Dhaka বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫, ৬ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

প্লাস্টিক সার্জারি নিয়ে জবাব দিলেন পূজা চেরি

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : ০৯:৪০:১৩ অপরাহ্ন, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪
  • ১৯৮ জন দেখেছেন

বিনোদন ডেস্ক : 

সম্প্রতি একটি প্রসাধনী প্রতিষ্ঠানের শুভেচ্ছাদূত হিসেবে একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন পূজা চেরী। অনুষ্ঠানে পূজার কিছু ছবি ফেসবুকে ছড়িয়ে পড়ে। সেসব ছবিতে ঢালিউডের এই নায়িকাকে একটু অন্য রকম দেখাচ্ছে।

নেটিজনদের মতে, সেইসব ছবিতে একটু পরিণত বয়স মনে হয়েছে পূজাকে। নেটিজেনদের অনেকেই মনে করছেন, পূজা চেরী প্লাস্টিক সার্জারি করেছেন। এ নিয়ে ফেসবুকে বিভিন্ন গ্রুপে ছবির নিচে নানাভাবে বিশ্লেষণ করছেন নেটিজেনরা। তবে বিষয়টি নিয়ে পরিষ্কার করলেন অভিনেত্রী নিজেই।

তিনি বলেন, ফেসবুকে মানুষের মন্তব্য দেখে আমি অবাক হয়েছি। আমি সার্জারি করিনি। কারণ, জেনেবুঝে কেন আমি নিজের ক্ষতি করব। এ কাজ কোনদিনই করতে চাই না আমি। দিন, মাস, বছর যাচ্ছে, আমার চেহারার পরিবর্তন আসছে।

পূজা বলেন, ছোটবেলায় আমার ভরাট মুখমণ্ডল ছিল, এখন তো আর থাকবে না সেটি। ১৬-১৭ বছর বয়সে আমার চেহারায় বালিকা বালিকা যে ব্যাপারটা ছিল, এখন তো আর সেটি থাকার কথা না।

উল্লেখ্য, শিশুশিল্পী হয়ে শোবিজে ক্যারিয়ার শুরু করেন পূজা চেরি। অভিনয় দিয়ে একে একে কেটে যায় তার ছয়টি বছর। এরই মধ্যে দর্শকদের ডজনখানেক সিনেমা উপহার দিয়েছেন ।

‘পোড়ামন-২’ সিনেমা দিয়ে নায়িকা হিসেবে অভিষেক হয় পূজা চেরির। তবে তার মুক্তিপ্রাপ্ত প্রথম সিনেমা ‘নূরজাহান’। এরপর ‘দহন’, ‘প্রেম আমার-২’, ‘গলুই’, ‘শান’ সিনেমাগুলোতে বড় পর্দায় দেখা গেছে তাকে। পূজার হাতে বর্তমানে কোনো কাজ নেই। তবে বেশ কিছু সিনেমার অফার পেয়েছেন বলে শোনা যাচ্ছে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

প্লাস্টিক সার্জারি নিয়ে জবাব দিলেন পূজা চেরি

প্রকাশের সময় : ০৯:৪০:১৩ অপরাহ্ন, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪

বিনোদন ডেস্ক : 

সম্প্রতি একটি প্রসাধনী প্রতিষ্ঠানের শুভেচ্ছাদূত হিসেবে একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন পূজা চেরী। অনুষ্ঠানে পূজার কিছু ছবি ফেসবুকে ছড়িয়ে পড়ে। সেসব ছবিতে ঢালিউডের এই নায়িকাকে একটু অন্য রকম দেখাচ্ছে।

নেটিজনদের মতে, সেইসব ছবিতে একটু পরিণত বয়স মনে হয়েছে পূজাকে। নেটিজেনদের অনেকেই মনে করছেন, পূজা চেরী প্লাস্টিক সার্জারি করেছেন। এ নিয়ে ফেসবুকে বিভিন্ন গ্রুপে ছবির নিচে নানাভাবে বিশ্লেষণ করছেন নেটিজেনরা। তবে বিষয়টি নিয়ে পরিষ্কার করলেন অভিনেত্রী নিজেই।

তিনি বলেন, ফেসবুকে মানুষের মন্তব্য দেখে আমি অবাক হয়েছি। আমি সার্জারি করিনি। কারণ, জেনেবুঝে কেন আমি নিজের ক্ষতি করব। এ কাজ কোনদিনই করতে চাই না আমি। দিন, মাস, বছর যাচ্ছে, আমার চেহারার পরিবর্তন আসছে।

পূজা বলেন, ছোটবেলায় আমার ভরাট মুখমণ্ডল ছিল, এখন তো আর থাকবে না সেটি। ১৬-১৭ বছর বয়সে আমার চেহারায় বালিকা বালিকা যে ব্যাপারটা ছিল, এখন তো আর সেটি থাকার কথা না।

উল্লেখ্য, শিশুশিল্পী হয়ে শোবিজে ক্যারিয়ার শুরু করেন পূজা চেরি। অভিনয় দিয়ে একে একে কেটে যায় তার ছয়টি বছর। এরই মধ্যে দর্শকদের ডজনখানেক সিনেমা উপহার দিয়েছেন ।

‘পোড়ামন-২’ সিনেমা দিয়ে নায়িকা হিসেবে অভিষেক হয় পূজা চেরির। তবে তার মুক্তিপ্রাপ্ত প্রথম সিনেমা ‘নূরজাহান’। এরপর ‘দহন’, ‘প্রেম আমার-২’, ‘গলুই’, ‘শান’ সিনেমাগুলোতে বড় পর্দায় দেখা গেছে তাকে। পূজার হাতে বর্তমানে কোনো কাজ নেই। তবে বেশ কিছু সিনেমার অফার পেয়েছেন বলে শোনা যাচ্ছে।