Dhaka বুধবার, ১৬ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রী সাংবাদিকদের পাশে আছেন, আগামীতেও থাকবেন: শিক্ষামন্ত্রী

চাঁদপুর জেলা প্রতিনিধি : 

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, জীবনের ঝুঁকি নিয়েও সাংবাদিকরা তাদের পেশাগত দায়িত্ব পালন করছেন। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের পাশে আছেন এবং আগামী দিনেও থাকবেন।

শনিবার (২৯ জুলাই) দুপুরে চাঁদপুর শিল্পকলা একাডেমি মিলনায়তনে সাংবাদিকদের মাঝে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের অনুদান ও আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বিএনপি জামাত জোট যখন সরকারে ছিল। তারা তখন সাংবাদিকদের কল্যাণে কোনো কাজ করেনি। দেশের মঙ্গল হয় ও গণমানুষের কল্যাণে আসে এমন সংবাদ উপস্থাপনে সাংবাদিকদের প্রতি আহ্বান জানাই।

শিক্ষামন্ত্রী বলেন, জাতীয় নির্বাচন সামনে রেখে বিএনপি-জামায়াত যে অপতৎপরতা চালাচ্ছে, তা দেশকে আবারও পেছনে ফেলবে। তাদের এই কাজ দেশের জন্য মোটেও ইতিবাচক নয়।

শিক্ষামন্ত্রী আরো বলেন, আগামী নভেম্বরের মধ্যে আমরা শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম, পাঠ্যসূচি ও পরীক্ষাসহ সবকিছু শেষ করার চেষ্টা করছি। এমন সময়ে এ ধরনের অরাজকতা দেশব্যাপী আমাদের শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম ব্যাহত করবে।

তিনি বলেন, রাজনীতির মাঠে রাজনীতি থাকবে। রাজনীতি মানে অরাজকতা কিংবা ধ্বংসলীলা নয়। সামনে নির্বাচন আছে। নির্বাচনে সবাই অংশগ্রহণ করুক। গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে সব প্রশ্নের মীমাংসা করা সম্ভব।

শিক্ষামন্ত্রী আরও বলেন, শিক্ষার্থীদের জীবন জিম্মি করে কোনও রাজনৈতিক দল যেন ফায়দা লোটার অপচেষ্টা না করে। এমনিতেই করোনার কারণে শিক্ষার্থীদের শিক্ষাগ্রহণ করতে অনেকটাই অসুবিধা হয়েছে। এখন আমরা এই সমস্যাটা কাটিয়ে উঠেছি। ঠিক এই সময়ে এবং যখন আমরা নভেম্বর মধ্যে এবছরের পাঠ্যসূচি, পরীক্ষা শেষ করতে চেষ্টা করছি। সেই সময়ে এই রকম অরাজকতা সৃষ্টি করলে আমাদের শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম আবারও ব্যহত হবে। আমি আশা করি, যে কোনও রাজনৈতিক সংগঠন দায়িত্বশীলতার সঙ্গে আমাদের নতুন প্রজন্ম আগামী প্রজন্মের বিষয়টি, স্বার্থটিকে অবশ্যই গুরুত্বসহকারে বিবেচনা করবেন।

চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি এএইচএম আহসানউল্লাহর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের ব্যবস্থাপনা পরিচালক সুভাষ চন্দ বাদল। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল, ফরিদগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহিদুল ইসলাম রোমান প্রমুখ।

এ সময় জেলায় কর্মরত ৫০ জন সাংবাদিক ও তাদের পরিবারের সদস্যরা সরকারের এই আর্থিক সহায়তার চেক গ্রহণ করেন। পরে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি চাঁদপুর মহিলা কলেজ ও পুরানবাজার কলেজের বার্ষিক মিলাদ মাহফিলে যোগ দেন।

আবহাওয়া

সাবেক মন্ত্রী দস্তগীরের ৪০০ কোটি টাকার সম্পত্তি জব্দ

প্রধানমন্ত্রী সাংবাদিকদের পাশে আছেন, আগামীতেও থাকবেন: শিক্ষামন্ত্রী

প্রকাশের সময় : ১০:৫৬:২৫ অপরাহ্ন, শনিবার, ২৯ জুলাই ২০২৩

চাঁদপুর জেলা প্রতিনিধি : 

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, জীবনের ঝুঁকি নিয়েও সাংবাদিকরা তাদের পেশাগত দায়িত্ব পালন করছেন। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের পাশে আছেন এবং আগামী দিনেও থাকবেন।

শনিবার (২৯ জুলাই) দুপুরে চাঁদপুর শিল্পকলা একাডেমি মিলনায়তনে সাংবাদিকদের মাঝে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের অনুদান ও আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বিএনপি জামাত জোট যখন সরকারে ছিল। তারা তখন সাংবাদিকদের কল্যাণে কোনো কাজ করেনি। দেশের মঙ্গল হয় ও গণমানুষের কল্যাণে আসে এমন সংবাদ উপস্থাপনে সাংবাদিকদের প্রতি আহ্বান জানাই।

শিক্ষামন্ত্রী বলেন, জাতীয় নির্বাচন সামনে রেখে বিএনপি-জামায়াত যে অপতৎপরতা চালাচ্ছে, তা দেশকে আবারও পেছনে ফেলবে। তাদের এই কাজ দেশের জন্য মোটেও ইতিবাচক নয়।

শিক্ষামন্ত্রী আরো বলেন, আগামী নভেম্বরের মধ্যে আমরা শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম, পাঠ্যসূচি ও পরীক্ষাসহ সবকিছু শেষ করার চেষ্টা করছি। এমন সময়ে এ ধরনের অরাজকতা দেশব্যাপী আমাদের শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম ব্যাহত করবে।

তিনি বলেন, রাজনীতির মাঠে রাজনীতি থাকবে। রাজনীতি মানে অরাজকতা কিংবা ধ্বংসলীলা নয়। সামনে নির্বাচন আছে। নির্বাচনে সবাই অংশগ্রহণ করুক। গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে সব প্রশ্নের মীমাংসা করা সম্ভব।

শিক্ষামন্ত্রী আরও বলেন, শিক্ষার্থীদের জীবন জিম্মি করে কোনও রাজনৈতিক দল যেন ফায়দা লোটার অপচেষ্টা না করে। এমনিতেই করোনার কারণে শিক্ষার্থীদের শিক্ষাগ্রহণ করতে অনেকটাই অসুবিধা হয়েছে। এখন আমরা এই সমস্যাটা কাটিয়ে উঠেছি। ঠিক এই সময়ে এবং যখন আমরা নভেম্বর মধ্যে এবছরের পাঠ্যসূচি, পরীক্ষা শেষ করতে চেষ্টা করছি। সেই সময়ে এই রকম অরাজকতা সৃষ্টি করলে আমাদের শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম আবারও ব্যহত হবে। আমি আশা করি, যে কোনও রাজনৈতিক সংগঠন দায়িত্বশীলতার সঙ্গে আমাদের নতুন প্রজন্ম আগামী প্রজন্মের বিষয়টি, স্বার্থটিকে অবশ্যই গুরুত্বসহকারে বিবেচনা করবেন।

চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি এএইচএম আহসানউল্লাহর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের ব্যবস্থাপনা পরিচালক সুভাষ চন্দ বাদল। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল, ফরিদগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহিদুল ইসলাম রোমান প্রমুখ।

এ সময় জেলায় কর্মরত ৫০ জন সাংবাদিক ও তাদের পরিবারের সদস্যরা সরকারের এই আর্থিক সহায়তার চেক গ্রহণ করেন। পরে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি চাঁদপুর মহিলা কলেজ ও পুরানবাজার কলেজের বার্ষিক মিলাদ মাহফিলে যোগ দেন।