Dhaka সোমবার, ০৪ অগাস্ট ২০২৫, ২০ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

পুলিশি বাধায় মহিলা দলের র‌্যালি পণ্ড

নিজস্ব প্রতিবেদক : 

অন্যান্য বছরের মতো এবারও নারী দিবস উপলক্ষে জাতীয়তাবাদী মহিলা দলের পক্ষ থেকে র‌্যালি শুরু করা হয়েছিল। কিন্তু শান্তিপূর্ণ এই র‌্যালিতে বাধা দেওয়ার অভিযোগ করা হয়েছে সংগঠনটির পক্ষ থেকে। নেতৃবৃন্দের অভিযোগ, পুলিশের বাধার কারণে তারা শেষ পর্যন্ত র‌্যালিটি বাতিল করতে বাধ্য হয়েছেন।

শুক্রবার (৮ মার্চ) বেলা ১১ টার দিকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে র‌্যালি বের হলে পুলিশ বাধা দেয় বলে অভিযোগ করেন বিএনপি-মহিলা দলের নেতাকর্মীরা।

নেতাকর্মীদের অভিযোগ, শান্তিপূর্ণভাবে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে পূর্ব ঘোষিত কর্মসূচি ছিল বিএনপির। সকাল থেকেই সেখানে বিএনপির নারী নেত্রীরা জড়ো হয়। সেখানে আগে থেকেই পুলিশের বিপুল সদস্য মোতায়েন করা হয়। নির্ধারিত সময়ে র‌্যালি বের হলে কোনোভাবেই এগোতে দেওয়া হয়নি।

জানা গেছে, এক পর্যায়ে মুখোমুখি অবস্থান নেয় পুলিশ। পরে বাধ্য হয়ে শান্তিপূর্ণ কর্মসূচি বাতিল করে বিএনপির নারী নেত্রীরা।

এ বিষয়ে জাতীয়তাবাদী মহিলা দলের সাধারণ সভাপতি আফরোজা আব্বাস বলেন, আমরা স্বাধীন গণতান্ত্রিক দেশে বাস করি। প্রতিটি মানুষ ও সংগঠনের দিবস পালনের অধিকার আছে। কিন্তু স্বৈরাচারী সরকারের পুলিশ বাহিনী আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দিয়েছে। এতে নেতাকর্মীর নিরাপত্তার কথা ভেবে আমরা বাধ্য হয়ে কর্মসূচি থেকে সরে আসি। তবে পুলিশের এই আচরণ আমাদের স্বাধীনতাকে হরণ করেছে। অবশ্য বাধা দেওয়ার বিষয়ে পুলিশের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

র‌্যালিপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এতে সভাপতিত্ব করেন মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ।

এদিকে মহিলা দলের র‌্যালিকে ঘিরে নয়াপল্টন ও এর আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। পাশাপাশি সাদা পোশাকেও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের দেখা গেছে। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সতর্ক অবস্থানে ছিলেন তারা। এছাড়া প্রিজনভ্যান, জলকামান এবং এপিসিও রাখা হয়।

আবহাওয়া

সারাদেশের সব পোশাক কারখানা ৫ আগস্ট বন্ধ

পুলিশি বাধায় মহিলা দলের র‌্যালি পণ্ড

প্রকাশের সময় : ০২:০৯:১৬ অপরাহ্ন, শুক্রবার, ৮ মার্চ ২০২৪

নিজস্ব প্রতিবেদক : 

অন্যান্য বছরের মতো এবারও নারী দিবস উপলক্ষে জাতীয়তাবাদী মহিলা দলের পক্ষ থেকে র‌্যালি শুরু করা হয়েছিল। কিন্তু শান্তিপূর্ণ এই র‌্যালিতে বাধা দেওয়ার অভিযোগ করা হয়েছে সংগঠনটির পক্ষ থেকে। নেতৃবৃন্দের অভিযোগ, পুলিশের বাধার কারণে তারা শেষ পর্যন্ত র‌্যালিটি বাতিল করতে বাধ্য হয়েছেন।

শুক্রবার (৮ মার্চ) বেলা ১১ টার দিকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে র‌্যালি বের হলে পুলিশ বাধা দেয় বলে অভিযোগ করেন বিএনপি-মহিলা দলের নেতাকর্মীরা।

নেতাকর্মীদের অভিযোগ, শান্তিপূর্ণভাবে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে পূর্ব ঘোষিত কর্মসূচি ছিল বিএনপির। সকাল থেকেই সেখানে বিএনপির নারী নেত্রীরা জড়ো হয়। সেখানে আগে থেকেই পুলিশের বিপুল সদস্য মোতায়েন করা হয়। নির্ধারিত সময়ে র‌্যালি বের হলে কোনোভাবেই এগোতে দেওয়া হয়নি।

জানা গেছে, এক পর্যায়ে মুখোমুখি অবস্থান নেয় পুলিশ। পরে বাধ্য হয়ে শান্তিপূর্ণ কর্মসূচি বাতিল করে বিএনপির নারী নেত্রীরা।

এ বিষয়ে জাতীয়তাবাদী মহিলা দলের সাধারণ সভাপতি আফরোজা আব্বাস বলেন, আমরা স্বাধীন গণতান্ত্রিক দেশে বাস করি। প্রতিটি মানুষ ও সংগঠনের দিবস পালনের অধিকার আছে। কিন্তু স্বৈরাচারী সরকারের পুলিশ বাহিনী আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দিয়েছে। এতে নেতাকর্মীর নিরাপত্তার কথা ভেবে আমরা বাধ্য হয়ে কর্মসূচি থেকে সরে আসি। তবে পুলিশের এই আচরণ আমাদের স্বাধীনতাকে হরণ করেছে। অবশ্য বাধা দেওয়ার বিষয়ে পুলিশের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

র‌্যালিপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এতে সভাপতিত্ব করেন মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ।

এদিকে মহিলা দলের র‌্যালিকে ঘিরে নয়াপল্টন ও এর আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। পাশাপাশি সাদা পোশাকেও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের দেখা গেছে। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সতর্ক অবস্থানে ছিলেন তারা। এছাড়া প্রিজনভ্যান, জলকামান এবং এপিসিও রাখা হয়।