ফরিদপুর পৌরসভার প্রধান কয়েকটি সড়ক চলাচলের অনুপোযোগী হয়ে পড়েছে। খানাখন্দে ভরা সড়কে বৃষ্টি হলেই পানি জমে যায়। এতে, ভোগান্তি পোহাতে হচ্ছে পৌরবাসীকে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন সংস্কার না করায় সড়কগুলোর এমন দুর্দশা। এ অবস্থার জন্য পৌর কর্তৃপক্ষের উদাসীনতাকে দায়ি করছেন তারা।
ফরিদপুর পৌরসভার ব্যস্ততম সড়ক শহরের মমিন ম্যানশন থেকে সারদা সুন্দরী মহিলা কলেজ, চরকমলাপুর থেকে অনাথের মোড়, উত্তর বিল মামুদপুর থেকে চরকমলাপুর সড়ক, পূর্বখাবাসপুর থেকে থানার মোড়। দীর্ঘদিন সংস্কার না করায় এসব সড়ক চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। সড়কের বিভিন্ন জায়গায় বড় বড় গর্ত থাকায় পানি জমে যায় সামান্য বৃষ্টিতেই। প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাচল করতে হয় এসব সড়কে। পল্লি কবি জসিমউদ্দিনের বাড়ির সড়কটিরও বেহাল দশা।
স্থানীয়রা বলছেন, বার বার বলার পরও সংস্কারের কোন উদ্যোগ নেয়া হয়নি বলে অভিযোগ তাদের।
এদিকে স্থানীয় জনপ্রতিনিধিরা বলছেন, রাস্তা প্রসস্ত ও পুনর্নির্মাণ করার উদ্যোগ নেয়া হয়েছে। দ্রুত সময়ের মধ্যেই কাজ শুরু করা হবে বলে জানালেন পৌর মেয়র অমিতাভ বোস।
জনদুর্ভোগ কমাতে দ্রুত সড়কগুলো সংস্কারের দাবি এলাকাবাসীর।