ফরিদপুর জেলা প্রতিনিধি :
ফরিদপুরে কোরবানি ঈদকে সামনে রেখে জমে উঠেছে গরুর হাট, চলছে শেষ সময়ের বেচাকেনা।
ফরিদপুরের ঐতিহ্যবাহী পশুর হাট টেপাখোলা গরুর হাট। মঙ্গলবার সকাল থেকেই হাটে বিভিন্ন স্থান থেকে আসছে ট্রাক আর ছোট পিক আপ বোঝাই গরু। কিন্তু হাটে গরুর পর্যাপ্ত যোগান থাকলেও ক্রেতার অনেক সংকট দেখা যায়।
ব্যাপারীদের দাবি, গত বছরের তুলনায় এ বছর গরু অনেক কম বিক্রি হচ্ছে। কারণ হিসেবে তারা জানান, এ বছর হাটে যে পরিমাণ ক্রেতার আসার প্রয়োজন ছিল সে হিসেবে উপস্থিতি অনেক কম। ফলে বাধ্য হয়ে কম দামে গরু বিক্রি করতে হচ্ছে তাদের। তারা নির্বাচিত সরকারের অভাবকেও দায়ী করছে ক্রেতা কমের জন্য। এছাড়া আশা অনুযায়ী বিক্রি না হওয়ায় অনেকটা হতাশ গরুর ব্যাপারীরা।
অপরদিকে ক্রেতারা কম মুল্যে গরু কিনতে পেরে খুশি।
উল্লেখ্য, ফরিদপুর জেলায় মোট ৪০টি গরুর হাট রয়েছে। এ বছর ফরিদপুরে কোরবানির জন্য পশুর চাহিদা রয়েছে ১ লাখ ৮ হাজারের বেশি। জেলার ৯টি উপজেলার ৮ হাজার ১৭৮টি ছোট-বড় খামার ও কৃষকের গোয়ালে এর থেকেও আরও ৩ হাজার বেশি পশু বিক্রির জন্য রয়েছে। এর মধ্যে ৫১ হাজার ১৬৭টি গরু, ৫৪ হাজার ৯২৫টি ছাগল, ৪ হাজার ৫৯৭টি ভেড়া ও ১০৫টি মহিষ রয়েছে।