Dhaka মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫, ১০ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

প্রধান কোচের নাম জানালো রংপুর রাইডার্স

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ০২:১১:০৪ অপরাহ্ন, শনিবার, ১৯ অক্টোবর ২০২৪
  • ১৯৫ জন দেখেছেন

স্পোর্টস ডেস্ক : 

ঘরোয়া ক্রিকেটের সবথেকে বড় আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। আগামী ২৭ ডিসেম্বর থেকে এ টুর্নামেন্টের একাদশ আসর শুরু হবে। ইতোমধ্যেই অনুষ্ঠিত হয়েছে প্লেয়ার্স ড্রাফটও। ড্রাফটে দুর্দান্ত এক দল গড়েছে রংপুর রাইডার্স। এবার কোচিং প্যানেলেও চমক নিয়ে হাজির ফ্র্যাঞ্চাইজিটি।

২০১৭ সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে পাকিস্তান। সে সময় পাকিস্তানের কোচ ছিলেন মিকি আর্থার। ম্যান ইন গ্রিনদের শিরোপা জেতানো এই কোচের অধীনেই এবার বিপিএল শিরোপার লক্ষ্যে লড়বে রংপুর রাইডার্স।

বিপিএলে অবশ্য এবারই নতুন নন মিকি আর্থার। এর আগেও দেশীয় এই ফ্র্যাঞ্চাইজি লিগে কাজ করেছেন তিনি। ২০১৫-১৬ মৌসুমে তিনি ঢাকা ডাইনামাইটসের কোচ ছিলেন। দক্ষিণ আফ্রিকান এই কোচের কোচিং ক্যারিয়ারও বেশ সমৃদ্ধ।

পাকিস্তান ছাড়াও তিনি দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার প্রধান কোচ হিসেবে কাজ করেছেন। এছাড়া ইংল্যান্ডের কাউন্টি ক্লাব ডার্বিশায়ার, অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটের ক্লাব ওয়েস্টার্ন ওয়ারিয়র্স, পাকিস্তান সুপার লিগের ফ্র্যাঞ্চাইজি করাচি কিংস, লঙ্কা প্রিমিয়ার লিগে ডাম্বুলার কোচ হিসেবে কাজ করার অভিজ্ঞতা আছে তাঁর।

আর্থারকে কোচ হিসেবে নিয়োগ দেয়ার ব্যাপারটি সামাজিক মাধ্যমে এক পোস্টে নিশ্চিত করেছে রংপুর। রঙ্গউর রাইডার্সের ফেসবুক পেইজে আর্থারের ছবি দিয়ে লেখা হয়েছে, ‘রংপুর রাইডার্সে স্বাগতম প্রধান কোচ মিকি আর্থার! এমন বিশ্বমানের কোচের হাত ধরে নতুন ইতিহাস গড়তে প্রস্তুত রংপুর রাইডার্স!’

নিজের ক্যারিয়ারে কখনো জাতীয় দলে খেলেননি আর্থার। তবে প্রথম শ্রেণীর ক্রিকেটে তাঁর ১৫টি সেঞ্চুরি আছে, করেছেন ১০ হাজারের বেশি রান।

এবারের বিপিএলে তারকাসমৃদ্ধ দল গড়েছে রংপুর রাইডার্স। দলে আছেন- অ্যালেক্স হেলস, সৌম্য সরকার, নাহিদ রানা, মোহাম্মদ সাইফউদ্দিন, নুরুল হাসান, মাহেদী হাসান, খুশদিল শাহ, তৌফিক খান তুষার, কামরুল ইসলাম রাব্বি, ইরফান শুক্কুর, রেজাউর রহমান রাজা, কার্টিস ক্যাম্ফার, আকিভ জাভেদ, রকিবুল হাসান জুনিয়র, সাইফ হাসান, ইফতিখার আহমেদের মতো দেশি-বিদেশি তারকা ক্রিকেটাররা।

জনপ্রিয় খবর

আবহাওয়া

সংসদ নির্বাচনে কালো টাকার ছড়াছড়ি হলে ব্যবস্থা নেবে দুদক : দুদক চেয়ারম্যান

প্রধান কোচের নাম জানালো রংপুর রাইডার্স

প্রকাশের সময় : ০২:১১:০৪ অপরাহ্ন, শনিবার, ১৯ অক্টোবর ২০২৪

স্পোর্টস ডেস্ক : 

ঘরোয়া ক্রিকেটের সবথেকে বড় আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। আগামী ২৭ ডিসেম্বর থেকে এ টুর্নামেন্টের একাদশ আসর শুরু হবে। ইতোমধ্যেই অনুষ্ঠিত হয়েছে প্লেয়ার্স ড্রাফটও। ড্রাফটে দুর্দান্ত এক দল গড়েছে রংপুর রাইডার্স। এবার কোচিং প্যানেলেও চমক নিয়ে হাজির ফ্র্যাঞ্চাইজিটি।

২০১৭ সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে পাকিস্তান। সে সময় পাকিস্তানের কোচ ছিলেন মিকি আর্থার। ম্যান ইন গ্রিনদের শিরোপা জেতানো এই কোচের অধীনেই এবার বিপিএল শিরোপার লক্ষ্যে লড়বে রংপুর রাইডার্স।

বিপিএলে অবশ্য এবারই নতুন নন মিকি আর্থার। এর আগেও দেশীয় এই ফ্র্যাঞ্চাইজি লিগে কাজ করেছেন তিনি। ২০১৫-১৬ মৌসুমে তিনি ঢাকা ডাইনামাইটসের কোচ ছিলেন। দক্ষিণ আফ্রিকান এই কোচের কোচিং ক্যারিয়ারও বেশ সমৃদ্ধ।

পাকিস্তান ছাড়াও তিনি দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার প্রধান কোচ হিসেবে কাজ করেছেন। এছাড়া ইংল্যান্ডের কাউন্টি ক্লাব ডার্বিশায়ার, অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটের ক্লাব ওয়েস্টার্ন ওয়ারিয়র্স, পাকিস্তান সুপার লিগের ফ্র্যাঞ্চাইজি করাচি কিংস, লঙ্কা প্রিমিয়ার লিগে ডাম্বুলার কোচ হিসেবে কাজ করার অভিজ্ঞতা আছে তাঁর।

আর্থারকে কোচ হিসেবে নিয়োগ দেয়ার ব্যাপারটি সামাজিক মাধ্যমে এক পোস্টে নিশ্চিত করেছে রংপুর। রঙ্গউর রাইডার্সের ফেসবুক পেইজে আর্থারের ছবি দিয়ে লেখা হয়েছে, ‘রংপুর রাইডার্সে স্বাগতম প্রধান কোচ মিকি আর্থার! এমন বিশ্বমানের কোচের হাত ধরে নতুন ইতিহাস গড়তে প্রস্তুত রংপুর রাইডার্স!’

নিজের ক্যারিয়ারে কখনো জাতীয় দলে খেলেননি আর্থার। তবে প্রথম শ্রেণীর ক্রিকেটে তাঁর ১৫টি সেঞ্চুরি আছে, করেছেন ১০ হাজারের বেশি রান।

এবারের বিপিএলে তারকাসমৃদ্ধ দল গড়েছে রংপুর রাইডার্স। দলে আছেন- অ্যালেক্স হেলস, সৌম্য সরকার, নাহিদ রানা, মোহাম্মদ সাইফউদ্দিন, নুরুল হাসান, মাহেদী হাসান, খুশদিল শাহ, তৌফিক খান তুষার, কামরুল ইসলাম রাব্বি, ইরফান শুক্কুর, রেজাউর রহমান রাজা, কার্টিস ক্যাম্ফার, আকিভ জাভেদ, রকিবুল হাসান জুনিয়র, সাইফ হাসান, ইফতিখার আহমেদের মতো দেশি-বিদেশি তারকা ক্রিকেটাররা।