নিজস্ব প্রতিবেদক :
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র বাছাইয়ে বাদ পড়া প্রার্থীদের আপিল শুনানি শুরু হয়েছে। ৫ ডিসেম্বর আপিল শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত ৫৬১টি আবেদন পড়েছে। রোববার (১০ ডিসেম্বর) ১০০ প্রার্থীর আপিল শুনানি হওয়ার কথা ছিল। এর মধ্যে প্রার্থিতা ফিরে পেয়েছেন ৫৬ প্রার্থী। ৩২ জনের নামঞ্জুর এবং ৬টি আবেদন সিদ্ধান্তের অপেক্ষায় রাখা হয়েছে। এর মধ্যে ৬ জন অনুপস্থিত থাকায় ৯৪ প্রার্থীর শুনানি হয়।
রোববার (১০ ডিসেম্বর) সকাল ১০টায় আগারগাঁও নির্বাচন ভবনে এ আপিল শুনানি শুরু হয়। শুনানি শেষে রায় প্রকাশ করা হবে। রায়ে সন্তুষ্ট না হলে উচ্চ আদালতে যাওয়ারও সুযোগ রয়েছে।
প্রার্থিতা বাতিল ও বৈধ প্রার্থীর বিরুদ্ধে মোট ৫৬১ আপিল পড়েছে নির্বাচন কমিশনে। আজ থেকে পর্যায়ক্রমে এসব আপিলের শুনানি ও সিদ্ধান্ত দেওয়া হবে।
তপশিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ছিল ৩০ নভেম্বর। মনোনয়নপত্র বাছাই হয় ১ থেকে ৪ ডিসেম্বর। রিটার্নিং অফিসারের আদেশের বিরুদ্ধে কমিশনে আপিল দায়ের ও নিষ্পত্তি ৬ থেকে ১৫ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর। নির্বাচনী প্রচার চলবে ১৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত। এরপর ৭ জানুয়ারি হবে ভোটগ্রহণ।