Dhaka শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

পুরান ঢাকায় বাসে আগুন

নিজস্ব প্রতিবেদক : 

পুরান ঢাকার বাহাদুর শাহ পার্কের সামনে সাভার পরিবহনের যাত্রী ভর্তি একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে বাসের বেশ কিছু সিট পুড়ে গেছে।

বুধবার (১৩ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে বাহাদুর শাহ পার্ক ও কবি নজরুল সরকারি কলেজের মধ্যবর্তী রাস্তায় এই ঘটনা ঘটে।

বাসটির চালক রাসেল মিয়া জানান, সাভার থেকে যাত্রী নিয়ে সদরঘাটে আসছিল বাসটি। কবি নজরুল কলেজের সামনে আসার পর যাত্রী নামানোর জন্য বাসটি থামানো মাত্রই বাসে থাকা যাত্রীরা আগুন আগুন বলে চিৎকার করে ওঠে। এ সময় দ্রুত বাস থেকে যাত্রীরা নেমে যান। পরে আশপাশে থাকা মানুষজন পানি দিয়ে দ্রুতই আগুন নিয়ন্ত্রণে আনে। পরে বাসে আগুনের খবর শুনে পুলিশ, আনসার ও র‌্যাবের একটি দল ঘটনাস্থলে আসে।

এ বিষয়ে সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (অপারেশন) মো. মামুন বলেন, ‘আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে এসেছি। আগুন স্থানীয়রাই নিভিয়েছে। কীভাবে এই ঘটনা ঘটল তার খোঁজ নিচ্ছি। পরে বিস্তারিত জানাতে পারব।’

জনপ্রিয় খবর

আবহাওয়া

হয়ে গেল ২০২৬ ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্বের ড্র অনুষ্ঠিত

পুরান ঢাকায় বাসে আগুন

প্রকাশের সময় : ০৩:৩৩:১৫ অপরাহ্ন, বুধবার, ১৩ ডিসেম্বর ২০২৩

নিজস্ব প্রতিবেদক : 

পুরান ঢাকার বাহাদুর শাহ পার্কের সামনে সাভার পরিবহনের যাত্রী ভর্তি একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে বাসের বেশ কিছু সিট পুড়ে গেছে।

বুধবার (১৩ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে বাহাদুর শাহ পার্ক ও কবি নজরুল সরকারি কলেজের মধ্যবর্তী রাস্তায় এই ঘটনা ঘটে।

বাসটির চালক রাসেল মিয়া জানান, সাভার থেকে যাত্রী নিয়ে সদরঘাটে আসছিল বাসটি। কবি নজরুল কলেজের সামনে আসার পর যাত্রী নামানোর জন্য বাসটি থামানো মাত্রই বাসে থাকা যাত্রীরা আগুন আগুন বলে চিৎকার করে ওঠে। এ সময় দ্রুত বাস থেকে যাত্রীরা নেমে যান। পরে আশপাশে থাকা মানুষজন পানি দিয়ে দ্রুতই আগুন নিয়ন্ত্রণে আনে। পরে বাসে আগুনের খবর শুনে পুলিশ, আনসার ও র‌্যাবের একটি দল ঘটনাস্থলে আসে।

এ বিষয়ে সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (অপারেশন) মো. মামুন বলেন, ‘আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে এসেছি। আগুন স্থানীয়রাই নিভিয়েছে। কীভাবে এই ঘটনা ঘটল তার খোঁজ নিচ্ছি। পরে বিস্তারিত জানাতে পারব।’