Dhaka রবিবার, ১৩ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

ফরিদপুরের বোয়ালমারীতে চিকিৎসা সেবায় নতুন দিগন্তের সূচনা

প্রস্তুত হচ্ছে হাসপাতাল

ফরিদপুরের বোয়ালমারীতে চিকিৎসা সেবায় নতুন দিগন্তের সূচনা হতে যাচ্ছে। স্থানীয়দের দীর্ঘদিনের দাবীর প্রেক্ষিতে ৫০ শয্যা থেকে ১০০শয্যায় উন্নিত করা হচ্ছে উপজেলা হাসপাতালটিকে। নতুন ভবন আর আধুনিকমানের যন্ত্রপাতি থাকায় এখানকার মানুষ ভালো মানের স্বাস্থ্যসেবার প্রত্যাশা করছেন।

দীর্ঘদিন পরে হলেও ফরিদপুরের বোয়ালমারীর স্বাস্থ্য কমপ্লেক্সটি ৫০ শর্য্যা থেকে ১০০ শর্য্যায় উন্নিত করার প্রক্রিয়া শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায় স্বাস্থ্য কমপ্লেক্সটিতে চলছে অবকাঠামো উন্নয়নসহ নানা কর্মকান্ড। ফলে বোয়ালমারীসহ আশপাশের উপজেলার কমপক্ষে ৫ লাখ মানুষ চিকিৎসা সেবা পাবেন।

বিগত দিনে এ হাসপাতালটিতে নানা অনিয়ম আর অব্যবস্থাপনার কারনে চিকিৎসা সেবা নিতে আসা রোগীরা নানা বিড়ম্বনার মধ্যে পড়তো।

বিশাল জনগোষ্ঠীর সেবা দিতে গিয়ে হিমশিম খেতে হতো চিকিৎসকদের।

স্থানীয়দের দাবীর প্রেক্ষিতে বর্তমান সরকার হাসপাতালটিকে ৫০ শর্য্যা থেকে ১০০ শর্য্যায় উন্নিত করার ঘোষনা দেয়। ফলে দ্রুতই তৈরী হচ্ছে নতুন কয়েকটি ভবন। হাসপাতালটির নতুন ভবন তৈরী সম্পন্ন হলে এখানকার মানুষ সহজেই চিকিৎসা সেবা পাবেন বলে মনে করছেন স্থানীয়রা।

আরও পড়ুন : গ্রাম উন্নয়ন সংস্থার আয়োজনে জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত

বোয়ালমারী উপজেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার  ডা. মোঃ মোরশেদ আলম জানান , বোয়ালমারী হাসপাতালটি কয়েকটি উপজেলার সীমান্তবর্তী এলাকায় হওয়ায় রোগীর চাপ থাকে বেশী। নতুন ভবনের কাজ শেষ হলে চিকিৎসা সেবা দিতে সহজতর হবে ।

স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর,ফরিদপুর এর  নির্বাহী প্রকৌশলী মোঃ শাহাবুল আলম জানান, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের অর্থায়নে ২১ কোটি ৬০ লাখ টাকা ব্যায়ে বর্তমানে অবকাঠামো কাজ চলছে। দ্রুতই এ কাজ সম্পন্ন হবে ।

এলাকাবাসীরা জানান , বিগত দিনে সেবার মান নিয়ে নানা প্রশ্ন থাকলেও বর্তমানে অবকাঠামো উন্নয়ন ও আধুনিক মানের যন্ত্রপাতি সমৃদ্ধ এ হাসপাতালটি চিকিৎসা সেবায় বড় ধরনের ভুমিক রাখবে ।

জনপ্রিয় খবর

আবহাওয়া

নৌকা তৈরিতেই ফিরছে আগৈলঝাড়ার অর্ধ শতাধিক পরিবারের সচ্ছলতা

ফরিদপুরের বোয়ালমারীতে চিকিৎসা সেবায় নতুন দিগন্তের সূচনা

প্রকাশের সময় : ১০:৩৫:২৫ পূর্বাহ্ন, শনিবার, ৫ ডিসেম্বর ২০২০

ফরিদপুরের বোয়ালমারীতে চিকিৎসা সেবায় নতুন দিগন্তের সূচনা হতে যাচ্ছে। স্থানীয়দের দীর্ঘদিনের দাবীর প্রেক্ষিতে ৫০ শয্যা থেকে ১০০শয্যায় উন্নিত করা হচ্ছে উপজেলা হাসপাতালটিকে। নতুন ভবন আর আধুনিকমানের যন্ত্রপাতি থাকায় এখানকার মানুষ ভালো মানের স্বাস্থ্যসেবার প্রত্যাশা করছেন।

দীর্ঘদিন পরে হলেও ফরিদপুরের বোয়ালমারীর স্বাস্থ্য কমপ্লেক্সটি ৫০ শর্য্যা থেকে ১০০ শর্য্যায় উন্নিত করার প্রক্রিয়া শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায় স্বাস্থ্য কমপ্লেক্সটিতে চলছে অবকাঠামো উন্নয়নসহ নানা কর্মকান্ড। ফলে বোয়ালমারীসহ আশপাশের উপজেলার কমপক্ষে ৫ লাখ মানুষ চিকিৎসা সেবা পাবেন।

বিগত দিনে এ হাসপাতালটিতে নানা অনিয়ম আর অব্যবস্থাপনার কারনে চিকিৎসা সেবা নিতে আসা রোগীরা নানা বিড়ম্বনার মধ্যে পড়তো।

বিশাল জনগোষ্ঠীর সেবা দিতে গিয়ে হিমশিম খেতে হতো চিকিৎসকদের।

স্থানীয়দের দাবীর প্রেক্ষিতে বর্তমান সরকার হাসপাতালটিকে ৫০ শর্য্যা থেকে ১০০ শর্য্যায় উন্নিত করার ঘোষনা দেয়। ফলে দ্রুতই তৈরী হচ্ছে নতুন কয়েকটি ভবন। হাসপাতালটির নতুন ভবন তৈরী সম্পন্ন হলে এখানকার মানুষ সহজেই চিকিৎসা সেবা পাবেন বলে মনে করছেন স্থানীয়রা।

আরও পড়ুন : গ্রাম উন্নয়ন সংস্থার আয়োজনে জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত

বোয়ালমারী উপজেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার  ডা. মোঃ মোরশেদ আলম জানান , বোয়ালমারী হাসপাতালটি কয়েকটি উপজেলার সীমান্তবর্তী এলাকায় হওয়ায় রোগীর চাপ থাকে বেশী। নতুন ভবনের কাজ শেষ হলে চিকিৎসা সেবা দিতে সহজতর হবে ।

স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর,ফরিদপুর এর  নির্বাহী প্রকৌশলী মোঃ শাহাবুল আলম জানান, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের অর্থায়নে ২১ কোটি ৬০ লাখ টাকা ব্যায়ে বর্তমানে অবকাঠামো কাজ চলছে। দ্রুতই এ কাজ সম্পন্ন হবে ।

এলাকাবাসীরা জানান , বিগত দিনে সেবার মান নিয়ে নানা প্রশ্ন থাকলেও বর্তমানে অবকাঠামো উন্নয়ন ও আধুনিক মানের যন্ত্রপাতি সমৃদ্ধ এ হাসপাতালটি চিকিৎসা সেবায় বড় ধরনের ভুমিক রাখবে ।