Dhaka মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫, ১১ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

প্রথমবার পুলিশ ইউনিফর্মে দীপিকা

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : ০৩:২৮:০০ অপরাহ্ন, রবিবার, ১৫ অক্টোবর ২০২৩
  • ১৯৫ জন দেখেছেন

বিনোদন ডেস্ক : 

অজয় দেবগন, রণবীর সিংহ থেকে শুরু করে অক্ষয় কুমার রোহিত শেট্টির ‘পুলিশ ব্রহ্মাণ্ড’-এ একে একে পা রেখেছেন অনেকেই। কিন্তু এই প্রথম পরিচালক নিয়ে আসছেন একজন মহিলা পুলিশকে। ‘সিংহম আগেন’ ছবিতে এই চরিত্রে অভিনয় করবেন দীপিকা পাড়ুকোন।

রোববার (১৫ অক্টোবর) নবরাত্রির প্রথম দিনেই ছবিতে দীপিকার ফার্স্ট লুক প্রকাশ করলেন নির্মাতারা।

গত সেপ্টেম্বর মাসেই শোনা গিয়েছিল এবারের ‘সিংহম’ সিক্যুয়েলে অজয় দেবগন, রণবীর সিংয়ের পাশাপাশি দীপিকা পাড়ুকোনও থাকছেন। নতুন পোস্টারে দীপিকাকে দেখা গেল উর্দি গায়ে বন্দুক হাতে শত্রুদমন করতে। চোখেমুখে হিংস্রতার ছাপ! সোশাল মিডিয়ায় দীপিকার ‘লেডি সিংহম’ লুক প্রকাশ্যে এনে রোহিত লিখলেন, নারী যেমন সীতার রূপ, প্রয়োজনে দুর্গারও রূপ নিতে পারে। এই হিংস্র, অসহিষ্ণু অফিসারের সঙ্গে পরিচয় করুন। যিনি আমাদের পুলিশ ব্রহ্মাণ্ডের শক্তি। আমার ‘লেডি সিংহম’ দীপিকা পাড়ুকোন।

নবরাত্রির কথা মাথায় রেখেই ‘সিংহম এগেইন’-এ দীপিকার লুক প্রকাশ্যে আনলেন রোহিত শেট্টি। এক ছবিতে অজয় দেবগণ, অক্ষয় কুমার, রণবীর সিং আর দীপিকা পাড়ুকোনকে পাওয়া যে দর্শকরদের জন্য় দারুণ একটা চমক, তা বলাই বাহুল্য। আর এক ছাদের তলায় এতগুলো তারকামুখকে আনার নেপথ্যে পরিচালক রোহিত শেট্টি। ‘সিংহম এগেইন’ ছবির জন্যই এই মহাজোট। উচ্ছ্বসিত অনুরাগীরাও।

রোহিতের মহিলা পুলিশের পোশাকি নাম ‘লেডি সিংহম’। দীপিকার লুকে রয়েছে চমক। তাঁর চরিত্রের নাম শক্তি শেট্টি। রোহিত শেট্টি দুটি ছবি পোস্ট করেছেন। যেখানে দীপিকাকে দেখা গিয়েছে ইউনিফর্মে। প্রথম পোস্টারে বন্দুক হাতে দেখা গিয়েছে অভিনেত্রীকে। কপালে হালকা কাটা দাগ আর ঠোঁটে ক্রুর হাসি। ব্যাকগ্রাউন্ডে দাউ দাউ করে জ্বলছে আগুন। আর এই ছবি আগুন ধরিয়েছে নেটপাড়াতেও।

দ্বিতীয় ছবিতে আরও স্পষ্ট দীপিকার প্রতিটা এক্সপ্রেশন। কপালে বন্দুকের নল ঠেকিয়ে এক চোখের চাহনিতে ঘায়েল করছেন তিনি। সঙ্গে ঠোঁটের বাঁকা হাসি। আলুথালু চুল, হাতে ব্যান্ডেজ বাঁধা। এই দুই ছবি নিজের ইনস্টাগ্রামে পোস্ট করেছেন দীপিকা পাডুকোন। তিনি লিখেছেন, ‘ইনট্রোডিউসিং শক্তি শেট্টি!’

‘পাঠান’, ‘জওয়ান’-এর পর দীপিকার নতুন ছবির জন্য মুখিয়ে রয়েছেন ভক্তরা। এরই মধ্যে পুজোর সময় ভক্তদের চমকে দিলেন রোহিত।

দীপিকার সিংহম এগেইন-এ লুক প্রকাশ করে রোহিত লিখেছেন, “নারী সীতারও রূপ, দূর্গারও। আমাদের কপ ইউনির্ভাসের সবথেকে নিষ্ঠুর অফিসারের সঙ্গে আলাপ করিয়ে দিই-শক্তি শেট্টি। মাই লেডি সিংহম। দীপিকা পাডুকোন।

ছবিটি সমাজমাধ্যমের পাতায় পোস্ট করে দীপিকা লিখেছেন, শক্তি শেট্টিকে চিনে নিন।

গত বছর ‘সার্কাস’-এর প্রচার পর্বের সময় রোহিত প্রথম জানান যে, ‘সিংহম এগেন’ ছবিতে তিনি মূল পুলিশ চরিত্রে একজন মহিলাকেই রাখবেন। শুধু তা-ই নয়, দীপিকা পাড়ুকোন যে সেই চরিত্রে অভিনয় করবেন, সে ইঙ্গিতও দিয়েছিলেন পরিচালক। তবে দীপিকার চরিত্র নিয়ে নির্মাতারা এখনই বিশদ জানাতে নারাজ। বলিউডের অন্দরে খবর ছড়িয়ে পড়েছে, এই ছবিতে সম্ভবত অজয়ের বোনের চরিত্রে অভিনয় করবেন দীপিকা। সম্প্রতি এই ছবির শুটিং শুরু হয়েছে।

আগামী বছর ২০২৪ সালে ১৫ আগস্ট প্রেক্ষাগৃহে আসার কথা ‘সিংহম এগেইন’-এর। আর সেদিনই আল্লু অর্জুনের ‘পুষ্পা ২’ সিনেমার মুক্তিও রয়েছে। বক্স অফিসে যে দাক্ষিণাত্য ও বলিউড সম্মুখ সমরে হতে চলেছে, তা বলাই বাহুল্য। এমন পরিস্থিতিতেই জান-প্রাণ লড়িয়ে দেওয়ার আশ্বাস দিয়েছেন পরিচালক রোহিত শেট্টি ও তাঁর টিম।

প্রসঙ্গত, বলিউডে ‘কপ ইউনিভার্স’-এর সূত্রপাত পরিচালক রোহিত শেট্টির হাত ধরেই। ‘সিংহম’ হয়ে বক্স অফিসে শোরগোল ফেলেছিলেন অজয় দেবগন। তারপর আসে ‘সিংহম রিটার্নস’। আবারও সুপারহিট অজয়-রোহিত জুটি। এর মধ্যেই আবার ‘সিম্বা’ হয়ে সাফল্য পান রণবীর সিং। ‘সূর্যবংশী’ সিনেমায় ক্যাটরিনা কাইফের সঙ্গে জুটি বাঁধেন অক্ষয় কুমার। এবার ‘সিংহম এগেইন’-এর পালা। আর সেই ছবিতে দীপিকা পাড়ুকোনকেও দেখা যাবে বলেও খবর।

জনপ্রিয় খবর

আবহাওয়া

আপস করলে খালেদা জিয়া অনেক আগেই ক্ষমতায় বসতে পারতেন : সেলিমা রহমান

প্রথমবার পুলিশ ইউনিফর্মে দীপিকা

প্রকাশের সময় : ০৩:২৮:০০ অপরাহ্ন, রবিবার, ১৫ অক্টোবর ২০২৩

বিনোদন ডেস্ক : 

অজয় দেবগন, রণবীর সিংহ থেকে শুরু করে অক্ষয় কুমার রোহিত শেট্টির ‘পুলিশ ব্রহ্মাণ্ড’-এ একে একে পা রেখেছেন অনেকেই। কিন্তু এই প্রথম পরিচালক নিয়ে আসছেন একজন মহিলা পুলিশকে। ‘সিংহম আগেন’ ছবিতে এই চরিত্রে অভিনয় করবেন দীপিকা পাড়ুকোন।

রোববার (১৫ অক্টোবর) নবরাত্রির প্রথম দিনেই ছবিতে দীপিকার ফার্স্ট লুক প্রকাশ করলেন নির্মাতারা।

গত সেপ্টেম্বর মাসেই শোনা গিয়েছিল এবারের ‘সিংহম’ সিক্যুয়েলে অজয় দেবগন, রণবীর সিংয়ের পাশাপাশি দীপিকা পাড়ুকোনও থাকছেন। নতুন পোস্টারে দীপিকাকে দেখা গেল উর্দি গায়ে বন্দুক হাতে শত্রুদমন করতে। চোখেমুখে হিংস্রতার ছাপ! সোশাল মিডিয়ায় দীপিকার ‘লেডি সিংহম’ লুক প্রকাশ্যে এনে রোহিত লিখলেন, নারী যেমন সীতার রূপ, প্রয়োজনে দুর্গারও রূপ নিতে পারে। এই হিংস্র, অসহিষ্ণু অফিসারের সঙ্গে পরিচয় করুন। যিনি আমাদের পুলিশ ব্রহ্মাণ্ডের শক্তি। আমার ‘লেডি সিংহম’ দীপিকা পাড়ুকোন।

নবরাত্রির কথা মাথায় রেখেই ‘সিংহম এগেইন’-এ দীপিকার লুক প্রকাশ্যে আনলেন রোহিত শেট্টি। এক ছবিতে অজয় দেবগণ, অক্ষয় কুমার, রণবীর সিং আর দীপিকা পাড়ুকোনকে পাওয়া যে দর্শকরদের জন্য় দারুণ একটা চমক, তা বলাই বাহুল্য। আর এক ছাদের তলায় এতগুলো তারকামুখকে আনার নেপথ্যে পরিচালক রোহিত শেট্টি। ‘সিংহম এগেইন’ ছবির জন্যই এই মহাজোট। উচ্ছ্বসিত অনুরাগীরাও।

রোহিতের মহিলা পুলিশের পোশাকি নাম ‘লেডি সিংহম’। দীপিকার লুকে রয়েছে চমক। তাঁর চরিত্রের নাম শক্তি শেট্টি। রোহিত শেট্টি দুটি ছবি পোস্ট করেছেন। যেখানে দীপিকাকে দেখা গিয়েছে ইউনিফর্মে। প্রথম পোস্টারে বন্দুক হাতে দেখা গিয়েছে অভিনেত্রীকে। কপালে হালকা কাটা দাগ আর ঠোঁটে ক্রুর হাসি। ব্যাকগ্রাউন্ডে দাউ দাউ করে জ্বলছে আগুন। আর এই ছবি আগুন ধরিয়েছে নেটপাড়াতেও।

দ্বিতীয় ছবিতে আরও স্পষ্ট দীপিকার প্রতিটা এক্সপ্রেশন। কপালে বন্দুকের নল ঠেকিয়ে এক চোখের চাহনিতে ঘায়েল করছেন তিনি। সঙ্গে ঠোঁটের বাঁকা হাসি। আলুথালু চুল, হাতে ব্যান্ডেজ বাঁধা। এই দুই ছবি নিজের ইনস্টাগ্রামে পোস্ট করেছেন দীপিকা পাডুকোন। তিনি লিখেছেন, ‘ইনট্রোডিউসিং শক্তি শেট্টি!’

‘পাঠান’, ‘জওয়ান’-এর পর দীপিকার নতুন ছবির জন্য মুখিয়ে রয়েছেন ভক্তরা। এরই মধ্যে পুজোর সময় ভক্তদের চমকে দিলেন রোহিত।

দীপিকার সিংহম এগেইন-এ লুক প্রকাশ করে রোহিত লিখেছেন, “নারী সীতারও রূপ, দূর্গারও। আমাদের কপ ইউনির্ভাসের সবথেকে নিষ্ঠুর অফিসারের সঙ্গে আলাপ করিয়ে দিই-শক্তি শেট্টি। মাই লেডি সিংহম। দীপিকা পাডুকোন।

ছবিটি সমাজমাধ্যমের পাতায় পোস্ট করে দীপিকা লিখেছেন, শক্তি শেট্টিকে চিনে নিন।

গত বছর ‘সার্কাস’-এর প্রচার পর্বের সময় রোহিত প্রথম জানান যে, ‘সিংহম এগেন’ ছবিতে তিনি মূল পুলিশ চরিত্রে একজন মহিলাকেই রাখবেন। শুধু তা-ই নয়, দীপিকা পাড়ুকোন যে সেই চরিত্রে অভিনয় করবেন, সে ইঙ্গিতও দিয়েছিলেন পরিচালক। তবে দীপিকার চরিত্র নিয়ে নির্মাতারা এখনই বিশদ জানাতে নারাজ। বলিউডের অন্দরে খবর ছড়িয়ে পড়েছে, এই ছবিতে সম্ভবত অজয়ের বোনের চরিত্রে অভিনয় করবেন দীপিকা। সম্প্রতি এই ছবির শুটিং শুরু হয়েছে।

আগামী বছর ২০২৪ সালে ১৫ আগস্ট প্রেক্ষাগৃহে আসার কথা ‘সিংহম এগেইন’-এর। আর সেদিনই আল্লু অর্জুনের ‘পুষ্পা ২’ সিনেমার মুক্তিও রয়েছে। বক্স অফিসে যে দাক্ষিণাত্য ও বলিউড সম্মুখ সমরে হতে চলেছে, তা বলাই বাহুল্য। এমন পরিস্থিতিতেই জান-প্রাণ লড়িয়ে দেওয়ার আশ্বাস দিয়েছেন পরিচালক রোহিত শেট্টি ও তাঁর টিম।

প্রসঙ্গত, বলিউডে ‘কপ ইউনিভার্স’-এর সূত্রপাত পরিচালক রোহিত শেট্টির হাত ধরেই। ‘সিংহম’ হয়ে বক্স অফিসে শোরগোল ফেলেছিলেন অজয় দেবগন। তারপর আসে ‘সিংহম রিটার্নস’। আবারও সুপারহিট অজয়-রোহিত জুটি। এর মধ্যেই আবার ‘সিম্বা’ হয়ে সাফল্য পান রণবীর সিং। ‘সূর্যবংশী’ সিনেমায় ক্যাটরিনা কাইফের সঙ্গে জুটি বাঁধেন অক্ষয় কুমার। এবার ‘সিংহম এগেইন’-এর পালা। আর সেই ছবিতে দীপিকা পাড়ুকোনকেও দেখা যাবে বলেও খবর।