বিনোদন ডেস্ক :
পুজোর ক’টা দিন সাধারণ মানুষের সঙ্গে উৎসবের উদ্যাপনে গা ভাসান তারকারাও। এমনিতেই সারা বছর চূড়ান্ত ব্যস্ত। দেশে থাকলেও কলকাতায় তেমন আসা হয় না। তবে পুজোর মরসুমে সব কিছুই বদলে যায়। তখন মনেপ্রাণে খাঁটি বাঙালি হয়ে ওঠেন সুস্মিতা সেন। আর তাইতো মুম্বাইয়ের বান্দ্রা এলাকার পুজা মণ্ডপে সপরিবারে হাজির হয়ে কোমরে শাড়ি বেঁধে ধুনুচি নাচে মেতে উঠলেন সাবেক ব্রহ্মাণ্ডসুন্দরী।
বাবা-মা, দুই মেয়েকে নিয়ে মুম্বাইয়ের নতুনপল্লি সর্বজনীন দুর্গোৎসবের প্যান্ডেলে গিয়েছিলেন সুস্মিতা। এসময় অভিনেত্রীর পরনে ছিল গোলাপি শিফন শাড়ি, কানে মানানসই দুল, পনিটেল, কপালে লাল টিপ। মেয়ে রেনে মায়ের মতো শাড়ি পরেছিলেন। কিশোরী আলিশা সেজেছিল লেহঙ্গা-চোলিতে। শুধু মণ্ডপে এসে পুজো দিয়ে চলে গিয়েছেন এমনটা নয়। প্রথমে মণ্ডপের ভেতরে গিয়ে মাতৃপ্রতিমা দর্শন করেন তিনি। সেখানে বসে কিছুক্ষণ পূজা দেখেন। তারপরই অভিনেত্রীকে ধুনুচি হাতে নাচতে দেখা যায়।
পুজামণ্ডপে এসে সুস্মিতা বলেন, এ বছরের পুজোটা বড্ড স্পেশাল আমার কাছে। কারণ, এই প্রথম বার আমরা পুরো পরিবার একসঙ্গে রয়েছি। আর দুর্গাপুজোর এই সময়টা আমার কাছে ভীষণ আনন্দের। মা বাপের বাড়ি আসেন, আমরা উদযাপন করি।
একজন পাপারাজ্জো সুস্মিতা আর রেনি সেনের ধুনুচি নাচের একটি ভিডিও শেয়ার করেছেন। যেখানে সুস্মিতা একটি গোলাপী শাড়িতে নজরে এসেছে তার চুল একটি পনিটেলে বাঁধা। রিনিকে লাল শাড়িতে সিলভার হাল্টার ব্লাউজ ও চশমা পরে দেখা গিয়েছে। তাদের দুজনকেই ধুনুচি নাচ করতে দেখা যায়।
ভক্তরা সুস্মিতার নাচ এবং যে উৎসাহে তিনি খালি পায়ে নাচছিলেন তা পছন্দ করেছে। একজন ভক্ত মন্তব্য করেছেন, কেউ ভিতর থেকে এত সুন্দর কিভাবে হতে পারে ….#duggadugga। অন্য একজন তাকে বলেছেন, সবচেয়ে মার্জিত এবং সংস্কৃতিবান বলিউড অভিনেত্রী।” আরও একজন লিখেছেন, সুন্দর, মার্জিত এবং নম্র। শক্তিশালী কম্বো। একজন ব্যক্তি এমনকি লিখেছেন, তিনি হৃদয় এবং আত্মার একজন দেবী!! ওও আমি এই মহিলাকে ভালবাসি।
চিরকাল নিজের শর্তে জীবন কাটাতে ভালবাসেন। তার ছকভাঙা জীবনযাপন বিটাউনে একসময়ে চর্চার কেন্দ্রবিন্দুতে ছিল। জীবনে একাধিক পুরুষের সমাগম হলেও বিয়ে করেননি সুস্মিতা সেন। ২৫ বছর বয়সেই এক শিশুকন্যাকে দত্তক নিয়ে ‘সিঙ্গেল মাদার’ হলো তিনি। মেয়ের নাম রাখেন রেনে। তার কয়েক বছর পর দত্তক নেন ছোটমেয়ে আলিশাকে।
কিছুদিন আগে ‘তালি’ সিরিজে মুম্বাইয়ের ট্রান্সজেন্ডার কর্মী গৌরী সাওয়ান্তের চরিত্রে অভিনয় করে প্রশংসা পেয়েছেন সুস্মিতা। এবার তার ‘আরিয়া ৩’ মুক্তির অপেক্ষায়। নভেম্বর মাসের ৩ নভেম্বর থেকে ডিজনি প্লাস হটস্টারে দেখা যাবে সিরিজটি।