Dhaka বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫, ৬ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

ফরিদপুরে বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষে নিহত ২

ফরিদপুর জেলা প্রতিনিধি : 

ফরিদপুরের ভাঙ্গায় গোল্ডেন লাইন পরিবহনের একটি বাসের সঙ্গে পিকআপের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ বাসযাত্রী।

শুক্রবার (৫ জুলাই) দুপুর ২টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের ফরিদপুরের নগরকান্দা উপজেলার ডাংগী ইউনিয়নের যদুররিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- পাবনা সদর উপজেলার নাজিরপুর গ্রামের বাসিন্দা মৃত আফাই প্রামাণিকের ছেলে পিকআপ চালক রাজু প্রামাণিক (৩০) ও একই গ্রামের রওশন আলীর ছেলে হেলপার সুমন আলী (২০)। এ ঘটনায় আহত সবাই ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন।

ভাঙ্গা হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, আজ দুপুরে ফরিদপুর থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যায় গোল্ডেন লাইন পরিবহনের যাত্রীবাহী একটি বাস। বাসটি ডাংগী ইউনিয়নের যদুররিয়া এলাকায় পৌঁছানোর পর আরেকটি গাড়িকে অতিক্রম করতে যায়। এতে ভাঙ্গা থেকে ফরিদপুরের উদ্দেশে ছেড়ে আসা একটি পিকআপের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই পিকআপের চালক ও তাঁর সহযোগী নিহত হন।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে ভাঙ্গা হাইওয়ে থানার উপপরিদর্শক আবদুল্লাহেল বাকী বলেন, বাসের ধাক্কায় পিকআপের চালক তাঁর আসনে চাপা পড়ে এবং তাঁর সহযোগী সড়কে ছিটকে পড়ে নিহত হন। বিকেল সাড়ে চারটা পর্যন্ত চালককে আসন থেকে উদ্ধার করা সম্ভব হয়নি। তাঁরা তাঁকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন।

আবদুল্লাহেল বাকী আরও বলেন, এ ঘটনায় গোল্ডেন লাইন পরিবহনের চালক পালিয়ে যাওয়ায় আটক করা সম্ভব হয়নি। দুর্ঘটনাকবলিত পিকআপ ও বাস জব্দ করে হাইওয়ে থানায় নিয়ে যাওয়ার প্রক্রিয়া চলছে। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

জনপ্রিয় খবর

আবহাওয়া

ফরিদপুরে বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষে নিহত ২

প্রকাশের সময় : ০৭:৩৯:০৪ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুলাই ২০২৪

ফরিদপুর জেলা প্রতিনিধি : 

ফরিদপুরের ভাঙ্গায় গোল্ডেন লাইন পরিবহনের একটি বাসের সঙ্গে পিকআপের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ বাসযাত্রী।

শুক্রবার (৫ জুলাই) দুপুর ২টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের ফরিদপুরের নগরকান্দা উপজেলার ডাংগী ইউনিয়নের যদুররিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- পাবনা সদর উপজেলার নাজিরপুর গ্রামের বাসিন্দা মৃত আফাই প্রামাণিকের ছেলে পিকআপ চালক রাজু প্রামাণিক (৩০) ও একই গ্রামের রওশন আলীর ছেলে হেলপার সুমন আলী (২০)। এ ঘটনায় আহত সবাই ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন।

ভাঙ্গা হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, আজ দুপুরে ফরিদপুর থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যায় গোল্ডেন লাইন পরিবহনের যাত্রীবাহী একটি বাস। বাসটি ডাংগী ইউনিয়নের যদুররিয়া এলাকায় পৌঁছানোর পর আরেকটি গাড়িকে অতিক্রম করতে যায়। এতে ভাঙ্গা থেকে ফরিদপুরের উদ্দেশে ছেড়ে আসা একটি পিকআপের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই পিকআপের চালক ও তাঁর সহযোগী নিহত হন।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে ভাঙ্গা হাইওয়ে থানার উপপরিদর্শক আবদুল্লাহেল বাকী বলেন, বাসের ধাক্কায় পিকআপের চালক তাঁর আসনে চাপা পড়ে এবং তাঁর সহযোগী সড়কে ছিটকে পড়ে নিহত হন। বিকেল সাড়ে চারটা পর্যন্ত চালককে আসন থেকে উদ্ধার করা সম্ভব হয়নি। তাঁরা তাঁকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন।

আবদুল্লাহেল বাকী আরও বলেন, এ ঘটনায় গোল্ডেন লাইন পরিবহনের চালক পালিয়ে যাওয়ায় আটক করা সম্ভব হয়নি। দুর্ঘটনাকবলিত পিকআপ ও বাস জব্দ করে হাইওয়ে থানায় নিয়ে যাওয়ার প্রক্রিয়া চলছে। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।