নিজস্ব প্রতিবেদক :
সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মানীয় ফেলো প্রফেসর ড. মোস্তাফিজুর রহমান বলেছেন, ‘বাংলাদেশের আগামী নির্বাচন প্রতিশ্রুত সময়সীমার মধ্যে না হলে রাজনৈতিক অনিশ্চয়তা তৈরি হতে পারে। সেইসঙ্গে বিনিয়োগ বাধাগ্রস্ত হওয়ার শঙ্কা রয়েছে। টেকসই বিনিয়োগের জন্য রাজনৈতিক স্থিতিশীলতা অপরিহার্য।’
শনিবার (২৬ এপ্রিল) ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে রাজধানীর এফডিসিতে ‘বিদেশি বিনিয়োগ সম্ভাবনা ও চ্যালেঞ্জ’ নিয়ে আয়োজিত ছায়া সংসদে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ।
ড. মোস্তাফিজুর রহমান বলেন, সাম্প্রতিক বিনিয়োগ সম্মেলনে বাংলাদেশে বৈদেশিক বিনিয়োগের সম্ভাবনা তৈরি হলেও প্রাপ্ত প্রতিশ্রুতি খুব বেশি নয়। এ সম্মেলনে আগামী ১০ বছরের মধ্যে বাংলাদেশকে সিঙ্গাপুরের পর্যায়ে উন্নীত করার আশাবাদ প্রকৃতপক্ষে সম্ভব নয়। তবে বিনিয়োগবান্ধব পরিবেশ অব্যাহত থাকলে সে সময়ের মধ্যে আমরা থাইল্যান্ডের কাছাকাছি যেতে পারি। বিগত সরকারের আমলে বিনিয়োগ পরিসংখ্যানে অনেক অবাস্তব চিত্র দেওয়া হয়েছিল। সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনায় আমাদের দেশে বিদেশি বিনিয়োগ ৩৩ বিলিয়ন ডলার আসার কথা উল্লেখ করা হলেও বাস্তবে এসেছে ১১ বিলিয়ন ডলার। ভিয়েতনামের বর্তমান এফডিআই স্থিতি ৩৬০ বিলিয়ন ডলার হলেও বাংলাদেশে মাত্র ২২ বিলিয়ন ডলার।
তিনি বলেন, ভারত-পাকিস্তানের বর্তমান পরিস্থিতি আমাদের দেশে বিদেশি বিনিয়োগে জন্য উদ্বেগজনক। যুদ্ধ অবস্থায় চলে গেলে ভারতের সামরিক ব্যয় বেড়ে যাবে, ফলে ভারতের সঙ্গে আমাদের শুল্ক সুবিধা ব্যাহত হওয়ার শঙ্কা রয়েছে।
সভাপতির বক্তব্যে হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, বাংলাদেশের অর্থনীতি এখন ক্রান্তিকাল অতিক্রম করছে। সাম্প্রতিক বিনিয়োগ সম্মেলনে বিদেশি উদ্যোক্তাদের উদ্দেশ্যে সরকার বাংলাদেশে বিনিয়োগের সম্ভাবনাময় ভাবমূর্তি উপস্থাপন করেছে। সম্মেলনে ২০৩৫ সালের মধ্যে বাংলাদেশকে থাইল্যান্ড ও সিঙ্গাপুরের মতো করার আশাবাদ ব্যক্ত করেছেন। বিগত আওয়ামী সরকারের আমলেও বাংলাদেশকে মিথ্যা ও বানোয়াট তথ্যের মাধ্যমে থাইল্যান্ড-সিঙ্গাপুরের মতো নান্দনিক রাষ্ট্রে রূপান্তর করার গল্প শুনানো হতো। যা ছিল অবাস্তব। সম্প্রতি অনুষ্ঠিত বিনিয়োগ সম্মেলনেও একই আশাবাদ ব্যক্ত করা হয়েছে। ১০ বছরে বাংলাদেশকে সিঙ্গাপুরের অবস্থানে নিতে হলে বার্ষিক জিডিপি প্রবৃদ্ধির হার হতে হবে ৩৩ শতাংশ।
তিনি বলেন, বিশ্বব্যাংকের পূর্বাভাস অনুযায়ী বর্তমান জিডিপি প্রবৃদ্ধি ৩.৩ শতাংশ। আমাদের ভাবতে হবে বিনিয়োগ প্রতিশ্রুতি ও গ্রাউন্ড রিয়েলিটি এক নয়। বিনিয়োগ সম্মেলনে অনেক প্রতিশ্রুতি আসে, কিন্তু শেষ পর্যন্ত বাস্তবে প্রতিশ্রুতি মোতাবেক বিনিয়োগ আসে না। বাংলাদেশে বিনিয়োগ করতে এসে বিনিয়োগকারীদের অনেক তিক্ত অভিজ্ঞতা হয়েছে। বাংলাদেশে যখন বিনিয়োগ সম্মেলন চলছিল তখন গাজায় গণহত্যার প্রতিবাদে বিক্ষোভের মধ্যে অনেক ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর, লুটপাট ও হামলার ঘটনা ঘটেছে। যা বিনিয়োগকারীদের আতঙ্কিত করে ভুল বার্তা দেয়।
হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, দেশে বিনিয়োগের কঠিন মন্দা চলছে। উচ্চ সুদের হার, বিদ্যুৎ-গ্যাস-জ্বালানি সংকট ও উচ্চমূল্য, ডলার সংকট, টাকার অবমূল্যায়ন, তারল্য সংকট, কর নীতির দুর্বলতা, দুর্নীতি, আমলাতান্ত্রিক জটিলতা, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, মব কালচার, ইউক্রেন রাশিয়া যুদ্ধ, ব্যবসায়ী উদ্যোক্তাদের কেউ কেউ দুর্নীতির দায়ে জেলে থাকা অথবা বিদেশে পালিয়ে যাওয়া, শ্রমিক অসন্তোষসহ নানা কারণে বিদেশি বিনিয়াগকারীদের আস্থা ফিরিয়ে আনায় চ্যালেঞ্জ রয়েছে।
তিনি বলেন, বিনিয়োগকারীরা পুঁজি এবং মুনাফা সম্মানের সঙ্গে ফেরতের নিশ্চয়তা চায়। বাংলাদেশে বিদেশি বিনিয়োগে লাভ অন্যান্য দেশের তুলনায় অনেক কম। রিটার্ন অন অ্যাসেটে অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশের অবস্থান ভারত, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা ও পাকিস্তানের চেয়েও কম।
ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান বলেন, আওয়ামী সরকারের পতনের পর ৯৫ টি কারখানা বন্ধ হয়েছে। ৬১৮৮১ জন শ্রমিক চাকরি হারিয়েছেন। বিনিয়োগ কমে যাওয়ায় নতুন কর্মসংস্থান সৃষ্টি হয়নি। মানুষের আয় না বাড়ায় অতিদরিদ্রের হার বাড়ার শঙ্কা তৈরি হয়েছে। বিশ্বব্যাংক জানিয়েছে এ বছর বাংলাদেশে নতুন করে আরও ৩০ লক্ষ মানুষ অতিদরিদ্র হবার ঝুঁকিতে রয়েছে। দারিদ্রের হার ৭.৭ শতাংশ থেকে বেড়ে ৯.৩ শতাংশ পৌঁছাতে পারে। যা দেশের আর্থিক সক্ষমতা তৈরিতে বড় ধরনের নেতিবাচক প্রভাব ফেলবে। বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে হলে বিনিয়োগ ব্যবস্থাপনায় সুশাসন ও আমলাতান্ত্রিক জটিলতা পরিহার করতে হবে।
‘সাম্প্রতিক বিনিয়োগ সম্মেলন বিদেশি বিনিয়োগের সম্ভাবনা সৃষ্টি করেছে’ শীর্ষক ছায়া সংসদে ঢাকা কলেজের বিতার্কিকদের পরাজিত করে ইডেন মহিলা কলেজের বিতার্কিকরা বিজয়ী হয়।প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারী দলকে ট্রফি, ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।