স্পোর্টস ডেস্ক :
মহেন্দ্র সিংহ ধোনি প্রতিদিন পাঁচ লিটার দুধ পান করেন! গরুর দুধই নাকি তার শক্তির উৎস। দীর্ঘ দিন ধরে ধোনিকে নিয়ে মেওন গুঞ্জন শোনা যায়। এবার এমন গুঞ্জন নিয়ে নিজেই মুখ খুললেন চেন্নাই সুপার কিংসের এই তারকা।
একটি অনুষ্ঠানে ধোনিকে পাঁচ লিটার দুধ পান করা প্রসঙ্গে প্রশ্ন করা হয়। উত্তরে তিনি বলেন, ‘আমি দিনে পাঁচ লিটার দুধ পান করতাম? দুধ পান করতাম ঠিকই। তবে দিনে খুব বেশি হলে এক লিটার। সারা দিনে পান করতাম। আরও চার লিটার? এত পরিমাণ দুধ পান করা কোনো মানুষের পক্ষে সম্ভব নয়।’
এরপর সঞ্চালক তাকে আরেকটি গুজব নিয়ে প্রশ্ন করেন। গুজবটি হলো, ধোনি নাকি ওয়াশিং মেশিনে লাচ্ছি বানাতেন। ধোনি এটিও হেসে উড়িয়ে দেন। বলেন, ‘আমি তো লাচ্ছি খাই না, বানানো তো দূরের কথা।’
প্রসঙ্গত এসেছে আইপিএলে চেন্নাইয়ের বাজে পারফরম্যান্স। ধোনি মেনে নিয়েছেন, তারা প্রত্যাশামতো খেলতে পারছেন না। চেন্নাই অধিনায়ক বলেছেন, ‘আমার মতে, আমরা খারাপ খেলছি। আমাদের পারফরম্যান্স প্রত্যাশার কাছাকাছিও নয়। ম্যাচগুলোর দ্বিতীয় ইনিংসে শিশির একটা বড় সমস্যা হয়ে যাচ্ছে। মাঝের ওভারগুলো আরও ভাল ভাবে ব্যবহার করতে হবে আমাদের।’
চলতি আইপিএলে আট ম্যাচে মাত্র দুটি জয় পেয়েছে চেন্নাই। পয়েন্ট টেবিলের একেবারে নিচে—দশ নম্বরে অবস্থান করছে পাঁচবারের চ্যাম্পিয়নরা।
সব মিলিয়ে দুধ নিয়ে যতই গুজব থাক, ধোনি জানিয়ে দিলেন সব কিছুর মূল শক্তি নিজের পরিশ্রম আর বাস্তবতা মেনে চলার মানসিকতায়। আর মাঠের খেলায় চেন্নাইয়ের ঘুরে দাঁড়ানো, সেটা এখন সময়ের অপেক্ষা।