বিনোদন ডেস্ক :
নারীরা নিজেকে সকলের সামনে সুন্দর করে উপস্থাপন করতে ভালোবাসেন। আর এর জন্য অনেকেই করেন শরীরে কাটাছেঁড়া। অভিনয়শিল্পীদের ক্ষেত্রে প্লাস্টিক সার্জারির প্রবণতা বেশি দেখা যায়। সুন্দরের পরিবর্তে অনেক সময় হয় হিতে বিপরীত। যেমনটা ঘটেছে আর্জেন্টিনার অভিনেত্রী সিলভিনা লুনার সঙ্গে। প্লাস্টিক সার্জারির জেরে প্রাণ হারিয়েছেন অভিনেত্রী, মডেল ও টিভি সঞ্চালককে।
দীর্ঘ দিন হাসপাতালে লাইফ সাপোর্টে থাকার পর পরিবারের সম্মতিতে তা সরিয়ে দেওয়া হয়। মৃত্যুর আগে লুনার বয়স হয়েছিল ৪৩ বছর।
জানা গেছে, কয়েক বছর আগে প্লাস্টিক সার্জারি করিয়েছিলেন লুনা। তার জেরেই শরীরে নানা সমস্যা দেখা দেয়। সবচেয়ে বেশি ছিল কিডনির সমস্যা। যা গত বছর থেকে চরম আকার নেয়। তার কিডনি দু’টি বিকল হয়ে যায়।
বেশ কিছুদিন ধরেই হাসপাতালে ছিলেন লুনা। তাকে কড়া পর্যবেক্ষণে রেখেছিলেন চিকিৎসকরা। অভিনেত্রীকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করেছিলেন চিকিৎসকরা। অবশেষে লাইফ সাপোর্টে রাখা হয় তাকে। কিন্তু অভিনেত্রীর বাঁচার আর কোনও আশাই ছিল না। তাই পরিবারের সম্মতিতে তার লাইফ সাপোর্ট সরিয়ে ফেলা হয়।
লুনার এই অকাল প্রয়াণে শোকস্তব্ধ তার অনুরাগীরা। আর্জেন্টিনার চলচ্চিত্র জগতের অনেকে শোক প্রকাশ করেছেন। অনেকে আবার লুনার প্লাস্টিক সার্জারি করা চিকিৎসকের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন।
শোনা গেছে, শুধু লুনা নন, ওই চিকিৎসকের ভুল চিকিৎসার জেরে অনেকেই ভুক্তভোগী হয়েছেন। একাধিক মামলা রয়েছে তার নামে। এমন মানুষের উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছেন লুনার অনুরাগীরা।