Dhaka শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ৩ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

পুলিশের গাড়িতে ট্রাকের ধাক্কায় আহত ১৫

লালমনিরহাট জেলা প্রতিনিধি : 

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় দুর্ঘটনার কবলে পড়েছে একটি পুলিশ ভ্যান। দ্রুতগতির একটি ড্রাম ট্রাকের ধাক্কায় এ দুর্ঘটনার সূত্রপাত। এতে ১৫ জন পুলিশ সদস্য আহত হয়েছেন।

সোমবার (৭ এপ্রিল) সকালে সদর উপজেলার লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে হাড়িভাঙা মাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ট্রাক চালক সোহানকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সকাল ৭টার দিকে লালমনিরহাট পুলিশ লাইন থেকে ১৫ জন পুলিশ সদস্যকে নিয়ে একটি ট্রাক সিন্দুরমতি মেলার উদ্দেশে রওনা করে। পুলিশবাহী ট্রাকটি শহরের হাড়িভাঙা মাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুত গতির একটি ড্রাম ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পুলিশের ট্রাককে ধাক্কা দেয়। এতে ট্রাকে থাকা ১৫ পুলিশ সদস্য হয়। এরমধ্যে গুরুতর আহত ৬ জনকে লালমনিরহাট সদর হাসপাতাল ও ৬ জনকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া বাকি তিন পুলিশ সদস্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হওয়া পুলিশ সদস্যরা হলেন- এসআই রফিকুল ইসলাম, এএসআই মহেশ, কনস্টেবল সাইফুল, মানিক, মোজাম্মেল, সবুজ। লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি হওয়া পুলিশ সদস্যরা হলেন কনস্টেবল নয়ন, জাফর (গাড়ি চালক), শাহাদত, লুৎফর, ইলিয়াস, মোস্তফা। আর প্রাথমিক চিকিৎসা নিয়েছে এসআই আবু বক্কর, নায়েক রাহিনুল, নায়েক শাখাওয়াত।

লালমনিরহাট সদর থানার ওসি নুরনবী বলেন, দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত উদ্ধার কাজ চালায় এবং আহতদের হাসপাতালে পাঠাতে সহায়তা করে। ড্রাম ট্রাক চালক সোহানকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

চলতি বর্ষা যশোরের বিভিন্ন সড়ক-মহাসড়ক চলাচলের অযোগ্য, দুর্ভোগে পথচারীরা

পুলিশের গাড়িতে ট্রাকের ধাক্কায় আহত ১৫

প্রকাশের সময় : ০৩:১৫:৩০ অপরাহ্ন, সোমবার, ৭ এপ্রিল ২০২৫

লালমনিরহাট জেলা প্রতিনিধি : 

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় দুর্ঘটনার কবলে পড়েছে একটি পুলিশ ভ্যান। দ্রুতগতির একটি ড্রাম ট্রাকের ধাক্কায় এ দুর্ঘটনার সূত্রপাত। এতে ১৫ জন পুলিশ সদস্য আহত হয়েছেন।

সোমবার (৭ এপ্রিল) সকালে সদর উপজেলার লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে হাড়িভাঙা মাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ট্রাক চালক সোহানকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সকাল ৭টার দিকে লালমনিরহাট পুলিশ লাইন থেকে ১৫ জন পুলিশ সদস্যকে নিয়ে একটি ট্রাক সিন্দুরমতি মেলার উদ্দেশে রওনা করে। পুলিশবাহী ট্রাকটি শহরের হাড়িভাঙা মাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুত গতির একটি ড্রাম ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পুলিশের ট্রাককে ধাক্কা দেয়। এতে ট্রাকে থাকা ১৫ পুলিশ সদস্য হয়। এরমধ্যে গুরুতর আহত ৬ জনকে লালমনিরহাট সদর হাসপাতাল ও ৬ জনকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া বাকি তিন পুলিশ সদস্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হওয়া পুলিশ সদস্যরা হলেন- এসআই রফিকুল ইসলাম, এএসআই মহেশ, কনস্টেবল সাইফুল, মানিক, মোজাম্মেল, সবুজ। লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি হওয়া পুলিশ সদস্যরা হলেন কনস্টেবল নয়ন, জাফর (গাড়ি চালক), শাহাদত, লুৎফর, ইলিয়াস, মোস্তফা। আর প্রাথমিক চিকিৎসা নিয়েছে এসআই আবু বক্কর, নায়েক রাহিনুল, নায়েক শাখাওয়াত।

লালমনিরহাট সদর থানার ওসি নুরনবী বলেন, দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত উদ্ধার কাজ চালায় এবং আহতদের হাসপাতালে পাঠাতে সহায়তা করে। ড্রাম ট্রাক চালক সোহানকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।