Dhaka মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫, ১০ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

পেছানো হলো ‘অন্তর্জাল’ মুক্তির তারিখ

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : ১১:৫৬:৩৪ অপরাহ্ন, সোমবার, ৪ সেপ্টেম্বর ২০২৩
  • ১৯৩ জন দেখেছেন

বিনোদন ডেস্ক : 

একাধিকবার ঘোষণা দিয়েও আসতে না পারার পর সবশেষ আগামী ৮ সেপ্টেম্বর মুক্তির তারিখ ছিল ‘অন্তর্জাল’ সিনেমার। এদিন মুক্তির কথা থাকলেও আবার তা পেছানো হলো। সিনেমাটির নতুন মুক্তির তারিখ ২২ সেপ্টেম্বর।

রোববার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর কারওয়ান বাজারে একটি হোটেলে ট্রেলার প্রকাশ করে সিনেমা মুক্তির নতুন তারিখ জানান সংশ্লিষ্টরা।

এদিকে শাহরুখ খান অভিনীত ‘জাওয়ান’ সিনেমা বিশ্বব্যাপি মুক্তি পাবে আগামী ৭ সেপ্টেম্বর। অনেকে ধারণা করছেন, বাংলাদেশের প্রেক্ষাগৃহেও সিনেমাটির ব্যাপক চাহিদা থাকায় ‘অন্তর্জাল’ সিনেমার মুক্তি স্থগিত করেছে সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান মোশন পিপল স্টুডিও।

পরিচালক দীপংকর দীপন বলেন, একাধিকবার মুক্তি পিছিয়ে গেলেও আমার কোনো আফসোস থাকছে। কারণ শতভাগ সন্তুষ্ট নিয়ে অন্তর্জাল দর্শকের কাছে দিচ্ছি। আমার বিশ্বাস দর্শকেরা দেখলে তারাও হ্যাপি হবেন। এর চেয়ে ভালো করা আমার পক্ষে সম্ভব না। একেবারে নিখুঁতভাবে ফাইনাল করেছি।

‘অন্তর্জাল’ চলচ্চিত্রের গল্প লিখেছেন দীপংকর দীপন, সাইফুল্লাহ রিয়াদ ও আশা জাহিদ। সরকারের আইসিটি ডিভিশনের উদ্যোগে নির্মিত এই সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান মোশন পিপল স্টুডিও। সার্বিক সহযোগিতায় স্পেলবাউন্ড লিও বার্নেট।

বাংলাদেশের প্রথম সাইবার অ্যাকশন থ্রিলার ‘অন্তর্জাল’ সিনেমাটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছন সিয়াম আহমেদ, বিদ্যা সিনহা মিম, এবিএম সুমন, সুনেরাহ বিনতে কামালসহ আরও অনেকে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

সংসদ নির্বাচনে কালো টাকার ছড়াছড়ি হলে ব্যবস্থা নেবে দুদক : দুদক চেয়ারম্যান

পেছানো হলো ‘অন্তর্জাল’ মুক্তির তারিখ

প্রকাশের সময় : ১১:৫৬:৩৪ অপরাহ্ন, সোমবার, ৪ সেপ্টেম্বর ২০২৩

বিনোদন ডেস্ক : 

একাধিকবার ঘোষণা দিয়েও আসতে না পারার পর সবশেষ আগামী ৮ সেপ্টেম্বর মুক্তির তারিখ ছিল ‘অন্তর্জাল’ সিনেমার। এদিন মুক্তির কথা থাকলেও আবার তা পেছানো হলো। সিনেমাটির নতুন মুক্তির তারিখ ২২ সেপ্টেম্বর।

রোববার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর কারওয়ান বাজারে একটি হোটেলে ট্রেলার প্রকাশ করে সিনেমা মুক্তির নতুন তারিখ জানান সংশ্লিষ্টরা।

এদিকে শাহরুখ খান অভিনীত ‘জাওয়ান’ সিনেমা বিশ্বব্যাপি মুক্তি পাবে আগামী ৭ সেপ্টেম্বর। অনেকে ধারণা করছেন, বাংলাদেশের প্রেক্ষাগৃহেও সিনেমাটির ব্যাপক চাহিদা থাকায় ‘অন্তর্জাল’ সিনেমার মুক্তি স্থগিত করেছে সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান মোশন পিপল স্টুডিও।

পরিচালক দীপংকর দীপন বলেন, একাধিকবার মুক্তি পিছিয়ে গেলেও আমার কোনো আফসোস থাকছে। কারণ শতভাগ সন্তুষ্ট নিয়ে অন্তর্জাল দর্শকের কাছে দিচ্ছি। আমার বিশ্বাস দর্শকেরা দেখলে তারাও হ্যাপি হবেন। এর চেয়ে ভালো করা আমার পক্ষে সম্ভব না। একেবারে নিখুঁতভাবে ফাইনাল করেছি।

‘অন্তর্জাল’ চলচ্চিত্রের গল্প লিখেছেন দীপংকর দীপন, সাইফুল্লাহ রিয়াদ ও আশা জাহিদ। সরকারের আইসিটি ডিভিশনের উদ্যোগে নির্মিত এই সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান মোশন পিপল স্টুডিও। সার্বিক সহযোগিতায় স্পেলবাউন্ড লিও বার্নেট।

বাংলাদেশের প্রথম সাইবার অ্যাকশন থ্রিলার ‘অন্তর্জাল’ সিনেমাটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছন সিয়াম আহমেদ, বিদ্যা সিনহা মিম, এবিএম সুমন, সুনেরাহ বিনতে কামালসহ আরও অনেকে।