Dhaka রবিবার, ১৭ অগাস্ট ২০২৫, ২ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

পুত্রসন্তানের বাবা হলেন ব্যাচেলর পয়েন্ট নির্মাতা অমি

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : ০৪:২৯:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ মে ২০২৫
  • ৩০৩ জন দেখেছেন

বিনোদন ডেস্ক : 

দেশের নাট্যাঙ্গনে আলোচিত নাম কাজল আরেফিন অমি। এক ‘ব্যাচেলর পয়েন্ট’ ধারাবাহিক দিয়ে দর্শকের কাছে জনপ্রিয় হয়ে উঠেছেন তিনি। শুধু ‘ব্যাচেলর পয়েন্ট’ নয়, নির্মাণ করেছেন একাধিক একক নাটক, ড্রামা সিরিজ ও ওয়েব সিরিজ। নতুন কাজের মাঝেই আরও এক সুখবর দিলেন এই নির্মাতা। পুত্র সন্তানের বাবা হয়েছেন তিনি।

সোমবার (১৯ মে) রাত নয়টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দিয়েছেন তার স্ত্রী। আরটিভিকে খবরটি অমি নিজেই নিশ্চিত করেছেন।

বাবা হওয়ার খবর জানিয়ে অমি বলেন, আলহামদুলিল্লাহ, পুত্র সন্তানের বাবা হলাম। মা ছেলে দুজনেই সুস্থ আছে। আপনারা সবাই দোয়া করবেন।

প্রথম সন্তান হওয়ার অনুভূতি নিয়ে জানতে গিয়ে তিনি বলেন, অনুভূতিটা একটু অন্যরকম। এখনো ঠিকঠাক বুঝতে পারছি না। আমার মনে হয়, নতুন করে এক ধরনের মায়া তৈরি হচ্ছে।

এর আগে সোশ্যাল মিডিয়া ফেসবুকে ভেরিফায়েড পেজে এক পোস্টে বাবা হওয়ার সুখবর জানান নির্মাতা অমি। তিনি লেখেন, ‘আলহামদুলিল্লাহ, পুত্র সন্তানের বাবা হলাম। সবাই দোয়া করবেন।’ আর মন্তব্যের ঘরে সবাই শুভ কামনা জানাচ্ছেন তাকে।

গত মাসে সোশ্যাল মিডিয়ায় সন্তান আগমনের খবর জানিয়েছিলেন এ নির্মাতা। ওই সময় তিনি বলেছিলেন, আলহামদুলিল্লাহ, একসঙ্গে ৯ বছর কাটালাম। আমাদের বেবি হবে। আসলে এখনও আমি জানি না যে, সন্তান ছেলে হবে নাকি মেয়ে। ইনফ্যাক্ট এটা জিজ্ঞেসও করিনি। তবে যেটাই হবে, আমি চাই আমার সন্তান যেন সুস্থ হয় এবং আমার স্ত্রীও সুস্থ থাকুক। সবার কাছে দোয়া চাই।

প্রসঙ্গত, গেল ঈদে মুক্তি পায় অমি নির্মিত ওয়েব ফিল্ম হাউ সুইট। এতে অভিনয় করেছেন জিয়াউল হক অপূর্ব ও তাসনিয়া ফারিণ, সাইদুর রহমান পাভেল প্রমুখ। মুক্তির অপেক্ষায় রয়েছে তার জনপ্রিয় সিরিজ ব্যাচেলর পয়েন্টের সিজন ৫।

জনপ্রিয় খবর

আবহাওয়া

ইতিহাস থেকে শিক্ষা না নিলে বিদেশে-অনলাইনে পরে থাকতে হবে : তারেককে ইঙ্গিত করে পাটওয়ারী

পুত্রসন্তানের বাবা হলেন ব্যাচেলর পয়েন্ট নির্মাতা অমি

প্রকাশের সময় : ০৪:২৯:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ মে ২০২৫

বিনোদন ডেস্ক : 

দেশের নাট্যাঙ্গনে আলোচিত নাম কাজল আরেফিন অমি। এক ‘ব্যাচেলর পয়েন্ট’ ধারাবাহিক দিয়ে দর্শকের কাছে জনপ্রিয় হয়ে উঠেছেন তিনি। শুধু ‘ব্যাচেলর পয়েন্ট’ নয়, নির্মাণ করেছেন একাধিক একক নাটক, ড্রামা সিরিজ ও ওয়েব সিরিজ। নতুন কাজের মাঝেই আরও এক সুখবর দিলেন এই নির্মাতা। পুত্র সন্তানের বাবা হয়েছেন তিনি।

সোমবার (১৯ মে) রাত নয়টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দিয়েছেন তার স্ত্রী। আরটিভিকে খবরটি অমি নিজেই নিশ্চিত করেছেন।

বাবা হওয়ার খবর জানিয়ে অমি বলেন, আলহামদুলিল্লাহ, পুত্র সন্তানের বাবা হলাম। মা ছেলে দুজনেই সুস্থ আছে। আপনারা সবাই দোয়া করবেন।

প্রথম সন্তান হওয়ার অনুভূতি নিয়ে জানতে গিয়ে তিনি বলেন, অনুভূতিটা একটু অন্যরকম। এখনো ঠিকঠাক বুঝতে পারছি না। আমার মনে হয়, নতুন করে এক ধরনের মায়া তৈরি হচ্ছে।

এর আগে সোশ্যাল মিডিয়া ফেসবুকে ভেরিফায়েড পেজে এক পোস্টে বাবা হওয়ার সুখবর জানান নির্মাতা অমি। তিনি লেখেন, ‘আলহামদুলিল্লাহ, পুত্র সন্তানের বাবা হলাম। সবাই দোয়া করবেন।’ আর মন্তব্যের ঘরে সবাই শুভ কামনা জানাচ্ছেন তাকে।

গত মাসে সোশ্যাল মিডিয়ায় সন্তান আগমনের খবর জানিয়েছিলেন এ নির্মাতা। ওই সময় তিনি বলেছিলেন, আলহামদুলিল্লাহ, একসঙ্গে ৯ বছর কাটালাম। আমাদের বেবি হবে। আসলে এখনও আমি জানি না যে, সন্তান ছেলে হবে নাকি মেয়ে। ইনফ্যাক্ট এটা জিজ্ঞেসও করিনি। তবে যেটাই হবে, আমি চাই আমার সন্তান যেন সুস্থ হয় এবং আমার স্ত্রীও সুস্থ থাকুক। সবার কাছে দোয়া চাই।

প্রসঙ্গত, গেল ঈদে মুক্তি পায় অমি নির্মিত ওয়েব ফিল্ম হাউ সুইট। এতে অভিনয় করেছেন জিয়াউল হক অপূর্ব ও তাসনিয়া ফারিণ, সাইদুর রহমান পাভেল প্রমুখ। মুক্তির অপেক্ষায় রয়েছে তার জনপ্রিয় সিরিজ ব্যাচেলর পয়েন্টের সিজন ৫।