Dhaka শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ৭ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

প্রেম-বিয়ে নিয়ে মুখ খুললেন তাহসান-ফারিণ

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : ০৬:০৯:০৩ অপরাহ্ন, বুধবার, ১৯ এপ্রিল ২০২৩
  • ২০৬ জন দেখেছেন

বিনোদন ডেস্ক : 

নাটকপাড়ায় কান পাতলেই শোনা যাচ্ছে, তাহসান খান ও তাসনিয়া ফারিণ প্রেম করছেন। এমনকি তারা নাকি চুপিসারে বিয়ে করে সংসারও করছেন। এ কারণে নাকি শুটিংয়ের বাইরেও তাদের একসঙ্গে দেখা যায়। এবার প্রেম ও বিয়ে বিষয়ে মুখ খুললেন উভয়েই।

তবে ভেসে বেড়ানো এ ধরনের খবরকে গুঞ্জন বলে উড়িয়ে দিয়েছেন তাহসান ও ফারিণ। এটাকে উদ্দেশ্যপ্রণোদিত বলছেন তারা। ফারিণ বলেন, এসব বিষয় নিয়ে কথা বলতে চাই না। কারণ কথা বললে বিষয়টি অকারণেই সামনে আসবে।

একই সুরে কথা বললেন তাহসান। তার কথায়, কয়েকদিন পরপরই শোনা যায়, আমি ও ফারিণ নাকি সংসার করছি! এটা নানাভাবে অনলাইনে আসছে। বিশেষত অনলাইন মিডিয়াতে নাকি আসছে!

এই গুঞ্জনের পেছনে তাহসান ভূঁইফোঁড় অনলাইনকে দুষছেন। তার কথায়, ‘বছর তিনেক আগে আমি ও ফারিণ একটি নাটকে অভিনয় করেছিলাম। যেটার সিক্যুয়েলও হয়। নাটকের গল্প সংসারজীবন নিয়ে। এরপর থেকে কিছু ভুঁইফোঁড় অনলাইন নাটকের গল্পটা বাস্তবের মতো করে শিরোনাম করতে থাকে। কখনও লেখা হয়, সংসারজীবনে তাহসান-ফারিণ, আবার কখনও সংসার জীবনের নতুন অধ্যায়। শুধু ক্লিকবিটের কারণেই বারবার আমাদের এভাবে সামনে আনা হয়। এটা খুবই বিব্রতকর।

জানা যায়, ২০২১ সালের ভালোবাসা দিবসে তাহসান-ফারিণ অভিনয় করেন ‘কমলা রঙের রোদ’ নামের একটি নাটকে। শিহাব শাহীনের পরিচালনায় নাটকটি দারুণ সাড়া ফেলে দর্শক মহলে। এরপর নির্মিত হয় এর সিক্যুয়েল ‘কমলা রঙের রোদ-২’। বছরের পর বছর পেরিয়ে গেলেও সন্তান না হওয়ায় পারিপার্শ্বিক যে চাপ, তার নেতিবাচক অভিজ্ঞতাই দেখানো হয়েছিল প্রথম গল্পে। দ্বিতীয় গল্পে তাদের সংসার জীবন নিয়ে পরবর্তী চিত্র তুলে ধরা হয়। আর সেখান থেকে ‘প্রেম-বিয়ে’র গুঞ্জন শুরু।

জনপ্রিয় খবর

আবহাওয়া

অপতথ্যের বিরুদ্ধে লড়াইয়ে নামতে ভোটারদের প্রতি আহ্বান সিইসির

প্রেম-বিয়ে নিয়ে মুখ খুললেন তাহসান-ফারিণ

প্রকাশের সময় : ০৬:০৯:০৩ অপরাহ্ন, বুধবার, ১৯ এপ্রিল ২০২৩

বিনোদন ডেস্ক : 

নাটকপাড়ায় কান পাতলেই শোনা যাচ্ছে, তাহসান খান ও তাসনিয়া ফারিণ প্রেম করছেন। এমনকি তারা নাকি চুপিসারে বিয়ে করে সংসারও করছেন। এ কারণে নাকি শুটিংয়ের বাইরেও তাদের একসঙ্গে দেখা যায়। এবার প্রেম ও বিয়ে বিষয়ে মুখ খুললেন উভয়েই।

তবে ভেসে বেড়ানো এ ধরনের খবরকে গুঞ্জন বলে উড়িয়ে দিয়েছেন তাহসান ও ফারিণ। এটাকে উদ্দেশ্যপ্রণোদিত বলছেন তারা। ফারিণ বলেন, এসব বিষয় নিয়ে কথা বলতে চাই না। কারণ কথা বললে বিষয়টি অকারণেই সামনে আসবে।

একই সুরে কথা বললেন তাহসান। তার কথায়, কয়েকদিন পরপরই শোনা যায়, আমি ও ফারিণ নাকি সংসার করছি! এটা নানাভাবে অনলাইনে আসছে। বিশেষত অনলাইন মিডিয়াতে নাকি আসছে!

এই গুঞ্জনের পেছনে তাহসান ভূঁইফোঁড় অনলাইনকে দুষছেন। তার কথায়, ‘বছর তিনেক আগে আমি ও ফারিণ একটি নাটকে অভিনয় করেছিলাম। যেটার সিক্যুয়েলও হয়। নাটকের গল্প সংসারজীবন নিয়ে। এরপর থেকে কিছু ভুঁইফোঁড় অনলাইন নাটকের গল্পটা বাস্তবের মতো করে শিরোনাম করতে থাকে। কখনও লেখা হয়, সংসারজীবনে তাহসান-ফারিণ, আবার কখনও সংসার জীবনের নতুন অধ্যায়। শুধু ক্লিকবিটের কারণেই বারবার আমাদের এভাবে সামনে আনা হয়। এটা খুবই বিব্রতকর।

জানা যায়, ২০২১ সালের ভালোবাসা দিবসে তাহসান-ফারিণ অভিনয় করেন ‘কমলা রঙের রোদ’ নামের একটি নাটকে। শিহাব শাহীনের পরিচালনায় নাটকটি দারুণ সাড়া ফেলে দর্শক মহলে। এরপর নির্মিত হয় এর সিক্যুয়েল ‘কমলা রঙের রোদ-২’। বছরের পর বছর পেরিয়ে গেলেও সন্তান না হওয়ায় পারিপার্শ্বিক যে চাপ, তার নেতিবাচক অভিজ্ঞতাই দেখানো হয়েছিল প্রথম গল্পে। দ্বিতীয় গল্পে তাদের সংসার জীবন নিয়ে পরবর্তী চিত্র তুলে ধরা হয়। আর সেখান থেকে ‘প্রেম-বিয়ে’র গুঞ্জন শুরু।