নিজস্ব প্রতিবেদক :
রাজধানীর মতিঝিলের ফকিরাপুলে পানির মোটরের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শাহ আলম (৪০) নামে এক ইলেকট্রিক মিস্ত্রির মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১ জুন) রাত পৌনে ১২টার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শাহ আলমের বাড়ি কুমিল্লার হোমনা থানার মনিপুর গ্রামে। তিনি জলিল সওদাগরের ছেলে ছিল।
শাহ আলমকে হাসপাতালে নিয়ে আসা মামুন জানান, মতিঝিলের ২০৪ ফকিরাপুলের ১ নম্বর গলির বাড়িতে আমাদের স্থায়ী বসবাস। বৃহস্পতিবার রাত ১১টার দিকে আমাদের পূর্ব পরিচিত ইলেকট্রিক মিস্ত্রি শাহ আলমকে দিয়ে পানির মোটরের কাজ করাচ্ছিলাম। এমন সময় হঠাৎ তিনি বিদ্যুৎস্পৃষ্টে অচেতন হয়ে পড়েন। পরে দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।