ফরিদপুরের কৃতী সন্তান , বর্ষীয়ান রাজনৈতিক নেতা, সাবেক মন্ত্রী , বিএনপির কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ সভাপতি চৌধুরী কামাল ইবনে ইউসুফ আর নেই ( ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ) ।
তিনি বুধবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় ঢাকার এভার কেয়ার হাসপাতালে ইন্তেকাল করেন ।
চৌধুরী কামাল ইবনে ইউসুফের মৃত্যুর খবর শুনে ফরিদপুরের হাজার হাজার সাধারন জনগণ কান্নায় ভেঙে পরেন।
ফরিদপুরবাসী একজন জন দরদী , সদালপী ও একজন দানবীর অভিবাবককে হারালেন ।
আরও পড়ুন : ফরিদপুরে মাছ চুরির মামলায় মুক্তিযোদ্ধা কমান্ডার গ্রেপ্তার
চৌধুরী কামাল ইবিনে ইউসুফ ফরিদপুরের সদর নির্বাচনী আসন -৩ থেকে বিএনপির প্রার্থী হয়ে ৫ বার সংসদ নির্বাচিত ও ৩ বার মন্ত্রী নির্বাচিত হন ।
চৌধুরী কামাল ইবনে ইউসুফের পিতা সাবেক প্রাদেশিক মন্ত্রী , জমিদার চৌধুরী ইউসুফ আলী মোহন মিয়ার জ্যেষ্ঠ পুত্র ।
চৌধুরী কামাল ইবনে ইউসুফ মৃত্যুকালীন সময় স্ত্রী , ৫ কন্যা ও ভাই বোন সহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান ।
পারিবারিক সুত্রে জানা যায় , পরিবারের সকলের সাথে আলোচনা সাপেক্ষে চৌধুরী কামাল ইবনে ইউসুফের লাশ কখন ফরিদপুরে আনা হবে তা পরে জানানো হবে ।