Dhaka রবিবার, ১৭ অগাস্ট ২০২৫, ১ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২

ফরিদপুর জেলা প্রতিনিধি  : 

ফরিদপুরের নগরকান্দায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে ছিটকে পড়ে দুই ছাত্র নিহত হয়েছেন।

রোববার (২২ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের নড়াইলমুখী নগরকান্দা উপজেলার কান্দি নামক স্থানে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে ভাঙ্গা হাইওয়ে থানা-পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধার কাজ চালায়।

নিহত ছাত্ররা হলেন- নড়াইলের কালিয়া থানার ফুলদার গ্রামের মো. রবিউল শেখের ছেলে তিতাস (১৮) ও তাঁর সহপাঠী একই থানার রঘুনাথপুর গ্রামের ইজাজুল ইসলাম উৎস (১৯)। তাঁরা নড়াইল সরকারি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিল।

ভাঙ্গা হাইওয়ে থানার উপপরিদর্শক আব্দুল্লাহেল বাকি দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

উপ-পরিদর্শক আব্দুল্লাহেল বাকি বলেন, দুই শিক্ষার্থীই নড়াইল সরকারি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিল। তারা ফাইনাল পরীক্ষা শেষে চারটি মোটরসাইকেলে ৮ বন্ধু কুয়াকাটায় ঘুরতে গিয়েছিল। সেখান থেকে আজ সকালে বাড়িতে ফিরছিল তারা। পথে দক্ষিণকান্দী এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলে উৎস ও ভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর তিতাসের মৃত্যু হয়। তিতাস মোটরসাইকেলটি চালাচ্ছি, উৎস আরোহী ছিল।

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ আনাম বলেন, মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে। নিহতের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

ইতিহাস থেকে শিক্ষা না নিলে বিদেশে-অনলাইনে পরে থাকতে হবে : তারেককে ইঙ্গিত করে পাটওয়ারী

ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২

প্রকাশের সময় : ০২:০৩:৪৮ অপরাহ্ন, রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪

ফরিদপুর জেলা প্রতিনিধি  : 

ফরিদপুরের নগরকান্দায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে ছিটকে পড়ে দুই ছাত্র নিহত হয়েছেন।

রোববার (২২ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের নড়াইলমুখী নগরকান্দা উপজেলার কান্দি নামক স্থানে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে ভাঙ্গা হাইওয়ে থানা-পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধার কাজ চালায়।

নিহত ছাত্ররা হলেন- নড়াইলের কালিয়া থানার ফুলদার গ্রামের মো. রবিউল শেখের ছেলে তিতাস (১৮) ও তাঁর সহপাঠী একই থানার রঘুনাথপুর গ্রামের ইজাজুল ইসলাম উৎস (১৯)। তাঁরা নড়াইল সরকারি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিল।

ভাঙ্গা হাইওয়ে থানার উপপরিদর্শক আব্দুল্লাহেল বাকি দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

উপ-পরিদর্শক আব্দুল্লাহেল বাকি বলেন, দুই শিক্ষার্থীই নড়াইল সরকারি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিল। তারা ফাইনাল পরীক্ষা শেষে চারটি মোটরসাইকেলে ৮ বন্ধু কুয়াকাটায় ঘুরতে গিয়েছিল। সেখান থেকে আজ সকালে বাড়িতে ফিরছিল তারা। পথে দক্ষিণকান্দী এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলে উৎস ও ভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর তিতাসের মৃত্যু হয়। তিতাস মোটরসাইকেলটি চালাচ্ছি, উৎস আরোহী ছিল।

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ আনাম বলেন, মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে। নিহতের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।