Dhaka রবিবার, ১৭ অগাস্ট ২০২৫, ২ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

প্রথমবার বিগ ব্যাশে বাবর আজম

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ০৭:২৯:২৬ অপরাহ্ন, শুক্রবার, ১৩ জুন ২০২৫
  • ২৫৫ জন দেখেছেন

স্পোর্টস ডেস্ক : 

বিশ্ব ক্রিকেটে ব্যাট হাতে বহুবার তোলপাড় করা বাবর আজম এবার অস্ট্রেলিয়ার জমজমাট বিগ ব্যাশ লিগে (বিবিএল) পা রাখতে যাচ্ছেন। দীর্ঘদিন গুঞ্জনের পর অবশেষে এই পাকিস্তানি তারকাকে নিজেদের স্কোয়াডে টেনে নিয়েছে সিডনি সিক্সার্স। নতুন মৌসুমে (২০২৫) তাকে দেখা যাবে গোলাপি জার্সিতে।

এটাই বাবরের প্রথমবারের মতো বিগ ব্যাশে খেলার অভিজ্ঞতা হতে যাচ্ছে। সিডনি সিক্সার্সের সঙ্গে তার এই চুক্তিটি হয়েছে প্রি-সাইনিং অপশনের মাধ্যমে, যেখানে প্রতিটি দল আন্তর্জাতিক ড্রাফট শুরুর আগেই একজন বিদেশি ক্রিকেটারকে দলে নিতে পারে। ১৯ জুন শুরু হতে যাওয়া আন্তর্জাতিক ড্রাফটের আগেই সিক্সার্স বাবরের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি সম্পন্ন করে।

বাবর ও স্মিথ ছাড়াও এই দলে আছেন শন অ্যাবট, জোয়েল ডেভিস, বেন ডোয়ার্শিস, জ্যাক এডওয়ার্ডস, মোইজেস হেনরিকস, টড মার্ফি, মিচ পেরি, জশ ফিলিপ ও জর্ডান সিল্ক।

দলের পক্ষ থেকে জানানো হয়েছে, বাবরের মতো বিশ্বমানের অভিজ্ঞ একজন টপ অর্ডার ব্যাটসম্যানকে পাওয়ার অর্থই হলো দলে গভীরতা ও ভারসাম্য বাড়ানো। এই তারকার সঙ্গে একই দলে থাকছেন স্টিভ স্মিথ, শন অ্যাবটের মতো অভিজ্ঞ অজি খেলোয়াড়রা। যা দলের শক্তিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে পারে।

গত মৌসুমে একমাত্র সিডনি সিক্সার্সই ছিল এমন দল যারা কোনো বিদেশি তারকাকে আগেভাগে দলে নেয়নি। এবার তারা সেই ঘাটতি পূরণ করল বাবরের মতো একজন ক্রিকেট সেনসেশনকে নিয়ে।

তবে বাবরের সাম্প্রতিক পারফরম্যান্স নিয়ে প্রশ্ন উঠেছে অনেকবার। পাকিস্তানের টি-টোয়েন্টি দলে তার জায়গা এখন অনিশ্চিত। ব্যাটেও অনুজ্জ্বল সময় কাটছে। তবু অস্ট্রেলিয়ার মাটিতে নতুন এই চ্যালেঞ্জ বাবরের জন্য এক নতুন দরজা খুলে দিতে পারে বলে মনে করছেন অনেকেই।

চুক্তির পর নিজের প্রতিক্রিয়ায় বাবর জানান, এটা আমার জন্য দারুণ এক সুযোগ। বিগ ব্যাশ বিশ্বের অন্যতম সেরা টি-টোয়েন্টি লিগ এবং সিডনি সিক্সার্স একটি সফল ফ্র্যাঞ্চাইজি। এই দলে খেলার সুযোগ পেয়ে আমি গর্বিত। আমি চাই দলের জয়ে অবদান রাখতে, ভক্তদের ভালোবাসা কুড়াতে এবং এই অভিজ্ঞতা আমার পরিবারের সঙ্গে ভাগ করে নিতে।

অস্ট্রেলিয়ায় বাবরের প্রথম আগমনকে ঘিরে ইতোমধ্যেই পাকিস্তানি ভক্তদের মধ্যে উচ্ছ্বাসের জোয়ার বইছে। অনেকেই বলছেন, হয়তো এটাই সেই ‘নতুন শুরু’, যেটা বাবরের ক্যারিয়ার আবার উজ্জ্বল করে তুলতে পারে।

পাকিস্তানের সাবেক অধিনায়ক বাবর এখন পর্যন্ত ৩২০ টি-টোয়েন্টি ম্যাচ খেলে ১১ হাজার ৩৩০ রান করেছেন ১২৯.৩৩ স্ট্রাইক রেটে। সেঞ্চুরি আছে তার ১১টি, ফিফটি ৯৩টি।

সম্প্রতি শেষ হওয়া পাকিস্তান সুপার লিগে (পিএসএল) পেশাওয়ার জালমিকে নেতৃত্ব দেন তিনি। তার দল যদিও আসর শেষ করে ছয় দলের তালিকায় পাঁচে থেকে। তবে ১০ ইনিংসে ১২৮.৫৭ স্ট্রাইক রেটে ২৮৮ রান করে পেশাওয়ারের সর্বোচ্চ স্কোরার ছিলেন বাবর।
পাকিস্তানের টি-টোয়েন্টি দলে অবশ্য তিনি জায়গা হারিয়ে ফেলেছেন এই বছরের শুরুতে। সিপিএল, বিপিএল, এলপিএল ও ইংল্যান্ডে ভাইটালিটি ব্লাস্টসহ বিশ্বজুড়ে বেশ কয়েকটি টি-টোয়েন্টি লিগে খেলেছেন তিনি।

বাবরের মতো অভিজ্ঞ একজন ক্রিকেটারকে দলে পেয়ে উচ্ছ্বসিত সিক্সার্সের জেনারেল ম্যানেজার র‌্যাচেল হেইন্স।

তিনি বলেন, বাবরের ক্যারিয়ারই তার হয়ে কথা বলে। তার দক্ষতা, পেশাদারিত্ব ও অভিজ্ঞতা আমাদের দলের জন্য খুবই মূল্যবান এবং এই খবরটি অবশ্যই আমাদের ভক্তদের জন্য দারুণ রোমাঞ্চকর। তিনি বিশ্বমানের খেলোয়াড় ও নিজেকে প্রমাণ করা নেতা। তিনি শুধু আমাদের দলের জন্যই নয়, গোটা লিগের জন্য বড় সংযোজন।

জনপ্রিয় খবর

আবহাওয়া

ইতিহাস থেকে শিক্ষা না নিলে বিদেশে-অনলাইনে পরে থাকতে হবে : তারেককে ইঙ্গিত করে পাটওয়ারী

প্রথমবার বিগ ব্যাশে বাবর আজম

প্রকাশের সময় : ০৭:২৯:২৬ অপরাহ্ন, শুক্রবার, ১৩ জুন ২০২৫

স্পোর্টস ডেস্ক : 

বিশ্ব ক্রিকেটে ব্যাট হাতে বহুবার তোলপাড় করা বাবর আজম এবার অস্ট্রেলিয়ার জমজমাট বিগ ব্যাশ লিগে (বিবিএল) পা রাখতে যাচ্ছেন। দীর্ঘদিন গুঞ্জনের পর অবশেষে এই পাকিস্তানি তারকাকে নিজেদের স্কোয়াডে টেনে নিয়েছে সিডনি সিক্সার্স। নতুন মৌসুমে (২০২৫) তাকে দেখা যাবে গোলাপি জার্সিতে।

এটাই বাবরের প্রথমবারের মতো বিগ ব্যাশে খেলার অভিজ্ঞতা হতে যাচ্ছে। সিডনি সিক্সার্সের সঙ্গে তার এই চুক্তিটি হয়েছে প্রি-সাইনিং অপশনের মাধ্যমে, যেখানে প্রতিটি দল আন্তর্জাতিক ড্রাফট শুরুর আগেই একজন বিদেশি ক্রিকেটারকে দলে নিতে পারে। ১৯ জুন শুরু হতে যাওয়া আন্তর্জাতিক ড্রাফটের আগেই সিক্সার্স বাবরের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি সম্পন্ন করে।

বাবর ও স্মিথ ছাড়াও এই দলে আছেন শন অ্যাবট, জোয়েল ডেভিস, বেন ডোয়ার্শিস, জ্যাক এডওয়ার্ডস, মোইজেস হেনরিকস, টড মার্ফি, মিচ পেরি, জশ ফিলিপ ও জর্ডান সিল্ক।

দলের পক্ষ থেকে জানানো হয়েছে, বাবরের মতো বিশ্বমানের অভিজ্ঞ একজন টপ অর্ডার ব্যাটসম্যানকে পাওয়ার অর্থই হলো দলে গভীরতা ও ভারসাম্য বাড়ানো। এই তারকার সঙ্গে একই দলে থাকছেন স্টিভ স্মিথ, শন অ্যাবটের মতো অভিজ্ঞ অজি খেলোয়াড়রা। যা দলের শক্তিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে পারে।

গত মৌসুমে একমাত্র সিডনি সিক্সার্সই ছিল এমন দল যারা কোনো বিদেশি তারকাকে আগেভাগে দলে নেয়নি। এবার তারা সেই ঘাটতি পূরণ করল বাবরের মতো একজন ক্রিকেট সেনসেশনকে নিয়ে।

তবে বাবরের সাম্প্রতিক পারফরম্যান্স নিয়ে প্রশ্ন উঠেছে অনেকবার। পাকিস্তানের টি-টোয়েন্টি দলে তার জায়গা এখন অনিশ্চিত। ব্যাটেও অনুজ্জ্বল সময় কাটছে। তবু অস্ট্রেলিয়ার মাটিতে নতুন এই চ্যালেঞ্জ বাবরের জন্য এক নতুন দরজা খুলে দিতে পারে বলে মনে করছেন অনেকেই।

চুক্তির পর নিজের প্রতিক্রিয়ায় বাবর জানান, এটা আমার জন্য দারুণ এক সুযোগ। বিগ ব্যাশ বিশ্বের অন্যতম সেরা টি-টোয়েন্টি লিগ এবং সিডনি সিক্সার্স একটি সফল ফ্র্যাঞ্চাইজি। এই দলে খেলার সুযোগ পেয়ে আমি গর্বিত। আমি চাই দলের জয়ে অবদান রাখতে, ভক্তদের ভালোবাসা কুড়াতে এবং এই অভিজ্ঞতা আমার পরিবারের সঙ্গে ভাগ করে নিতে।

অস্ট্রেলিয়ায় বাবরের প্রথম আগমনকে ঘিরে ইতোমধ্যেই পাকিস্তানি ভক্তদের মধ্যে উচ্ছ্বাসের জোয়ার বইছে। অনেকেই বলছেন, হয়তো এটাই সেই ‘নতুন শুরু’, যেটা বাবরের ক্যারিয়ার আবার উজ্জ্বল করে তুলতে পারে।

পাকিস্তানের সাবেক অধিনায়ক বাবর এখন পর্যন্ত ৩২০ টি-টোয়েন্টি ম্যাচ খেলে ১১ হাজার ৩৩০ রান করেছেন ১২৯.৩৩ স্ট্রাইক রেটে। সেঞ্চুরি আছে তার ১১টি, ফিফটি ৯৩টি।

সম্প্রতি শেষ হওয়া পাকিস্তান সুপার লিগে (পিএসএল) পেশাওয়ার জালমিকে নেতৃত্ব দেন তিনি। তার দল যদিও আসর শেষ করে ছয় দলের তালিকায় পাঁচে থেকে। তবে ১০ ইনিংসে ১২৮.৫৭ স্ট্রাইক রেটে ২৮৮ রান করে পেশাওয়ারের সর্বোচ্চ স্কোরার ছিলেন বাবর।
পাকিস্তানের টি-টোয়েন্টি দলে অবশ্য তিনি জায়গা হারিয়ে ফেলেছেন এই বছরের শুরুতে। সিপিএল, বিপিএল, এলপিএল ও ইংল্যান্ডে ভাইটালিটি ব্লাস্টসহ বিশ্বজুড়ে বেশ কয়েকটি টি-টোয়েন্টি লিগে খেলেছেন তিনি।

বাবরের মতো অভিজ্ঞ একজন ক্রিকেটারকে দলে পেয়ে উচ্ছ্বসিত সিক্সার্সের জেনারেল ম্যানেজার র‌্যাচেল হেইন্স।

তিনি বলেন, বাবরের ক্যারিয়ারই তার হয়ে কথা বলে। তার দক্ষতা, পেশাদারিত্ব ও অভিজ্ঞতা আমাদের দলের জন্য খুবই মূল্যবান এবং এই খবরটি অবশ্যই আমাদের ভক্তদের জন্য দারুণ রোমাঞ্চকর। তিনি বিশ্বমানের খেলোয়াড় ও নিজেকে প্রমাণ করা নেতা। তিনি শুধু আমাদের দলের জন্যই নয়, গোটা লিগের জন্য বড় সংযোজন।