Dhaka সোমবার, ১৩ অক্টোবর ২০২৫, ২৮ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

প্রযোজক রূপে তাসনিয়া ফারিণ

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : ০১:৩৮:১৮ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫
  • ১৯০ জন দেখেছেন

বিনোদন ডেস্ক : 

টেলিভিশন থেকে ওটিটি এমনকি বড় পর্দা সব মাধ্যমেই দাপটের ছাপ রেখে দর্শকহৃদয়ে জায়গা করে নিয়েছেন দেশের জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ। এবার তিনি একেবারে নতুন ভূমিকায় হাজির হতে চলেছেন। তবে অভিনেত্রী নয়, প্রযোজক হিসেবে। এবার নিজের ভাবনা, নিজের গল্প এবার পর্দায় ফুটিয়ে তুলতে যাচ্ছেন এই সুন্দরী।

বিষয়টি ফেসবুক পেজে একটি ছবি পোস্ট করে ফারিণ লিখেছিলেন, ‘আমি যদি প্রোডাকশন হাউস খুলি, তাহলে এর নাম কী দেওয়া উচিত?’ তার এই প্রশ্নে ভক্তরা নানা নাম প্রস্তাব করেন। কিছু প্রস্তাবে সাড়া দিয়েও মন্তব্য করেন ফারিণ, ‘অনেক চমৎকার কিছু সাজেশন দিচ্ছেন আপনারা, ধন্যবাদ।’

এরপর বিষয়টি নিয়ে গণমাধ্যমের সঙ্গে আলাপেও মুখ খুলেছেন তিনি। ফারিণ বলেন, ‘অনেক দিন ধরেই ভাবছি নিজের মতো কিছু করার। তাই একটি প্রযোজনা প্রতিষ্ঠান শুরু করার পরিকল্পনা করছি, যেখানে নিজের চিন্তাভাবনাগুলো বাস্তবে রূপ দিতে পারব।’

তিনি আরও জানান, বছরের শেষ দিকেই তার নতুন প্রতিষ্ঠানের আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে। প্রথম কাজ হিসেবে প্রকাশ পাবে তার গাওয়া একটি নতুন গানের মিউজিক ভিডিও, যার সুর ও সংগীতায়োজন করেছেন ইমরান মাহমুদুল। আগেও একসঙ্গে কাজ করেছেন এই দুই শিল্পী।

তাসনিয়া ফারিণ জানিয়েছেন, আপাতত সংগীত ভিডিও দিয়েই প্রযোজনার কাজ শুরু করতে চান তিনি। তবে ভবিষ্যতে নিয়মিতভাবে নিজের ব্যানারে নানা কাজ করারও পরিকল্পনা রয়েছে।
সাম্প্রতিক সময়ে অভিনয়ে তেমন ব্যস্ত নন তাসনিয়া ফারিণ। গত ঈদে মুক্তি পাওয়া ‘ইনসাফ’ সিনেমার পর নতুন কোনো প্রজেক্টে তাকে দেখা যায়নি।

জনপ্রিয় খবর

আবহাওয়া

প্রযোজক রূপে তাসনিয়া ফারিণ

প্রকাশের সময় : ০১:৩৮:১৮ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫

বিনোদন ডেস্ক : 

টেলিভিশন থেকে ওটিটি এমনকি বড় পর্দা সব মাধ্যমেই দাপটের ছাপ রেখে দর্শকহৃদয়ে জায়গা করে নিয়েছেন দেশের জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ। এবার তিনি একেবারে নতুন ভূমিকায় হাজির হতে চলেছেন। তবে অভিনেত্রী নয়, প্রযোজক হিসেবে। এবার নিজের ভাবনা, নিজের গল্প এবার পর্দায় ফুটিয়ে তুলতে যাচ্ছেন এই সুন্দরী।

বিষয়টি ফেসবুক পেজে একটি ছবি পোস্ট করে ফারিণ লিখেছিলেন, ‘আমি যদি প্রোডাকশন হাউস খুলি, তাহলে এর নাম কী দেওয়া উচিত?’ তার এই প্রশ্নে ভক্তরা নানা নাম প্রস্তাব করেন। কিছু প্রস্তাবে সাড়া দিয়েও মন্তব্য করেন ফারিণ, ‘অনেক চমৎকার কিছু সাজেশন দিচ্ছেন আপনারা, ধন্যবাদ।’

এরপর বিষয়টি নিয়ে গণমাধ্যমের সঙ্গে আলাপেও মুখ খুলেছেন তিনি। ফারিণ বলেন, ‘অনেক দিন ধরেই ভাবছি নিজের মতো কিছু করার। তাই একটি প্রযোজনা প্রতিষ্ঠান শুরু করার পরিকল্পনা করছি, যেখানে নিজের চিন্তাভাবনাগুলো বাস্তবে রূপ দিতে পারব।’

তিনি আরও জানান, বছরের শেষ দিকেই তার নতুন প্রতিষ্ঠানের আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে। প্রথম কাজ হিসেবে প্রকাশ পাবে তার গাওয়া একটি নতুন গানের মিউজিক ভিডিও, যার সুর ও সংগীতায়োজন করেছেন ইমরান মাহমুদুল। আগেও একসঙ্গে কাজ করেছেন এই দুই শিল্পী।

তাসনিয়া ফারিণ জানিয়েছেন, আপাতত সংগীত ভিডিও দিয়েই প্রযোজনার কাজ শুরু করতে চান তিনি। তবে ভবিষ্যতে নিয়মিতভাবে নিজের ব্যানারে নানা কাজ করারও পরিকল্পনা রয়েছে।
সাম্প্রতিক সময়ে অভিনয়ে তেমন ব্যস্ত নন তাসনিয়া ফারিণ। গত ঈদে মুক্তি পাওয়া ‘ইনসাফ’ সিনেমার পর নতুন কোনো প্রজেক্টে তাকে দেখা যায়নি।