ফরিদপুর জেলায় একযোগে মহামারী করোনা সংক্রমণ প্রতিরোধে জনসচেতনামূলক প্রচারণা অনুষ্ঠিত হয়েছে। ফরিদপুর জেলার সম্মানিত জনপ্রতিনিধি সরকারি কর্মকর্তা-কর্মচারী, মুক্তিযোদ্ধাসহ রাজনৈতিক নেতৃবর্গ, মাধ্যমিক পর্যায়ের শিক্ষকবৃন্দ, সাংবাদিকবৃন্দ রোভার বিএনসিসি স্কাউট গার্লস গাইড এবং সর্বস্তরের জনসাধারণ এতে অংশ নেন।
শনিবার সকাল দশটায় জেলা প্রশাসক কার্যালয় থেকে ফরিদপুর উপজেলা পর্যন্ত এক মানব ঢাল অনুষ্ঠিত হয়।

এতে জেলা প্রশাসক অতুল সরকার বলেন, করোনা মহামারী দ্বিতীয় পর্যায় মোকাবেলা সরকার বদ্ধপরিকর। তিনি বলেন, করোনা থেকে বাঁচার অন্যতম উপায় সবাইকে মাস্ক পরিধান করে চলতে হবে। মাস্ক ছাড়া কেউ কোনো সেবা পাবে না। সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠানে মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে।
আরও পড়ুন : ভাঙ্গায় পরিবহনের চাপায় স্কুল শিক্ষার্থী নিহত
এছাড়া কোনো দোকানি মাস্ক না পড়া ক্রেতাদের কাছে মালামাল বিক্রি করবেন না। তিনি সবাইকে সামাজিক নিরাপদ দূরত্ব বজায় রেখে চলাচল করার জন্য আহ্বান জানান।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ মনিরুজ্জামান। সরকারি রাজেন্দ্র কলেজে অধ্যক্ষ মোশারফ হোসেন, মুক্তিযোদ্ধা আবুল হোসেনের ওয়াজ, জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঝর্ণা হাসান, প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী, জেলা শিক্ষা অফিসার বিষ্ণুপাদ ঘোষাল, ফরিদপুর ডেভলপমেন্ট অ্যাসোসিয়েশন এফডিএর আজহারুল ইসলাম।
অনুষ্ঠানে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী ও বিভিন্ন সংগঠন ও এনজিওকর্মীসহ হাজার হাজার মানুষ অংশগ্রহণ করেন।