Dhaka সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

পুলিশের ঊর্ধ্বতন ২২ কর্মকর্তাকে বদলি

নিজস্ব প্রতিবেদক :

বাংলাদেশ পুলিশের ডিআইজি, অতিরিক্ত ডিআইজি, পুলিশ সুপার ও অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার ২২ কর্মকর্তাকে বদলি করে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।

সোমবার (৮ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে পৃথক দু’টি প্রজ্ঞাপনে তাদের বদলি ও পদায়নের বিষয়টি জানানো হয়েছে।

উপসচিব মাহবুবুর রহমানের সই করা পৃথক ওই প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস (পুলিশ) ক্যাডারের বর্ণিত কর্মকর্তাদের বর্ণিত পদ ও কর্মস্থলে বদলি ও পদায়ন করা হলো। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ রয়েছে।

এরমধ্যে একটি প্রজ্ঞাপনে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) পুলিশ কমিশনার (ডিআইজি) মো. জুলফিকার আলী হায়দারকে শিল্পাঞ্চল পুলিশের ডিআইজি হিসেবে পদায়ন করা হয়েছে। পাশাপাশি একই প্রজ্ঞাপনে ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসানকে কেএমপির নতুন কমিশনার (ডিআইজি) হিসেবে পদায়ন করা হয়েছে।

অন্যদিকে আরেকটি প্রজ্ঞাপনে পুলিশে কর্মরত অতিরিক্ত ডিআইজি, অতিরিক্ত পুলিশ কমিশনার ও অতিরিক্ত পুলিশ সুপারসহ একযোগে ২০ কর্মকর্তাকে বিভিন্ন রেঞ্জ ও ইউনিটে বদলি করা হয়েছে।

এর আগে গত বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক আদেশে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ৫০ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পদে রদবদল করা হয়।

ওই আদেশ বলা হয়, ঢাকা মেট্রোপলিটনে কর্মরত নিম্নবর্ণিত নিরস্ত্র পুলিশ পরিদর্শকদের পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত জনস্বার্থে তাদের নামের পার্শ্বে বর্ণিত স্থানে বদলি বা পদায়ন করা হলো। জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এছাড়াও একই দিন ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি) কর্মরত উপ-পুলিশ কমিশনার (ডিসি) পদমর্যাদার ১৪ কর্মকর্তার পদে রদবদল আনা হয়। ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর সই করা পৃথক কার্যালয় আদেশে তাদের রদবদলের বিষয়টি জানানো হয়। এরমধ্যে একটি আদেশে ডিএমপির উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি) মো. মহিদুল ইসলামকে ডিএমপির ক্রাইম প্রিভেনশন বিভাগের যুগ্ম পুলিশ কমিশনার (ভারপ্রাপ্ত) হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে।

 

 

জনপ্রিয় খবর

আবহাওয়া

তারকাদের দেশ ছাড়ার বিষয় নিয়ে মুখ খুললেন মিশা সওদাগর

পুলিশের ঊর্ধ্বতন ২২ কর্মকর্তাকে বদলি

প্রকাশের সময় : ০৭:১৭:০৯ অপরাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫

নিজস্ব প্রতিবেদক :

বাংলাদেশ পুলিশের ডিআইজি, অতিরিক্ত ডিআইজি, পুলিশ সুপার ও অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার ২২ কর্মকর্তাকে বদলি করে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।

সোমবার (৮ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে পৃথক দু’টি প্রজ্ঞাপনে তাদের বদলি ও পদায়নের বিষয়টি জানানো হয়েছে।

উপসচিব মাহবুবুর রহমানের সই করা পৃথক ওই প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস (পুলিশ) ক্যাডারের বর্ণিত কর্মকর্তাদের বর্ণিত পদ ও কর্মস্থলে বদলি ও পদায়ন করা হলো। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ রয়েছে।

এরমধ্যে একটি প্রজ্ঞাপনে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) পুলিশ কমিশনার (ডিআইজি) মো. জুলফিকার আলী হায়দারকে শিল্পাঞ্চল পুলিশের ডিআইজি হিসেবে পদায়ন করা হয়েছে। পাশাপাশি একই প্রজ্ঞাপনে ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসানকে কেএমপির নতুন কমিশনার (ডিআইজি) হিসেবে পদায়ন করা হয়েছে।

অন্যদিকে আরেকটি প্রজ্ঞাপনে পুলিশে কর্মরত অতিরিক্ত ডিআইজি, অতিরিক্ত পুলিশ কমিশনার ও অতিরিক্ত পুলিশ সুপারসহ একযোগে ২০ কর্মকর্তাকে বিভিন্ন রেঞ্জ ও ইউনিটে বদলি করা হয়েছে।

এর আগে গত বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক আদেশে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ৫০ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পদে রদবদল করা হয়।

ওই আদেশ বলা হয়, ঢাকা মেট্রোপলিটনে কর্মরত নিম্নবর্ণিত নিরস্ত্র পুলিশ পরিদর্শকদের পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত জনস্বার্থে তাদের নামের পার্শ্বে বর্ণিত স্থানে বদলি বা পদায়ন করা হলো। জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এছাড়াও একই দিন ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি) কর্মরত উপ-পুলিশ কমিশনার (ডিসি) পদমর্যাদার ১৪ কর্মকর্তার পদে রদবদল আনা হয়। ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর সই করা পৃথক কার্যালয় আদেশে তাদের রদবদলের বিষয়টি জানানো হয়। এরমধ্যে একটি আদেশে ডিএমপির উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি) মো. মহিদুল ইসলামকে ডিএমপির ক্রাইম প্রিভেনশন বিভাগের যুগ্ম পুলিশ কমিশনার (ভারপ্রাপ্ত) হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে।