নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি :
নারায়ণগঞ্জের ফতুল্লায় পোশাক কারখানায় লাগা আগুন নেভাতে যাওয়ার সময় গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ফায়ার সার্ভিসের গাড়িচালকসহ ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ৮ জন।
সোমবার (২৪ জুলাই) সকাল দুপুর ১২টার দিকে নগরীর চাষাঢ়া মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের ফায়ার সার্ভিসের উপ-পরিচালক ইকবাল বাহার বুলবুল এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত হওয়া ফায়ার সার্ভিসের গাড়িচালকের নাম জাহাঙ্গীর বলে জানিয়েছে ফায়ার সার্ভিসের কন্ট্রোলরুমের ডিউটি অফিসার লিমা খানম। নিহত অপরজনের পরিচয় জানা যায়নি। আহতরা হলেন- খানপুরের ইরানি, জামতলার সারা ও নাজমা, চানমারির আমজাদ, খানপুরের রোকন, মাসদাইর সিরাজুল, মুন্সিগঞ্জের বিক্রমপুর উপজেলার রেশমা।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ফায়ার সার্ভিসের একটি গাড়ি হাজীগঞ্জ থেকে ফতুল্লার দিকে যাচ্ছিল। চাষাঢ়ার মোড় অতিক্রম করার সময় চালক চলন্ত গাড়িতে হার্ট অ্যাটাক করেন। এতে ফায়ার সার্ভিসের গাড়িটি পুরোপুরি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে থাকা একটি বাস, প্রাইভেটকার, কভার্ডভ্যান ও দুটি অটো রিকশার সঙ্গে সংঘর্ষ হয়। আনন্দ পরিবহনের চাকায় পৃষ্ট হয়ে একজন রিকশাচালক নিহত হন। এছাড়া ফায়ার সার্ভিসের গাড়ি চালক মারা গেছেন। আহত হয়েছেন আরো অন্তত ৮ জন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিচুর রহমান বলেন, আগুনের খবর পেয়ে নারায়ণগঞ্জের হাজিগঞ্জ ফায়ার সার্ভিসের একটি গাড়ি ফতুল্লায় যাচ্ছিল। পথে শান্তা মার্কেটের সামনে চালক হঠাৎ অসুস্থ হয়ে মারা যান। এতে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে বাস, প্রাইভেটকার ও অটোরিকশাকে চাপা দেয়। এ সময় গাড়ির নিচে চাপা পড়ে এক পথচারী ঘটনাস্থলেই মারা যান।
ফায়ার সার্ভিসের সদর দপ্তরের উপ-পরিচালক আখতারুজ্জামান বলেন, চালক জাহাঙ্গীর আলমকে সদর হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। গাড়ি চালানো অবস্থায় তিনি হার্ট অ্যাটাক করেছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
অন্যদিকে ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার লিমা খানম বলেন, ফতুল্লায় আগুনের খবরে চাষাঢ়া ফায়ার স্টেশন থেকে অগ্নিকাণ্ডেস্থলে যাওয়ার পথে ফায়ার সার্ভিসের একটি গাড়ির চালক চলন্ত অবস্থায় অসুস্থ হয়ে পড়েন। গাড়িটি চাষাঢ়া মোড়ে দুর্ঘটনার শিকার হয়। পরে হাসপাতালে নেওয়ার পর জানা যায় চালক জাহাঙ্গীর আলম মারা গেছেন।
চিকিৎসকের বরাতে তিনি আরও বলেন, চালক জাহাঙ্গীর আলম হার্ট অ্যাটাকে মারা গেছেন। চালকের হার্ট অ্যাটাকের কারণে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটে। এছাড়া আরও একজন নিহত হয়েছেন। প্রাথমিকভাবে তার নাম-পরিচয় জানা যায়নি। এতে ফায়ার সার্ভিসের কর্মীসহ আরও কয়েকজন আহত হয়েছেন।