নিজস্ব প্রতিবেদক :
রাজধানীর জুরাইনের পোস্তগোলা এলাকায় সালাউদ্দিন পাম্পের পাশে ‘রাইদা পরিবহনের’ একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
রোববার (২৪ ডিসেম্বর) বেলা ২টা ৪০ মিনিট এ ঘটনা ঘটে। ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট।
ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসীম এ তথ্য জানান।
তিনি বলেন পোস্তগোলা এলাকায় সালাউদ্দিন পাম্পের পাশে রাইদা পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়েছে। খবর পেয়ে পোস্তগোলা ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। বেলা ২টা ৫৩ মিনিটে দিকে আগুন নেভাতে সক্ষম হয় তারা।
এ ঘটনায় হতাহতের কোনও খবর জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।