Dhaka বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ২৬ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রীর সঙ্গে বসছেন ওআইসির ১৪ রাষ্ট্রদূত

নিজস্ব প্রতিবেদক : 

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে জরুরি বৈঠকে বসছেন ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) সদস্যভুক্ত ১৪ দেশের রাষ্ট্রদূত।

বুধবার (১৮ অক্টোবর) সন্ধ্যা ৭টায় গণভবনে এ বৈঠক শুরু হবে। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান জাহিদ তুষার বিষয়টি নিশ্চিত করেছেন।

বৈঠক শেষে গণভবনের গেটে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন সাংবাদিকদের ব্রিফ করবেন বলেও তিনি জানিয়েছেন।

বৈঠকে অংশ নেবেন ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ রামাদান, সৌদি আরবের রাষ্ট্রদূত ঈসা ইউসেফ ঈসা, আলজেরিয়ার রাষ্ট্রদূত রাবাহ লারবি, মরক্কোর রাষ্ট্রদূত মাজিদ হালিম, কাতারের রাষ্ট্রদূত আলি মাহদি সাঈদ আল-কাহতানি, লিবিয়ার রাষ্ট্রদূত আব্দুল মুতালিব সুলিমান, তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেন, ইরানের রাষ্ট্রদূত মানসুর চাভোশি, ব্রুনাইয়ের হাইকমিশনার হাজি হারিস বিন ওথমান।

অংশ নেবেন সংযুক্ত আরব আমিরাতের চার্জ দি অ্যাফেয়ার্স হামিদ আল তামিমি, ইরাকের চার্জ দি অ্যাফেয়ার্স মোহামাদ আল দারাজি, ওমানের চার্জ দি অ্যাফেয়ার্স ফাতিহা আল বুলুশি, ইন্দোনেশিয়ার চার্জ দি অ্যাফেয়ার্স রাদেন উসমান ইফেন্দি এবং মিশরের চার্জ দি অ্যাফেয়ার্স মিনা মাকারি।

ফিলিস্তিনে ইসরায়েলের আগ্রাসন প্রেক্ষাপটে এ বৈঠক গুরুত্বপূর্ণ। এ থেকে বাংলাদেশের অবস্থান ও ওআইসিভুক্ত দেশগুলোর বার্তা পাওয়া যাবে বলে ধারণা করা হচ্ছে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

নেপালে আটকে পড়া বাংলাদেশিরা নিরাপদে আছেন : পররাষ্ট্র উপদেষ্টা

প্রধানমন্ত্রীর সঙ্গে বসছেন ওআইসির ১৪ রাষ্ট্রদূত

প্রকাশের সময় : ০৭:০৪:৩৩ অপরাহ্ন, বুধবার, ১৮ অক্টোবর ২০২৩

নিজস্ব প্রতিবেদক : 

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে জরুরি বৈঠকে বসছেন ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) সদস্যভুক্ত ১৪ দেশের রাষ্ট্রদূত।

বুধবার (১৮ অক্টোবর) সন্ধ্যা ৭টায় গণভবনে এ বৈঠক শুরু হবে। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান জাহিদ তুষার বিষয়টি নিশ্চিত করেছেন।

বৈঠক শেষে গণভবনের গেটে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন সাংবাদিকদের ব্রিফ করবেন বলেও তিনি জানিয়েছেন।

বৈঠকে অংশ নেবেন ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ রামাদান, সৌদি আরবের রাষ্ট্রদূত ঈসা ইউসেফ ঈসা, আলজেরিয়ার রাষ্ট্রদূত রাবাহ লারবি, মরক্কোর রাষ্ট্রদূত মাজিদ হালিম, কাতারের রাষ্ট্রদূত আলি মাহদি সাঈদ আল-কাহতানি, লিবিয়ার রাষ্ট্রদূত আব্দুল মুতালিব সুলিমান, তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেন, ইরানের রাষ্ট্রদূত মানসুর চাভোশি, ব্রুনাইয়ের হাইকমিশনার হাজি হারিস বিন ওথমান।

অংশ নেবেন সংযুক্ত আরব আমিরাতের চার্জ দি অ্যাফেয়ার্স হামিদ আল তামিমি, ইরাকের চার্জ দি অ্যাফেয়ার্স মোহামাদ আল দারাজি, ওমানের চার্জ দি অ্যাফেয়ার্স ফাতিহা আল বুলুশি, ইন্দোনেশিয়ার চার্জ দি অ্যাফেয়ার্স রাদেন উসমান ইফেন্দি এবং মিশরের চার্জ দি অ্যাফেয়ার্স মিনা মাকারি।

ফিলিস্তিনে ইসরায়েলের আগ্রাসন প্রেক্ষাপটে এ বৈঠক গুরুত্বপূর্ণ। এ থেকে বাংলাদেশের অবস্থান ও ওআইসিভুক্ত দেশগুলোর বার্তা পাওয়া যাবে বলে ধারণা করা হচ্ছে।