আন্তর্জাতিক ডেস্ক :
জাতির উদ্দেশে পূর্ব নির্ধারিত ভাষণে ইসরায়েল ও ইউক্রেনের প্রতি জোরালো সমর্থনের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এ সময় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে গাজার সশস্ত্র গোষ্ঠী হামাস একই সুতোয় গাঁথা বলে মন্তব্য করেন তিনি।
বৃহস্পতিবার (১৯ অক্টোবর) ওয়াশিংটনের ওভাল অফিস থেকে ভাষণে বাইডেন বলেন, হামাস গোষ্ঠী ও পুতিন আলাদা হামলার প্রতিনিধিত্ব করে। কিন্তু তাদের নৈতিকতা একই। উভয়ই প্রতিবেশীর গণতন্ত্রকে পুরোপুরি ধ্বংস করতে চায়।
তিনি দাবি করেন, প্রকৃত অর্থে বিশ্ব মানচিত্রে একটি রাষ্ট্র হিসেবে ইউক্রেনের অবস্থান মেনে নিতে চান না পুতিন। তাকে থামানো না গেলে শুধু ইউক্রেনেই নিজেকে সীমাবদ্ধ রাখবেন না।
ইসরায়েল ও ইউক্রেনের সফলতা নিশ্চিতে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করেন তিনি।
মধ্যপ্রাচ্য সংকট নিয়ে বাইডেন বলেন, চলমান সংঘাত গাজা-ইসরায়েল ছাড়িয়ে বিশ্বের অন্যান্য দেশেও ছড়িয়ে পড়তে পারে। বিশেষ করে মধ্যপ্রাচ্যে। ফলে যুক্তরাষ্ট্র ও মিত্ররা মধ্যপ্রাচ্যের জন্য উন্নত ভবিষ্যৎ গড়ে তুলতে কাজ করছে।
বাইডেন বলেন, একটি মহান জাতি হিসেবে আমরা হামাসের মতো সন্ত্রাসী এবং পুতিনের মতো একজন স্বৈরাচারী শাসককে জয়ী হতে দিতে পারি না, দেব না।
হামাসকে বিশ্বে ‘ভেজালহীন খারাপ’ অ্যাখ্যা দিয়ে বাইডেন বলেন, আমার কাছে আটক আমেরিকানদের নিরাপত্তার উপরে কোনো কিছুই নেই। তার দাবি, ‘ইসরায়েল এবং ইউক্রেনের সফলতা নিশ্চিত করাটা আমেরিকার জাতীয় নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ। আমরা যদি ইউক্রেনে দখলদারিত্বের জন্য পুতিনের ক্ষুধা বন্ধ করতে না পারি তবে তিনি নিজেকে আর ইউক্রেনের ভেতরে সীমাবদ্ধ রাখবেন না।
তবে ৯/১১ হামলার পর মার্কিন নেতাদের ভুল থেকে শিক্ষা নিয়ে ‘ক্রোধে অন্ধ’ হওয়া থেকে বিরত থাকতে ইসরায়েলি নেতাদের প্রতি আহ্বান জানান তিনি।
এদিকে বাইডেন তার বক্তব্যে ইউক্রেন-ইসরায়েল সংঘাতের মধ্যে যোগ সূত্র টেনে দু’দেশের জন্য সহায়তা প্যাকেজ পাস করতে মার্কিন কনগ্রেসের প্রতি আহ্বান জানান।
যদিও কত টাকার সহায়তা প্যাকেজ ঘোষণা করতে চান তা স্পষ্ট করে বলেননি জো বাইডেন। তবে তিনি ১০০ বিলিয়ন ডলারের আশা করেন।
প্রেসিডেন্ট বাইডেন সরাসরি আমেরিকান জনগণকে সম্বোধন করে বলেন: আমি জানি এই দ্বন্দ্ব-সংঘাতগুলো আমেরিকানদের জন্য অনেক দূরের ঘটনা বলে মনে করা হয়ে থাকে এবং এই প্রশ্ন জিজ্ঞাসা করা স্বাভাবিক, কেন এই সংঘাত আমেরিকানদের কাছে গুরুত্বপূর্ণ হবে?
তার দাবি, ইসরায়েল এবং ইউক্রেনের সফলতা নিশ্চিত করাটা আমেরিকার জাতীয় নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ। আমরা যদি ইউক্রেনে দখলদারিত্বের জন্য পুতিনের ক্ষুধা বন্ধ করতে না পারি তবে তিনি নিজেকে আর ইউক্রেনের ভেতরে সীমাবদ্ধ রাখবেন না।
মার্কিন এই প্রেসিডেন্ট বলেন, আমরা আগের চেয়ে শক্তিশালী। আমেরিকা বিশ্বের কাছে এখনও একটি আলোকবর্তিকা, এখনও।
তিনি হামাস ও পুতিনকে জিততে দেবেন না বলেও জানান বাইডেন। এছাড়া জেলেনস্কি এবং ইউক্রেনের প্রতি সমর্থন দেখানোর জন্য চলতি বছরের শুরুতে পোল্যান্ড হয়ে ইউক্রেনে গোপন সফরে গিয়েছিলেন বলেও জানান তিনি।
ইউক্রেন ও গাজায় চলমান সংঘাত নিয়ে জো বাইডেন বলেন, ‘ঝুঁকি হচ্ছে চলমান সংঘর্ষ এবং বিশৃঙ্খলা বিশ্বের অন্যান্য অংশে… বিশেষ করে মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়তে পারে।’
তিনি বলেন, যুক্তরাষ্ট্র এবং তার মিত্র দেশগুলো মধ্যপ্রাচ্যের জন্য ‘একটি উন্নত ভবিষ্যৎ গড়তে কাজ করছে’। তার দাবি, সেই ভবিষ্যৎ হবে ‘আরও স্থিতিশীল’ এবং ‘প্রতিবেশীদের সাথে আরও বেশি সংযুক্ত’।
মার্কিন ডেমোক্র্যাটিক এই প্রেসিডেন্ট বলছেন, ইসরায়েল এবং ইউক্রেনকে সাহায্য করতে অস্বীকার করাটা ‘কেবলই মূল্যহীন’। তার দাবি, ‘আমরা ইতিহাসের একটি পরিবর্তনের মুখোমুখি হয়েছি। এটি সেই মুহূর্তগুলোর মধ্যে একটি যেখানে আমরা আজ যে সিদ্ধান্ত নিচ্ছি তা আগামী কয়েক দশকের ভবিষ্যতের রূপ দিতে চলেছে।
প্রেসিডেন্ট বাইডেন বলেন, যুক্তরাষ্ট্রকে অবশ্যই সব ধরনের ইসলামফোবিয়া বা ইসলাম-বিদ্বেষ এবং ইহুদি বিদ্বেষ প্রত্যাখ্যান করতে হবে। তিনি মুসলিম এবং ইহুদি আমেরিকানদের উদ্দেশে বলেন, আপনারা সবাই আমেরিকান।
তিনি বলেন, আমাদের সকলেরই বিতর্ক ও মতবিরোধ করার অধিকার আছে। তবে আমেরিকানদের অবশ্যই হিংসা ও বিদ্বেষ ত্যাগ করতে হবে এবং একে অপরকে সহযোগী আমেরিকান হিসাবে দেখতে হবে। মুসলিম, ইহুদি বা যে কারও বিরুদ্ধেই হোক না কেন আমরা সব ধরনের ঘৃণা প্রত্যাখ্যান করি।
বাইডেনের ভাষায়, বিশ্বের মহান জাতিগুলো ঠিক এটাই করে এবং আমরা একটি মহান জাতি।
টানা ১৪ দিন ধরে ইসরায়েল ও হামাসের মধ্যে তুমুল লড়াই চলছে। এতে উভয়পক্ষে নিহতের সংখ্যা পাঁচ হাজার ছাড়িয়েছে। আহত হয়েছে ১০ হাজারের বেশি জন। এতে গাজায় ঘরছাড়া হয়েছে লাখ লাখ মানুষ। খাবার, পানি, ওষুধ ও বিদ্যুতের সংকটে বিপর্যস্ত অবস্থা গাজা উপত্যকার।