সড়ক ফাঁকা হয়ে যায়।
প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, ককটেল দুটে সড়কের পাশের ভবন থেকে নিক্ষেপ করা হয়েছিল। তবে কে বা কারা ছুঁড়ে মেরেছে তা জানাতে পারেনি কেউ।
তেজগাঁও থানার পরিদর্শক (তদন্ত) সরোয়ার আলম খান জানান, ফার্মগেট এলাকায় সব সময় জনসমাগম বেশি থাকে। এই সুযোগে দুটি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা।
তিনি বলেন, ‘যানজটে দাঁড়িয়ে থাকা একটি মোটরসাইকেলের দুই আরোহী আহত হয়েছেন। আহত একজন মাথায় ও অন্যজন পেটে আঘাত পেয়েছেন। ঘটনাস্থলে পুলিশ কাজ করছে।’
পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ক্রাইম সিন শাখা ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া জানান, আহতদের পথচারীরা উদ্ধার করে প্রথমে আল রাজী হাসপাতালে নিয়ে যায়। পরে স্বজনরা খবর পেয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসেন।