আন্তর্জাতিক ডেস্ক :
যুক্তরাজ্যে ‘ট্রুপিং দ্য কালার’ নামের বার্ষিক কুচকাওয়াজ অনুষ্ঠানকে সামনে রেখে শনিবার (১০ জুন) সেনাসদস্যদের চূড়ান্ত পর্যায়ের মহড়া অনুষ্ঠিত হয়েছে। ব্রিটিশ যুবরাজ প্রিন্স উইলিয়ামের উপস্থিতিতে প্রচণ্ড গরমের মধ্যে ওই মহড়া চলার সময় অন্ততপক্ষে তিনজন সেনাসদস্য সংজ্ঞা হারিয়েছেন। তীব্র গরমের কারণে এমনটি হয়েছে বলে জানা গেছে।
শনিবার (১০ জুন) বার্ষিক ‘ট্রুপিং দ্য কালারের’ জন্য কুচকাওয়াজের প্রস্তুতি নিচ্ছিল ব্রিটিশ সামরিক বাহিনীর একটি দল। তখনই এ ঘটনা ঘটে।
ব্রিটিশ রাজার জন্মদিন উপলক্ষে যে অনুষ্ঠানের আয়োজন করা হয়, তাতে বড় ধরনের ভূমিকা পালন করেন ব্রিটিশ রয়্যাল গার্ডের সদস্যরা। মূলত, রাজপরিবারের সদস্যদের নিরাপত্তায় নিযুক্ত সেনাবাহিনীর অধীনস্ত এই বাহিনী ব্রিটিশ রাজ ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অংশ।
পশমের তৈরি ‘টিউনিক’ নামক বিশেষ ধরনের পোশাকের সঙ্গে ভালুকের চামড়ার তৈরি টুপি পরে কুচকাওয়াজ অনুশীলনের সময় অজ্ঞান হন তারা। তখন লন্ডনের তাপমাত্রা ছিল ৩০ ডিগ্রি সেলসিয়াস।
জ্ঞান হারানো সেনাসদস্যদের একজন সেনাবাহিনীর বাদক দলের সদস্য। মাটিতে পড়ে যাওয়ার পরও তিনি তার বাদ্যযন্ত্র বাজিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। পরে চিকিৎসাকর্মীরা তার কাছে ছুটে যান।
পরে এক টুইটার পোস্টে উইলিয়াম লিখেছেন, ‘আজ সকালে কর্নেল রিভিউতে অংশ নেওয়া প্রত্যেক সেনাসদস্যের প্রতি অনেক কৃতজ্ঞতা। কঠিন পরিস্থিতির মধ্যেও আপনারা ভালোভাবে কাজ করেছেন। আপনাদের ধন্যবাদ।’
উইলিয়াম বলেন, সংশ্লিষ্ট সবার কঠোর পরিশ্রম ও প্রস্তুতির মধ্য দিয়ে এ ধরনের আয়োজন সম্ভব হয়েছে; বিশেষ করে আজকের মতো পরিস্থিতিতে।
যুক্তরাজ্যের স্বাস্থ্য নিরাপত্তা সংস্থা দক্ষিণ ইংল্যান্ডে দাবদাহের সতর্কতা জারি করেছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি।
রাজার আনুষ্ঠানিক জন্মদিন উদযাপনের প্রস্তুতি নিচ্ছিলেন তারা। প্রতি বছর জুনে ‘ট্রুপিং দ্য কালার’ নামে এমন উদযাপন হয় ব্রিটেনে। আগামী ১৭ জুনের এই অনুষ্ঠানের তত্ত্বাবধানে থাকবেন রাজা তৃতীয় চার্লস। সূত্র: এনডিটিভি।