Dhaka শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ৬ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

পিসিবির হল অফ ফেমে অন্তর্ভুক্ত হলেন পাকিস্তানের চার কিংবদন্তি

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ০৯:৩৫:০৭ অপরাহ্ন, শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫
  • ২৫৫ জন দেখেছেন

স্পোর্টস ডেস্ক : 

পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) পাকিস্তানের চার কিংবদন্তি মুশতাক মোহাম্মদ, ইনজামাম-উল-হক, সাঈদ আনোয়ার ও মিসবাহ-উল-হক দারুণ এক সম্মাননা পেয়েছেন। পিসিবি কর্তৃক গঠিত হল অফ ফেমে অন্তর্ভুক্ত করা হয়েছে তাদের। এই চার কিংবদন্তি ২০২১ সালে চালু হওয়া পিসিবি হল অব ফেমে যুক্ত হওয়া আরও দশজনের সঙ্গে স্থান পেয়েছেন।

এক বিবৃতিতে পিসিবি বলেছে, (হল অব ফেমে জায়গা পাওয়া) চার তারতাকে আনুষ্ঠানিকভাবে এই বছরের মধ্যেই অন্তর্ভুক্ত করা হবে। তখন তাদের স্মারক ক্যাপ এবং বিশেষভাবে ডিজাইন করা ফলক প্রদান করা হবে।

হল অব ফেমে ইনজামাম, মিসবাহ, মুশতাক এবং আনোয়ার জায়গা পেলেন আবদুল কাদির, এএইচ কারদার, ফজল মাহমুদ, হানিফ মোহাম্মদ, ইমরান খান, জাভেদ মিয়াঁদাদ, ওয়াসিম আকরাম, ওয়াকার ইউনিস, ইউনিস খান এবং জহির আব্বাসের মতো কিংবদন্তি ক্রিকেটারদের সঙ্গে।

ইনজামাম ওয়ানডে সংস্করণে পাকিস্তানের পক্ষে সর্বোচ্চ ১১ হাজার ৭০১ রান সংগ্রহ করেছেন। টেস্ট ক্রিকেটে ৮ হাজার ৮২৯ রান সংগ্রহ করেছেন, যে তালিকায় তিনি তৃতীয়। ইনজামাম ২৫ টি টেস্ট সেঞ্চুরি হাঁকিয়েছেন, যার মধ্যে ১৭ টি’তে জয় পায় পাকিস্তান। তার করা ১০ টি ওডিআই সেঞ্চুরির ৭ টিতে জয় পেয়েছে দল।

১৯৯১ থেকে ২০০৭ সাল পর্যন্ত পাকিস্তানের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন এবং ১৯৯২ সালের বিশ্বকাপজয়ী পাকিস্তান দলের সদস্য ছিলেন। অবসরের পর তিনি দুবার পাকিস্তানের প্রধান নির্বাচকের দায়িত্বও পালন করেন এবং আফগানিস্তানের কোচও ছিলেন।

এদিকে মিসবাহ আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০০৯ দলের সদস্য ছিলেন। পাকিস্তান যখন ২০১৬ সালে টেস্ট র‌্যাংকিংয়ের ১ নম্বরে ওঠে, সেই দলের অধিনায়ক ছিলেন মিসবাহ। পাকিস্তানের সবচেয়ে সফল টেস্ট অধিনায়ক ছিলেন তিনি। ২০০১ থেকে ২০১৭ সাল পর্যন্ত ছিল আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন মিসবাহ। মিসবাহ ২০১৯-২০২১ সাল পর্যন্ত পাকিস্তানের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করেন এবং ২০১৯-২০২০ সালে প্রধান নির্বাচকও ছিলেন।

অন্যদিকে, পাকিস্তানের হয়ে টেস্ট খেলা চার মোহাম্মদ ভাইয়ের একজন মুশতাক। ১৯৫৯ থেকে ১৯৭৯ সাল পর্যন্ত পাকিস্তানের হয়ে খেলেছেন তিনি। ১৯৭৭ সালে অস্ট্রেলিয়ায় প্রথম টেস্ট জয়ে দলকে নেতৃত্ব দিয়েছেন তিনি। পাশাপাশি ইংল্যান্ডে ১৯৭৫ সালের প্রথম ওয়ানডে বিশ্বকাপে অংশ নিয়েছেন এবং ১৯৯৯ সালের ওয়ানডে বিশ্বকাপ ফাইনালে জাতীয় দলের কোচিং করিয়েছেন।

এদিকে, আনোয়ার ১৯৮৯ থেকে ২০০৩ সাল পর্যন্ত পাকিস্তানের হয়ে খেলেছেন। ১৯৯৬, ১৯৯৯ এবং ২০০৩ সালের ওয়ানডে বিশ্বকাপে তিনটি সেঞ্চুরি এবং তিনটি অর্ধশতকসহ মোট ৩১টি সেঞ্চুরি এবং ৬৮টি অর্ধশতক করেছেন এই ওপেনার।

জনপ্রিয় খবর

আবহাওয়া

অপতথ্যের বিরুদ্ধে লড়াইয়ে নামতে ভোটারদের প্রতি আহ্বান সিইসির

পিসিবির হল অফ ফেমে অন্তর্ভুক্ত হলেন পাকিস্তানের চার কিংবদন্তি

প্রকাশের সময় : ০৯:৩৫:০৭ অপরাহ্ন, শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫

স্পোর্টস ডেস্ক : 

পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) পাকিস্তানের চার কিংবদন্তি মুশতাক মোহাম্মদ, ইনজামাম-উল-হক, সাঈদ আনোয়ার ও মিসবাহ-উল-হক দারুণ এক সম্মাননা পেয়েছেন। পিসিবি কর্তৃক গঠিত হল অফ ফেমে অন্তর্ভুক্ত করা হয়েছে তাদের। এই চার কিংবদন্তি ২০২১ সালে চালু হওয়া পিসিবি হল অব ফেমে যুক্ত হওয়া আরও দশজনের সঙ্গে স্থান পেয়েছেন।

এক বিবৃতিতে পিসিবি বলেছে, (হল অব ফেমে জায়গা পাওয়া) চার তারতাকে আনুষ্ঠানিকভাবে এই বছরের মধ্যেই অন্তর্ভুক্ত করা হবে। তখন তাদের স্মারক ক্যাপ এবং বিশেষভাবে ডিজাইন করা ফলক প্রদান করা হবে।

হল অব ফেমে ইনজামাম, মিসবাহ, মুশতাক এবং আনোয়ার জায়গা পেলেন আবদুল কাদির, এএইচ কারদার, ফজল মাহমুদ, হানিফ মোহাম্মদ, ইমরান খান, জাভেদ মিয়াঁদাদ, ওয়াসিম আকরাম, ওয়াকার ইউনিস, ইউনিস খান এবং জহির আব্বাসের মতো কিংবদন্তি ক্রিকেটারদের সঙ্গে।

ইনজামাম ওয়ানডে সংস্করণে পাকিস্তানের পক্ষে সর্বোচ্চ ১১ হাজার ৭০১ রান সংগ্রহ করেছেন। টেস্ট ক্রিকেটে ৮ হাজার ৮২৯ রান সংগ্রহ করেছেন, যে তালিকায় তিনি তৃতীয়। ইনজামাম ২৫ টি টেস্ট সেঞ্চুরি হাঁকিয়েছেন, যার মধ্যে ১৭ টি’তে জয় পায় পাকিস্তান। তার করা ১০ টি ওডিআই সেঞ্চুরির ৭ টিতে জয় পেয়েছে দল।

১৯৯১ থেকে ২০০৭ সাল পর্যন্ত পাকিস্তানের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন এবং ১৯৯২ সালের বিশ্বকাপজয়ী পাকিস্তান দলের সদস্য ছিলেন। অবসরের পর তিনি দুবার পাকিস্তানের প্রধান নির্বাচকের দায়িত্বও পালন করেন এবং আফগানিস্তানের কোচও ছিলেন।

এদিকে মিসবাহ আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০০৯ দলের সদস্য ছিলেন। পাকিস্তান যখন ২০১৬ সালে টেস্ট র‌্যাংকিংয়ের ১ নম্বরে ওঠে, সেই দলের অধিনায়ক ছিলেন মিসবাহ। পাকিস্তানের সবচেয়ে সফল টেস্ট অধিনায়ক ছিলেন তিনি। ২০০১ থেকে ২০১৭ সাল পর্যন্ত ছিল আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন মিসবাহ। মিসবাহ ২০১৯-২০২১ সাল পর্যন্ত পাকিস্তানের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করেন এবং ২০১৯-২০২০ সালে প্রধান নির্বাচকও ছিলেন।

অন্যদিকে, পাকিস্তানের হয়ে টেস্ট খেলা চার মোহাম্মদ ভাইয়ের একজন মুশতাক। ১৯৫৯ থেকে ১৯৭৯ সাল পর্যন্ত পাকিস্তানের হয়ে খেলেছেন তিনি। ১৯৭৭ সালে অস্ট্রেলিয়ায় প্রথম টেস্ট জয়ে দলকে নেতৃত্ব দিয়েছেন তিনি। পাশাপাশি ইংল্যান্ডে ১৯৭৫ সালের প্রথম ওয়ানডে বিশ্বকাপে অংশ নিয়েছেন এবং ১৯৯৯ সালের ওয়ানডে বিশ্বকাপ ফাইনালে জাতীয় দলের কোচিং করিয়েছেন।

এদিকে, আনোয়ার ১৯৮৯ থেকে ২০০৩ সাল পর্যন্ত পাকিস্তানের হয়ে খেলেছেন। ১৯৯৬, ১৯৯৯ এবং ২০০৩ সালের ওয়ানডে বিশ্বকাপে তিনটি সেঞ্চুরি এবং তিনটি অর্ধশতকসহ মোট ৩১টি সেঞ্চুরি এবং ৬৮টি অর্ধশতক করেছেন এই ওপেনার।